<p><strong>ষষ্ঠ অধ্যায়</strong></p> <p><strong>চেক, বিল অব এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট</strong></p> <p><strong>জ্ঞানমূলক প্রশ্ন (দ্বিতীয় অংশ)</strong></p> <p>১। তামাদি চেক বা বাসি চেক কী?</p> <p>উত্তর : সাধারণত চেক ইস্যু করার দিন থেকে পরবর্তী ছয় মাস পর্যন্ত চেকের মর্যাদা বলবৎ থাকে। ওই সময় অতিক্রান্ত হলে ওই চেককে তামাদি চেক বা বাসি চেক বলে।</p> <p>২। অনুমোদনকারী কে?</p> <p>উত্তর : যিনি স্বাক্ষরদানের মাধ্যমে অনুমতি প্রদান করেন, তিনি অনুমোদনকারী।</p> <p>৩। ফাঁকা অনুমোদন কী?</p> <p>উত্তর : চেকের আদেষ্টা বা ধারক চেকের উল্টো পৃষ্ঠায় কিছু না লিখে হস্তান্তরের উদ্দেশ্যে শুধু স্বাক্ষর করলে তাকে ফাঁকা অনুমোদন বলে।</p> <p>৪। ফাঁকা অনুমোদনের আরেক নাম কী?</p> <p>উত্তর : ফাঁকা অনুমোদনের আরেক নাম সাধারণ অনুমোদন।</p> <p>৫। বিশেষ অনুমোদন কী?</p> <p>উত্তর : যখন অনুমোদনকারী চেকের পিঠে কাকে অনুমোদন করে হস্তান্তর করা হলো তার নাম উল্লেখপূর্বক স্বাক্ষর করেন, তাকে বিশেষ অনুমোদন বলে।</p> <p>৬। বিশেষ অনুমোদনের আরেক নাম কী?</p> <p>উত্তর : বিশেষ অনুমোদনের আরেক নাম পূর্ণ অনুমোদন।</p> <p>৭। সীমিত অনুমোদন কী?</p> <p>উত্তর : অনুমোদনকারী চেকের উল্টো পিঠে স্বাক্ষরের সঙ্গে শুধু একজন নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখপূর্বক অর্থ প্রদানের নির্দেশ প্রদান করলে তখন তাকে সীমিত অনুমোদন বলে।</p> <p>৮। অর্থ প্রদানের শর্তহীন নির্দেশ কী?</p> <p>উত্তর : অর্থ প্রদানের শর্তহীন নির্দেশ চেক।</p> <p>৯। চেকের অমর্যাদা কী?</p> <p>উত্তর : চেক ব্যাংকে উপস্থাপিত করা মাত্র কোনো প্রকার অনিয়ম না হলে ব্যাংক চেকের টাকা প্রদান করতে বাধ্য। কিন্তু অনেক সময় চেকে বিভিন্ন প্রকার অনিয়ম থাকে বলে ব্যাংক টাকা প্রদান না করে ফেরত পাঠায়। একে চেকের অমর্যাদা বলে।</p> <p>১০। চেক প্রত্যাখ্যান কী?</p> <p>উত্তর : আমানতকারী কর্তৃক কোনো চেক ব্যাংকে উপস্থাপিত হওয়ার পর ব্যাংক ওই চেকের অর্থ পরিশোধ করতে অস্বীকৃতি জানালে তাকে চেক প্রত্যাখ্যান বলে।</p> <p>১১। বিনিময় বিল কী?</p> <p>উত্তর : বিনিময় বিল হলো এমন এক প্রকার হস্তান্তরযোগ্য ঋণের দলিল, যাতে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য শর্তহীন নির্দেশ প্রদান করেন।</p> <p>১২। অঙ্গীকারপত্র কী?</p> <p>উত্তর : অঙ্গীকারপত্র হলো এমন এক ধরনের পত্র বা দলিলকে বোঝায়, যাতে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের অঙ্গীকার প্রদান করেন।</p> <p>১৩। পরবর্তী তারিখের চেকের আরেক নাম কী?</p> <p>উত্তর : পরবর্তী তারিখের চেকের আরেক নাম ভবিষ্যৎ তারিখের চেক।</p> <p>১৪। চেক জালিয়াতি বা প্রতারণা কী?</p> <p>উত্তর : জালিয়াতি বা প্রতারণা বলতে চেকের তারিখ, টাকার অঙ্ক, প্রাপকের নাম পরিবর্তন বা স্বাক্ষর পরিবর্তন করে আমানতকারীর হিসাব থেকে টাকা উত্তোলনের প্রচেষ্টাকে বোঝায়।</p> <p>১৫। অর্থসংস্থানের কৌশল হিসেবে কী ব্যবহার করা হয়?</p> <p>উত্তর : অর্থসংস্থানের কৌশল হিসেবে বিনিময় বিল ব্যবহার করা হয়।</p> <p>১৬। প্রকৃত ধারকের আরেক নাম কী?</p> <p>উত্তর : প্রকৃত ধারকের আরেক নাম যথাকালে ধারক।</p> <p>১৭। চেক হারিয়ে গেলে প্রথমে কী করতে হবে?</p> <p>উত্তর : চেক হারিয়ে গেলে যত দ্রুত সম্ভব ব্যাংককে জানাতে হবে।</p> <p>১৮। বিনিময় বিল পক্ষ কয়টি?</p> <p>উত্তর : তিনটি; যথা—আদেষ্টা, আদিষ্ট, প্রাপক।</p> <p>১৯। অঙ্গীকারপত্রের পক্ষ কয়টি?</p> <p>উত্তর : অঙ্গীকারপত্রের পক্ষ দুটি; যথা—আদেষ্টা ও আদিষ্ট।</p> <p>২০। অঙ্গীকারপত্র কী?</p> <p>উত্তর : কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত লিখিত দলিলে (ব্যাংকের নোট বা সরকার সম্পাদিত নোট নয়) ওই ব্যক্তি যদি অন্য কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বা তার আদিষ্ট ব্যক্তিকে বা দলিলের বাহককে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের শর্তহীন প্রতিশ্রুতি বা অঙ্গীকার প্রদান করে, তবে ওই দলিলকে অঙ্গীকারপত্র বলে।</p> <p>২১। বিনিময় বিল কী?</p> <p>উত্তর : প্রস্তুতকারী কর্তৃক স্বাক্ষরিত কোনো লিখিত দলিলে উক্ত ব্যক্তি যদি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য শর্তহীন আদেশ দেয়, তাহলে ওই দলিলকে বিনিময় বিল বলে।</p> <p>২২। সাধারণভাবে দাগ কাটা চেক কী?</p> <p>উত্তর : যদি কোনো দাগ কাটা চেকের আড়াআড়ি মাঝখানে ব্যাংক শব্দের উল্লেখ না থাকে বা কোনো কিছু লেখা না থাকে, সে ক্ষেত্রে তাকে সাধারণভাবে দাগ কাটা চেক বলে।</p> <p>২৩। শর্তসাপেক্ষ অনুমোদন কী?</p> <p>উত্তর : চেকের অনুমোদনকালে যদি অনুমোদনকারী কোনো শর্ত আরোপ করে চেকের উল্টো পিঠে স্বাক্ষর প্রদান করে, তখন তাকে শর্তসাপেক্ষ অনুমোদন বলে।</p> <p>২৪। সীমাবদ্ধ অনুমোদন কী?</p> <p>উত্তর : অনুমোদনের সময় যদি অনুমোদনকারী চেকের উল্টো পিঠে শুধু কোনো একজন ব্যক্তিকে চেকের টাকা পরিশোধের নির্দেশ দিয়ে স্বাক্ষর প্রদান করে, তখন তাকে সীমাবদ্ধ অনুমোদন বলা হয়।</p> <p>২৫। ভ্রমণকারীর চেক কী?</p> <p>উত্তর : ভ্রমণকারীদের সুবিধার্থে ব্যাংক এক বিশেষ ধরনের চেক ইস্যু করে, যাকে ভ্রমণকারীর চেক বলে।</p> <p>২৬। ফাঁকা বা সাধারণ অনুমোদন কী?</p> <p>উত্তর : চেকের প্রস্তুতকারক বা ধারক চেকের উল্টো পিঠে কোনো কিছু না লিখে শুধু স্বাক্ষর প্রদান করলে চেকের ফাঁকা বা সাধারণ অনুমোদন বলে।</p> <p>২৭। ত্যাগের প্রক্রিয়াকে অনুমোদন কী?</p> <p>উত্তর : হস্তান্তরযোগ্য দলিলের ওপরে, পেছনে বা সংলগ্ন একটি কাগজে প্রাপক, ধারক, প্রস্তুতকারী, অনুমোদনকারী বা হস্তান্তরকারীর স্বাক্ষর প্রদানের মাধ্যমে সম্পত্তির অধিকার ত্যাগের প্রক্রিয়াকে অনুমোদন বলে।</p> <p>২৮। আদেষ্টার স্বাক্ষর কী?</p> <p>উত্তর : ব্যাংক চেক উপস্থাপিত হলে ব্যাংকার সর্বপ্রথম দেখবেন চেকে আদেষ্টার স্বাক্ষর আছে কি না। চেকদাতার স্বাক্ষর না থাকলে সঙ্গে সঙ্গে চেক ফেরত দেওয়া বাঞ্ছনীয়।</p> <p>২৯। বিশেষভাবে দাগ কাটা চেক কী?</p> <p>উত্তর : যে দাগ কাটা চেকে দুই দাগের মাঝখানে কোনো নির্দিষ্ট ব্যাংকের নামসহ অন্য কোনো শব্দাবলির উল্লেখ থাকে, তাকে বিশেষভাবে দাগ কাটা চেক বলে।</p> <p>৩০। চেক কার্ড কী?</p> <p>উত্তর : যে চেকের সাহায্যে নির্দিষ্ট বাজারে অথবা নির্দিষ্ট বড় বড় দোকানে বাজার করা যায়, অর্থাৎ দ্রব্যসামগ্রীর দাম নগদে প্রদানের পরিবর্তে ইলেকট্রনিক কার্ড ব্যবহার করে পরিশোধ করা যায় তাকে চেক কার্ড বলে।</p> <p>৩১। চেক কার্ডের আরেক নাম কী?</p> <p>উত্তর : চেক কার্ডের আরেক নাম মার্কেট কার্ড।</p> <p>৩২। উপহার চেক কী?</p> <p>উত্তর : আপনজনকে উপহার দেওয়ার জন্য সঞ্চয় সংগ্রহের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক যে চেক ইস্যু করে তাকে উপহার চেক বলে।</p> <p>৩৩। ফাঁকা চেক কী?</p> <p>উত্তর : যে চেকে সব কিছু যথাযথভাবে পূরণ করা হলেও টাকার অঙ্ক লেখার ঘর ফাঁকা রাখা হয় তাকে ফাঁকা চেক বলে।</p> <p>৩৪। পূর্ব তারিখের চেক কী?</p> <p>উত্তর : কোনো চেকে ইস্যুকৃত তারিখের আগের কোনো তারিখ উল্লেখ করা হলে তাকে পূর্ব তারিখের চেক বলে।</p> <p>৩৫। পরবর্তী তারিখের চেক কী?</p> <p>উত্তর : চেক ইস্যুর তারিখ উল্লেখ না করে কোনো ভবিষ্যৎ বা পরবর্তী তারিখের উল্লেখ করলে তাকে পরবর্তী তারিখের চেক বলে।</p> <p>৩৬। চেকের অনুমোদন কাকে বলে?</p> <p>উত্তর : চেকের অনুমোদন বলতে হস্তান্তরের উদ্দেশ্যে চেকের আদেষ্টা কর্তৃক চেকের উল্টো পিঠে স্বাক্ষর দান করাকে বোঝায়।</p> <p>৩৭। বাসি চেক কী?</p> <p>উত্তর : প্রস্তুত তারিখের পর থেকে চেক ভাঙানোর আইনানুগ নির্দিষ্ট সময়ের মধ্যে চেক ভাঙানো না হলে উক্ত চেককে বাসি চেক বলে।</p> <p>৩৮। বাসি চেকের আরেক নাম কী?</p> <p>উত্তর : বাসি চেকের আরেক নাম বাতিল চেক।</p>