<p>রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর সড়ক এবং আশপাশে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সতর্ক অবস্থানে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পাশাপাশি বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরাও ছিলেন। তাঁদের অনেকের মাথায় জাতীয় পতাকা বাঁধা এবং অনেকের হাতে লাঠি, পাইপ ও অন্যান্য সরঞ্জাম দেখা গেছে। কাউকে সন্দেহ হলেই জিজ্ঞাসাবাদ করেছেন তাঁরা। সঙ্গে থাকা মোবাইল ফোন তল্লাশি করেছেন।</p> <p>গতকাল রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে এমন পরিস্থিতিতে পড়েন আওয়ামী লীগের নেতাকর্মী ও অন্যরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে ঘুরেফিরে একই ঘটনা ঘটে। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীও সেখানে গিয়ে বাধা পেয়েছেন।</p> <p>গতকাল ধানমণ্ডি ৩২ নম্বরে অবস্থানকারীরা কারো সঙ্গে কথা বলে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা পেলে বা সন্দেহভাজন মনে হলে তাঁকে নিয়ে গেছেন রাস্তার বিপরীত পাশের নিউ মডেল ডিগ্রি কলেজে। সেখানে মারধরের পর পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করা হয়। দুপুরের দিকে ১০ জনকে ধানমণ্ডি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অন্যদের সেনাবাহিনী উদ্ধার করে নিয়ে যায়।</p> <p>১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে একদল বিপথগামী সেনা ধানমণ্ডি ৩২ নম্বরের ওই বাড়িতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে, যা এখন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। দিবসটি পালনে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করে। কিন্তু আওয়ামী লীগ ও তার সহযোগীরা এই দিন ‘পাল্টা-অভ্যুত্থানের’ চেষ্টা করতে পারে বলে তথ্য পাওয়ার দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। এমন আশঙ্কায় তা প্রতিরোধে অবস্থানের ডাক দেন সম্বয়করা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, পাল্টা-অভ্যুত্থান ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করা হলে ছাত্র-জনতা যেকোনো মুহূর্তে রাস্তায় নেমে তাদের প্রতিহত করবে।</p> <p>আওয়ামী লীগের কর্মসূচি রোধে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল এর অংশ হিসেবে আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের রুখে দেওয়ার ঘোষণা দেয় তারা। এ সময় মারধরের ঘটনা ঘটে এবং সন্দেহভাজনদের মোবাইল ফোনে তল্লাশি চালানো হয়।</p> <p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘কারো ফোন চেক করা এবং নিরস্ত্র-নিরপরাধ ব্যক্তির ওপর চড়াও হওয়া নিন্দনীয়। একইভাবে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মিডিয়ায় বাজেভাবে উপস্থাপন মানবাধিকার লঙ্ঘন। অপরাধীদের আইনের প্রক্রিয়া অনুসারে বিচার করতে হবে।’</p> <p> </p> <p>কাদের সিদ্দিকীর গাড়ি ভাঙচুর</p> <p>গতকাল রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গেলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর (বীর উত্তম) গাড়ি ভাঙচুর করা হয়।</p> <p>এ বিষয়ে কাদের সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, ‘আমি সকাল ৭টার দিকে ফুল দিতে গিয়েছিলাম। কিন্তু দিতে পারিনি। খুবই ভালো লেগেছে যে দু-একজন সালাম দিয়ে বলেছে, আপনি ফিরে যান। আমি গাড়ির ভেতরে ছিলাম। কয়েকজন ঢিল ছুড়েছে। লাঠি দিয়ে গাড়ি ভেঙেছে। তারপর আমি চলে এসেছি।’</p> <p> </p> <p>চার দাবিতে শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান</p> <p>সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে গতকাল শাহবাগে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তারা অবস্থান করে।</p> <p>এ সময় সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগ গত ১৬ বছরে জনগণের ওপর যে অত্যাচার-নির্যাতন করেছে, আগে তার হিসাব দিতে হবে, তার জন্য শাস্তি পেতে হবে। এরপর জনগণ নির্ধারণ করবে, তারা নির্বাচনে দাঁড়াতে পারবে কি না।’</p> <p>সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সজীব ওয়াজেদ মোদিকে দ্রুততম সময়ে নির্বাচন করার জন্য রিকোয়েস্ট করছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে জনগণের কাছে আবেদন না করে মোদির কাছে আবেদন করায় দেশের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয়। আমরা স্পষ্ট করে দিতে চাই, আমেরিকায় বসে দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার জয়ের নেই।’</p> <p>চার দফা দাবির বিষয়ে শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও ১৪ দলসহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। প্রশাসন ও বিচার বিভাগের যাঁরা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা ও হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছেন, তাঁদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে। প্রশাসন ও বিচার বিভাগের যাঁরা এত দিন বৈষম্যের শিকার হয়েছেন, তাঁদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।</p> <p> </p> <p>শহীদ মিনারে ছাত্রদলের অবস্থান</p> <p>শেখ হাসিনার বিচার দাবিতে গতকাল সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী ছাত্রদল।</p> <p>সকাল ১০টা থেকে শাহবাগের ট্রাফিক পুলিশ বক্সের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করে সাংস্কৃতিক সমাবেশ কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী সাংস্কৃতিক জোট। এ ছাড়া বিকেলে শাহবাগে জাদুঘরের সামনে জেরাফত নামক কর্মসূচিও পালন করা হয়।</p> <p> </p> <p>টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালিত</p> <p>গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গতকাল হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী। </p> <p>সকাল থেকে গোপালগঞ্জসহ আশপাশের জেলা থেকে আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনে নেতাকর্মীরা শোক মিছিল নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে আসেন। পরে তাঁরা বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।</p> <p> </p> <p>কোটালীপাড়ায় আলোচনাসভা, দোয়া মাহফিল</p> <p>কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গতকাল জাতীয় শোক দিবস উপলক্ষে শতাধিক স্থানে আলোচনাসভা, দোয়া মাহফিল ও দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।</p> <p>উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনাসভা, দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।</p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p>