<p>ক্যাডেট কলেজে ভর্তীচ্ছু প্রিয় শিক্ষার্থী- সাধারণ জ্ঞানসহ অন্যান্য বিষয় (বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি ও বুদ্ধিমত্তা) নিয়ে এ অংশে মোট নম্বর ৪০। আজ তোমাদের জন্য ‘বাংলাদেশ ও বিশ্বের ভৌগোলিক বিষয়াবলি’ বিষয়ের প্রশ্নোত্তর তুলে ধরা হলো।<br /> এককথায় উত্তর দাও :<br /> ১। পৃথিবীতে মোট কতটি মহাদেশ রয়েছে?<br /> উত্তর : সাতটি।<br /> ২। বাংলাদেশ কোন মহাদেশের অন্তর্গত?<br /> উত্তর : এশিয়া মহাদেশ।<br /> ৩। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?<br /> উত্তর : এশিয়া মহাদেশ।<br /> ৪। পৃথিবীর কোনো বৃহৎ অবিরাম-অবিচ্ছিন্ন ভূখন্ডকে কী বলা হয়?  <br /> উত্তর : মহাদেশ।<br /> ৫। পৃথিবীতে কয়টি মহাসাগর রয়েছে?<br /> উত্তর : পাঁচটি।<br /> ৬। বাংলাদেশের দক্ষিণে কোন সাগর অবস্থিত?<br /> উত্তর : বঙ্গোপসাগর।<br /> ৭। বঙ্গোপসাগর মূলত কী?<br /> উত্তর : উপসাগর।<br /> ৮। বঙ্গোপসাগর কোন মহাসাগরের অন্তর্গত?<br /> উত্তর : ভারত মহাসাগর।<br /> ৯। পৃথিবীতে মোট আয়তনের কত ভাগ স্থলভাগ?<br /> উত্তর : ২৯ ভাগ।<br /> ১০। পৃথিবীর দ্বীপ ও দ্বীপপুঞ্জসমূহ নিয়ে কী গড়ে উঠেছে?<br /> উত্তর : পর্যটনকেন্দ্র।<br /> ১১। পৃথিবীতে মোট আয়তনের কত ভাগ জলভাগ?<br /> উত্তর : ৭১ ভাগ।<br /> ১২। পৃথিবীর মোট স্থলভাগের কত ভাগ এশিয়ার অন্তর্গত?<br /> উত্তর : তিন ভাগের এক ভাগ।<br /> ১৩। এশিয়া মহাদেশের আয়তন কত?<br /> উত্তর : ৪ কোটি ৪৬ লাখ ১৪ হাজার বর্গকিলোমিটার।<br /> ১৪। মেসোপটেমীয় ও হিব্রু সভ্যতা কোন মহাদেশে গড়ে উঠেছে?<br /> উত্তর : এশিয়া<br /> ১৫। এশিয়া মহাদেশ পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত?<br /> উত্তর : উত্তর গোলার্ধ।<br /> সত্য/মিথ্যা লেখো :<br /> ১। টাইগ্রিস এশিয়া মহাদেশের নদী।<br /> উত্তর : সত্য<br /> ২। এশিয়া মহাদেশের দক্ষিণে প্রশান্ত মহাসাগর।<br /> উত্তর : মিথ্যা।<br /> ৩। ইয়াংসিকিয়াং ইউরোপের দীর্ঘতম নদী।<br /> উত্তর : মিথ্যা।  <br /> ৪। ইয়াংসিকিয়াং নদীর দৈর্ঘ্য ৬ হাজার ৩০০ কিলোমিটার।<br /> উত্তর : সত্য।<br /> ৫। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট।<br /> উত্তর : সত্য।  <br /> ৬। মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮৮৬০ মিটার।<br /> উত্তর : মিথ্যা।  <br /> ৭। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর আফ্রিকায় অবস্থিত।<br /> উত্তর : মিথ্যা।<br /> ৮। মাউন্ট এভারেস্টের উচ্চতা মেপেছিলেন বাঙালি রাধানাথ শিকদার।<br /> উত্তর : সত্য।  <br /> ৯। নেপালের তেনজিং শেরপা ও নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি ১৯৫৩ সালে প্রথম এভারেস্ট পর্বতচূড়ায় আরোহণ করেন।<br /> উত্তর : সত্য।<br /> ১০। মুসা ইব্রাহীম মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করেন।<br /> উত্তর : সত্য।<br /> ১১। সারা বছর অধিক তাপ ও বৃষ্টিপাত মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য।<br /> উত্তর : মিথ্যা।<br /> ১২। বৃষ্টিবহুল গ্রীষ্মকাল ও বৃষ্টিহীন শীতকাল নিরক্ষীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য।<br /> উত্তর : মিথ্যা।<br /> ১৩। ফিলিপাইন, লাওস, মিয়ানমার, ভারত ও বাংলাদেশ মৌসুমি জলবায়ুর অন্তর্গত।<br /> উত্তর : সত্য।<br /> ১৪। পৃথিবীর মোট জনসংখ্যার ৬০ ভাগের বেশি মানুষ এশিয়া মহাদেশে বাস করে।<br /> উত্তর : সত্য।<br /> ১৫। এশিয়া মহাদেশের ছোট দেশ মালদ্বীপ?<br /> উত্তর  : সত্য।</p>