<p>অষ্টম অধ্যায়<br /> মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত</p> <p>জ্ঞানমূলক প্রশ্ন<br /> ১। মূলধন বাজেটিং কী?<br /> উত্তর : কোনো দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনাকে মূলধন বাজেটিং বলে। মূলধন বাজেটিংয়ের মাধ্যমে স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ করা হয়।<br /> ২। স্বাধীন প্রকল্প কী?<br /> উত্তর : যে প্রকল্পের নগদপ্রবাহ অন্য প্রকল্প দ্বারা প্রভাবিত হয় না তাকে স্বাধীন প্রকল্প বলে। স্বাধীন প্রকল্পটি হয় গ্রহণ করা হবে অথবা বর্জন করা হবে। এখানে একটি গ্রহণ করলে অন্যটি প্রভাবিত করে না।<br /> ৩। অধীন প্রকল্প কী?<br /> উত্তর : এখানে একটি প্রকল্পের নগদপ্রবাহ অন্য প্রকল্পের দ্বারা প্রবাহিত হয়। অর্থাৎ একটি প্রকল্প গ্রহণ করা হলে অন্যটি বাতিল করা হবে।<br /> ৪। মূলধন বরাদ্দকরণ কী?<br /> উত্তর : সীমিত তহবিল থাকার কারণে একাধিক লাভজনক প্রকল্পে আনুপাতিক হারে বিনিয়োগ করাকে মূলধন বরাদ্দকরণ বলে।<br /> ৫। সনাতন নগদপ্রবাহ কী?<br /> উত্তর : সনাতন বা প্রথাগত নগদপ্রবাহ বলতে বর্তমানে প্রাথমিকভাবে বিনিয়োগ করা হবে এবং ভবিষ্যতে নগদ আন্ত প্রবাহ (cash inflow) পাওয়া যাবে এ রকম নগদপ্রবাহকে বোঝায়।<br /> ৬। প্রাথমিক বিনিয়োগ কী?<br /> উত্তর : প্রাসঙ্গিক নগদ বহিঃপ্রবাহকে প্রাথমিক বিনিয়োগ বলে। প্রাথমিক বিনিয়োগ সাধারণত শূন্য পিরিয়ডে হয়ে থাকে।<br /> ৭। সুযোগ ব্যয় কী?<br /> উত্তর : কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করার ফলে অন্য আরেকটি প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করাকেই সুযোগ ব্যয় বলে।<br /> ৮। পরিশোধকাল কী?<br /> উত্তর : প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ বা মোট বিনিয়োগ কত সময়ের মধ্যে উঠে আসবে, তা নির্ণয় করাকে পরিশোধকাল বলে। পরিশোধকাল একটি অবাট্টাকৃত কৌশল।<br /> ৯। গড় মুনাফার হার কী?<br /> উত্তর : প্রতিষ্ঠানের গড় মুনাফাকে গড় বিনিয়োগ দ্বারা ভাগ করে যে মুনাফার হার নির্ণয় করা হয় তাকে গড় মুনাফার হার বলে। গড় মুনাফার হার একটি অবাট্টাকৃত নগদপ্রবাহ। এখানে অর্থের সময়মূল্য বিবেচনা করা হয় না। মূলধন ব্যয় অপেক্ষা গড় মুনাফার হার বেশি হলে প্রকল্পটি গ্রহণযোগ্য, অন্যথায় প্রকল্পটি বাতিলযোগ্য।<br /> ১০। নিট বর্তমান মূল্য কী?<br /> উত্তর : প্রকল্পের নগদ আন্ত প্রবাহের বর্তমান মূল্য থেকে নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্যের পার্থক্যকে নিট বর্তমান মূল্য বলে। নিট বর্তমান মূল্য নির্ণয়ের জন্য একটি নির্দিষ্ট বাট্টার হার বা মূলধন ব্যয় থাকা প্রয়োজন। নিট বর্তমান মূল্য নির্ণয়ে প্রকল্পের সঙ্গে সব ধরনের নগদপ্রবাহকে বিবেচনা করা হয়। নিট বর্তমান মূল্য ধনাত্মক হলে প্রকল্পটি গ্রহণযোগ্য, অন্যথায় প্রকল্পটি বাতিলযোগ্য।<br /> ১১। অভ্যন্তরীণ মুনাফার হার কী?<br /> উত্তর : যে হারে প্রকল্পের নগদ আন্ত প্রবাহকে (cash inflow) বাট্টাকরণ করলে প্রকল্পের নগদ বহিঃপ্রবাহের (cash outflow) সমান হয় তাকে অভ্যন্তরীণ মুনাফার হার বলে। অভ্যন্তরীণ মুনাফার হার নির্ণয়ে অর্থের সময়মূল্য বিবেচনা করা হয় এবং প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত সব ধরনের নগদ প্রবাহ বিবেচনা করা হয়।<br /> ১২। মুনাফা অর্জন সূচক কী?<br /> উত্তর : প্রকল্পের সঙ্গে সম্পর্কিত নগদ আন্ত প্রবাহের বর্তমান মূল্যকে প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য দ্বারা ভাগ করে মুনাফা অর্জন সূচক নির্ণয় করা হয়। এখানে অর্থের সময়মূল্য বিবেচনা করা হয়। মুনাফা অর্জন সূচকের ফলাফল ১-এর চেয়ে বেশি হলে প্রকল্পটি গ্রহণযোগ্য, অন্যথায় প্রকল্পটি বাতিলযোগ্য।<br /> ১৩। মূলধন রেশনিং কী?<br /> উত্তর : প্রকল্পের লাভজনকতা বিচার করে অগ্রাধিকার ভিত্তিতে মূলধনের বরাদ্দকে মূলধন রেশনিং বা মূলধন নিয়ন্ত্রণ বা মূলধন বরাদ্দকরণ বলে।<br /> ১৪। পরস্পর বর্জনশীল প্রকল্প কী?<br /> উত্তর : পরস্পর বর্জনশীল প্রকল্প হলো সেসব প্রকল্প, যেগুলো একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করে অর্থাৎ একটি প্রকল্প গ্রহণ করা হলে অন্য প্রকল্পটি অবশ্যই বাতিল করতে হয়।<br /> ১৫। IRR-এর পূর্ণ রূপ লেখো।<br /> উত্তর : IRR-এর পূর্ণ রূপ হলো Internal Rate of Return.<br /> ১৬। অবচয় কী?<br /> উত্তর : স্থায়ী সম্পত্তি ব্যবহারজনিত কারণে যে পরিমাণ মূল্য হ্রাস পায় তাকে অবচয় বলে।<br /> ১৭। গ্রহণ-বর্জন সিদ্ধান্ত কী?<br /> উত্তর : একাধিক প্রকল্পের ক্ষেত্রে লাভজনকতার ভিত্তিতে কোন প্রকল্প গ্রহণ করা হবে এবং কোন প্রকল্প বর্জন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকে গ্রহণ-বর্জন সিদ্ধান্ত বলে।</p>