<p>রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)। পদ্মা-এক্সিমের পর আনুষ্ঠানিকভাবে এ নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক দুটি। দুই ব্যাংকের পরিচালনা পর্ষদে মার্জারের সিদ্ধান্ত অনুমোদনের পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার একীভূতকরণের প্রাথমিক চুক্তি সম্পন্ন হয়।</p> <p>কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত চুক্তিতে সই করেন সোনালী ব্যাংকের এমডি আফজাল করিম ও বিডিবিএলের এমডি হাবিবুর রহমান গাজী। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, উপদেষ্টা আবু ফরাহ মো. নাছের, সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী, বিডিবিএলের চেয়ারম্যান শামীমা নার্গিসসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।</p> <p>চুক্তি শেষে বিডিবিএল চেয়ারম্যান শামীমা নার্গিস সাংবাদিকদের বলেন, ‘বিডিবিএলের চারটি ইনডিকেটরের মধ্যে তিনটিই ভালো আছে, শুধু একটিতে একটু দুর্বল অবস্থায় আছে খেলাপি ঋণ। আগে যেটা ৪১ শতাংশ ছিল, আমরা সেটা কমিয়ে ৩৪ শতাংশে নিয়ে এসেছি। মার্জারের যে নীতিমালা আছে চারটি ইনডিকেটরের মধ্যে খেলাপি ঋণের বিষয়টি আলাদাভাবে গুরুত্বপূর্ণ।</p> <p>তিনি আরো বলেন, ‘এক বছরে আমি ব্যাংকের খেলাপি ঋণের হার ৪১ থেকে ৩৪ শতাংশে এনেছি। ছয় মাসে ৩৪ থেকে ৫ থেকে ১০ বা ১৫ শতাংশে আসা সম্ভব নয়। খেলাপি ঋণ আদায়ে দুই পক্ষেরই সম্মতি থাকা প্রয়োজন, যার যে খেলাপি তাকেও এগিয়ে আসতে হবে। সে যদি এগিয়ে না আসে তার জামানত বিক্রি করতে হলেও আমাকে অনেক ধাপ—অর্থঋণ আদালত, অর্থ ও জারি মামলাসহ বিভিন্ন ধাপ অতিক্রম করে আসতে হবে। যেটা কোনোভাবেই ছয় মাসে সম্ভব নয়।’</p> <p>বিডিবিএল সময় নিতে পারত, তার পরও কেন মার্জারে যাচ্ছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রাইভেট ব্যাংকগুলো যেমন গ্যারান্টি দিচ্ছে, আগামী এক বছরে এত হাজার কোটি টাকা আনব, আমি সেই গ্যারান্টি দিতে পারছি না। কারণ আমাদের ব্রাঞ্চের সংখ্যা কম। মাত্র ৫০টি। কাজেই আমি যে সময় নিব, বাংলাদেশ ব্যাংক তো আর আমাকে ৫ থেকে ১০ বছর সময় দেবে না।’ </p> <p>মার্জারে না যেতে বিডিবিএলকর্মীদের খোলা চিঠির বিষয়ে প্রশ্ন করা হলে বিডিবিএল চেয়ারম্যান বলেন, ‘এখানে দুই ব্যাংকের পর্ষদ একীভূত হওয়ার সিদ্ধান্ত হয়েছে। কাজেই তারা অনেক কিছু প্লাস মাইনাস করে সিদ্ধান্ত নিয়েছে। যেটা বেটার হয়, সেটা করা হয়েছে।’</p> <p>সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী  বলেন, ‘আমরা অনেক চিন্তা-ভাবনা করেই মার্জারের সিদ্ধান্ত নিয়েছি। আমরা কোনো চাপের মুখে নয়, নিজেরাই আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দুই ব্যাংকের দুই ধরনের অভিজ্ঞতা আছে। সেগুলো কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাব। আজকে বিডিবিএলের চেয়ারম্যানও ছিলেন এখানে। তাঁর কিছু প্রশ্ন ছিল। গভর্নর সেগুলোর সন্তোষজনক জবাব দিয়েছেন।’</p> <p>সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম বলেন, ‘সোনালী ব্যাংকের আমানত এই মুহূর্তে এক লাখ ৫০ হাজার কোটি টাকা। অন্যদিকে বিডিবিএলের তিন হাজার ২০০ কোটি টাকা, যা প্রায় ৫০ শতাংশের ১ শতাংশ, একই অবস্থা ঋণের ক্ষেত্রেও। কাজেই এটা সোনালী ব্যাংকে খুব বেশি ইফেক্ট পড়বে না। আর বিডিবিএলের কর্মকর্তাদের শঙ্কা বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের প্রায় আট হাজার কর্মী আছে, তার পরও অনেক লোকবল প্রয়োজন, আর বিডিবিএলের ৬০০-র মতো কর্মী আছে। সুতরাং তাদের শঙ্কার কিছু নেই।’</p> <p>চুক্তি সইয়ের পর এখন ব্যাংক দুটির সম্পদ ও দায় পর্যালোচনা করা হবে। এরপরই নানা প্রক্রিয়া শেষে একীভূত হবে ব্যাংক দুটি।</p> <p>প্রসঙ্গত, ব্যাংক খাতের দুরবস্থা কাটাতে বেশ কয়েকটি ব্যাংক একীভূতকরণের উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। পদ্মা, বিডিবিএল, রাকাব, বেসিক ও ন্যাশনাল ব্যাংকের নাম ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।</p> <p> </p>