<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কোটা সংস্কারের এক দফা দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিক্ষোভ মিছিল করার কথা ছিল আন্দোলনকারীদের। কিন্তু তাঁরা বিক্ষোভ মিছিলের পাশাপাশি দেশের অনেক স্থানে কিছু সময়ের জন্য হলেও সড়ক অবরোধ করেছেন। তবে গতকাল সাপ্তাহিক ছুটি হওয়ায় তা জনজীবনে তেমন প্রভাব ফেলেনি। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"><img alt="ক্যাম্পাসে বিক্ষোভের সঙ্গে চলছে সড়ক অবরোধও" height="243" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/07.July/13-07-2024/888888.jpg" style="float:left" width="296" />শিক্ষার্থীরা আজ শনিবার সব বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন-অফলাইন প্রতিনিধি বৈঠক করবেন। এরপর সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। তবে কোটা সংস্কারের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে শিক্ষার্থীরা আবারও জানিয়েছেন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গতকাল বিকেল ৪টায় বিক্ষোভ মিছিল শুরু হওয়ার কথা ছিল। বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আন্দোলনকারীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে শুরু করেন। প্রবল বর্ষণের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও এলাকা পানিতে ডুবে থাকলেও আন্দোলনকারীরা চলে আসেন। বিকেল ৫টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। কেন্দ্রীয় গ্রন্থাগার হয়ে কলা ভবন প্রাঙ্গণ, শ্যাডো, ভিসি চত্ব্বর হয়ে টিএসসি হয়ে বিকেল ৫টা ২০ মিনিটে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এক ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখার পর প্রতিবাদসভায় নতুন কর্মসূচি ঘোষণা করে ৬টা ২০ মিনিটে শাহবাগ মোড় ছাড়েন আন্দোলনকারীরা।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নতুন কর্মসূচি ঘোষণা করে </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">-এর সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আগামীকাল (আজ শনিবার) সব বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন-অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আন্দোলনকারীদের অপর সমন্বয়ক আব্দুল কাদের বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমাদের দাবি নিয়ে বারবার ছিনিমিনি খেলা হচ্ছে। আমাদের বারবার হাইকোর্টের বারান্দায় পায়চারি করার জন্য বলা হচ্ছে, অপতৎপরতা চালানো হচ্ছে। গতকাল (বৃহস্পতিবার) হাইকোর্ট একটি আংশিক রায় দিয়েছেন। সেখানে বলা হয়েছে, সরকার বা নির্বাহী বিভাগ চাইলে কোটাকে পরিবর্তন বা পরিবর্ধন করতে পারে। ছাত্রসমাজের ভাগ্য নিয়ে ছিনিমিনি না খেলে, আমাদের পড়ার টেবিলে ফিরে যেতে দিন। আমাদের এক দফা দাবি মেনে নিন। আমাদের ছাত্রসমাজের ওপর যদি হামলা করা হয়, হামলা মামলা দিয়ে ভয় দেখানো হয়, তবে আমরা শাহবাগ থেকে বলতে চাই, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা পিছপা হব না।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আবু বাকের মজুমদার বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বৃহস্পতিবারের আন্দোলনে কুমিল্লা, চট্টগ্রাম, শেকৃবিসহ বিভিন্ন জায়গায় আমাদের ভাই-বোনদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে, টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষমতাসীন ছাত্রসংগঠনের সভাপতি আমাদের সমন্বয়ককে চড়-থাপ্পড় মেরেছেন। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি সমন্বয়কদের অভয় দিয়ে বলতে চাই, কেউ যদি আমাদের ওপর হামলা চালায় তাহলে আমরা তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এদিকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সংখ্যালঘু জাতিসত্তাদের জন্য ৫ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকার জুম্ম শিক্ষার্থীরা। গতকাল বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই প্রতিবাদ সমাবেশ করেন তাঁরা।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল বিকেল সাড়ে ৪টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। তাঁরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে অবস্থান নেন। ক্যাম্পাসের সামনে তাঁরা ৩০ মিনিটের মতো অবস্থান নেন। এ সময় সদরঘাট এলাকার আশপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।  </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ সময় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী জাকারিয়া ইসলাম বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন করে যাব।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span>  </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমাদের যৌক্তিক আন্দোলন চলাকালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই-বন্ধুদের ওপর হামলা করা হয়েছে। আমরা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানাই।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কোটা সংস্কার আন্দোলনে গতকাল বিকেল ৫টার দিকে ময়মনসিংহ নগরীর প্রধান সড়ক গাঙিনারপাড় মোড় প্রায় আধাঘণ্টা অবরোধ করে রাখেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা নগরীর আনন্দমোহন কলেজসহ অন্যান্য কলেজ থেকে এই মোড়ে এসে জড়ো হন। মোড়টিতে বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে তাঁরা অবস্থান করেন। এ সময় এই মোড় দিয়ে যান চলাচল ব্যাহত হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল বিকেল ৪টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিএসসি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কারের জন্য আন্দোলনকারী শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকসংলগ্ন </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মৃত্যুঞ্জয়ী মুজিব</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> ম্যুরালের সামনে এসে শেষ হয়।</span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন আমাদের জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা]</span></span></span></span></span></p> <p> </p>