<p>তৃতীয় অধ্যায়</p> <p><strong><span style="font-size:26px;">উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়</span></strong></p> <p><strong>বহু নির্বাচনী প্রশ্ন</strong></p> <p>১।    প্রকৃতি প্রদত্ত বস্তুর সঙ্গে অতিরিক্ত উপযোগ সংযোজন করাকে কী বলে?  </p> <p>  ক) ভোগ            খ) উৎপাদন </p> <p>  গ) বিনিময়      ঘ) সঞ্চয় </p> <p>২।    উৎপাদনের উপকরণ কয়টি? </p> <p>  ক) ২টি        খ) ৫টি  </p> <p>  গ) ৪টি     ঘ) ৩টি </p> <p>৩।    উৎপাদনের আদি ও মৌলিক উপকরণ কোনটি?</p> <p>  ক) ভূমি            খ) শ্রম </p> <p>  গ) মূলধন       ঘ) সংগঠন </p> <p>৪।    উৎপাদন কিসের ওপর নির্ভর করে? </p> <p>  ক) ব্যক্তির       খ) সংগঠকের    গ) শ্রমের    ঘ) উপকরণের </p> <p>৫। সময়ের ভিত্তিতে উৎপাদন অপেক্ষক কত প্রকার? </p> <p>  ক) ২ প্রকার খ) ৫ প্রকার  </p> <p>  গ) ৪ প্রকার ঘ) ৩ প্রকার</p> <p>৬।    মাত্রাগত উৎপাদন কত প্রকার? </p> <p>  ক) ২ প্রকার খ) ৫ প্রকার  </p> <p>  গ) ৪ প্রকার ঘ) ৩ প্রকার</p> <p>৭।    অর্থনীতিতে উৎপাদন বলতে কী</p> <p>  বোঝায়?                                                                                      ক) নতুন দ্রব্য সৃষ্টি খ) অতিরিক্ত আয় সৃষ্টি   </p> <p>  গ) নতুন উপযোগ সৃষ্টি       </p> <p>  ঘ) উপকরণ সৃষ্টি</p> <p>৮।    স্বল্পকালে কোন রেখাটি U  আকৃতির হয়?</p> <p>  ক) TC         খ) TFC </p> <p>  গ) AC             ঘ) AVC</p> <p>৯।    মোট ব্যয় সমান—</p> <p>  i. TC = AC × Q       ii. TC = TFC + TVC</p> <p>     ii. TC = MC × Q</p> <p>  নিচের কোনটি সঠিক?</p> <p>  ক) i  ও ii      খ) i ও iii                  গ) ii ও iii     </p> <p>  ঘ) i, ii ও iii</p> <p>১০। গড় আয়কে (অজ) নিম্নোক্ত কোন সমীকরণ দিয়ে লেখা যায়?</p> <p> ক) AT = TR/Q</p> <p>  খ)  AR = AT/Q   </p> <p>  গ) AR = TR/Q       N) AC = AC/Q   </p> <p> </p> <p>১১।   কোন রেখার আকৃতি ভূমি অক্ষের সমান্তরাল হয়?</p> <p>  ক) AFC        খ) TFC  </p> <p>  গ) AC     ঘ) TVC</p> <p>১২।   যন্ত্রপাতি, কাঁচামাল ও কলকারখানা  উৎপাদনের কোন উপকরণ?</p> <p>  ক) ভূমি    খ) শ্রম  </p> <p>  গ) মূলধন       ঘ) সংগঠন</p> <p>১৩।   TFC ও TVC এর সমষ্টিকে কী     বলা হয়?</p> <p>  ক) AC     খ) TFC  গ) TC       ঘ) VC</p> <p>১৪।   স্বল্পকালে পরিবর্তন করা সম্ভব—</p> <p>  i. যন্ত্রপাতি       ii. শ্রমিক</p> <p>  ii. কাঁচামাল</p> <p>  নিচের কোনটি সঠিক?</p> <p>  ক) i ও ii       খ) i ও iii                  গ) ii ও iii ঘ) i, ii ও iii</p> <p>১৫।   নিচের কোন রেখাটি মূল বিন্দু থেকে শুরু হয়?</p> <p>  ক) মোট পরিবর্তনীয় খরচ    খ) মোট স্থির খরচ  </p> <p>  গ) মোট খরচ         ঘ) গড় খরচ</p> <p>১৬।   গড় ব্যয়কে  (AC) নিম্নোক্ত কোন সমীকরণ দিয়ে লেখা যায়?</p> <p>  ক) AC = TC/Q        খ)  AC =AT/Q   </p> <p>  গ) AC = TR/Q ঘ) AC = TAC/Q   </p> <p>১৭।   দীর্ঘকালে গড় ব্যয় রেখার আকৃতি কেমন হয়?</p> <p>  ক) ঊর্ধ্বগামী খ) নিম্নগামী</p> <p>  গ) ভূমি অক্ষের সমান্তরাল ঘ) সম্প্রসারিত ট আকৃতির</p> <p>১৮।   সময়ের ভিত্তিতে উৎপাদন ব্যয়কে কয় ভাগে ভাগ করা  যায়?</p> <p>  ক) ২          খ) ৬   </p> <p>  গ) ৩        ঘ) ৪</p> <p>১৯।   স্বল্পকালে উৎপাদন বন্ধ থাকলে ও উৎপাদনকারীকে যে ব্যয় বহন করতে হয় তা কী ধরনের ব্যয়?</p> <p>  ক) পরিবর্তনীয় ব্যয়    খ) স্থির ব্যয়  </p> <p>  গ) গড় ব্যয়  ঘ) প্রান্তিক ব্যয়</p> <p>২০।   মোট ব্যয়ের পরিবর্তন — উৎপাদনের পরিমাণের পরিবর্তন = ? </p> <p>  ক) TP         খ) MC    </p> <p>  গ) AC         ঘ) MR</p> <p>২১।   উৎপাদন ব্যয় শূন্য হলে কোন ব্যয়ের অস্তিত্ব থাকে না?</p> <p>  ক) মোট ব্যয় খ) প্রান্তিক ব্যয়</p> <p>  গ) পরিবর্তনশীল ব্যয়</p> <p>  ঘ) গড় ব্যয়</p> <p>২২। মোট আয়ের পরিবর্তন — মোট বিক্রয়ের  পরিবর্তন = ? </p> <p>  ক) TP         খ) MC গ) AC       ঘ) MR</p> <p>২৩। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রান্তিক আয় রেখার আকৃতি কেমন হয়?</p> <p>  ক) ডানদিকে ঊর্ধ্বগামী      </p> <p>  খ)  ডানদিকে নিম্নগামী  গ)  লম্ব অক্ষের সমান্তরাল </p> <p>  ঘ) ভূমি অক্ষের সমান্তরাল </p> <p>২৪।   একচেটিয়া বাজারে প্রান্তিক আয় রেখার আকৃতি কেমন হয়?</p> <p>  ক) ডানদিকে ঊর্ধ্বগামী   </p> <p>  খ) ডানদিকে নিম্নগামী   গ) লম্ব অক্ষের সমান্তরাল </p> <p>  ঘ) ভূমি অক্ষের সমান্তরাল </p> <p>২৫। উৎপাদন ব্যয় কোনটির ওপর</p> <p>  নির্ভরশীল?</p> <p>  ক) মুনাফা       খ) বাজার     গ) উৎপাদন    ঘ) উপকরণ </p> <p>২৬।   একটি কারখানার ক্ষেত্রে স্বল্প মেয়াদে কোনটি পরিবর্তনশীল ব্যয়? </p> <p>  ক) যন্ত্রপাতি স্থাপনের ব্যয় খ) স্থায়ী মূলধনের সুদ</p> <p>  গ) কারখানার ভাড়া বাবদ বার্ষিক ব্যয়</p> <p>  ঘ) উপকরণ সামগ্রীর ব্যয়</p> <p>২৭। ভূমির বৈশিষ্ট্য হলো— i. স্থানান্তরযোগ্যতা    ii. জোগান সীমাবদ্ধ </p> <p>  iii. চিরস্থায়ী উপকরণ</p> <p>  নিচের কোনটি সঠিক?</p> <p>ক) i  ও ii     খ) i ও iii                  গ) ii ও iii     ঘ) i, ii ও iii</p> <p> </p> <p>উত্তর : ১. খ ২. গ ৩. ক ৪. ঘ ৫. ক ৬. ঘ ৭. গ ৮. গ ৯. ক ১০. গ ১১. খ ১২. গ ১৩. গ ১৪. গ ১৫. ক ১৬. ক ১৭. ঘ ১৮. ক ১৯. খ ২০. খ ২১. গ ২২. ঘ ২৩. ঘ ২৪. খ ২৫. গ ২৬. ঘ ২৭. গ।</p> <p> </p>