মডেল প্রশ্ন
বহু নির্বাচনী প্রশ্ন
১। কোন মূলধনের উপর সুদ ধার্য করা হয়?
ক. প্রারম্ভিক মূলধন খ. সমাপনী মূলধন
গ. বিনিয়োজিত মূলধন
ঘ. সমন্বিত মূলধন
২। কম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র ও সমান অংশকে বলে—
ক. স্টক খ. শেয়ার
গ. ঋণপত্র ঘ. বন্ড
৩। মজুদ সংরক্ষণের বৈজ্ঞানিক পদ্ধতি কোনটি?
ক. নিত্য মজুদ পদ্ধতি
খ. কালান্তিক মজুদ পদ্ধতি
গ. ভারযুক্ত গড় পদ্ধতি
ঘ. FIFO পদ্ধতি
৪।
অর্থনৈতিক মূল্য নেই এরূপ অস্পর্শনীয় সম্পদ কোনটি?
ক. পেটেন্ট খ. ট্রেডমার্ক
গ. শেয়ার অবহার ঘ. সুনাম
৫। চলতি অনুপাতের আদর্শমান কোনটি?
ক. ২ঃ৩ খ. ২ঃ১
গ. ১ঃ২ ঘ. ১ঃ১
৬। কোনটিকে কম্পানির দলিল বলা হয়?
ক. পরিমেল বন্ধ খ. পরিমেল নিয়মাবলি
গ. শেয়ার সার্টিফিকেট
ঘ. নিবন্ধনপত্র
৭। উৎপাদন ব্যয় বিবরণীতে কোনটি প্রত্যক্ষ খরচ?
ক. বিক্রয় খরচ খ. বিপণন খরচ
গ. ব্যবহৃত কাঁচামালের ব্যয়
ঘ. কারখানা উপরিব্যয়
৮।
একটি হিসাবকালে বকেয়া খরচ কোন ধরনের হিসাব?
ক. খরচ ও দায় খ. সম্পদ ও খরচ
গ. আয় ও দায় ঘ. আয় ও খরচ
৯। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কী?
ক. সহজ গঠন খ. চুক্তিপত্র
গ. নিবন্ধন ঘ. অসীম দায়
১০। মোট লাভ ১,৫০,০০০ টাকা, নিট লাভ ৮০,০০০ টাকা, বিক্রয় ও বিতরণ ব্যয় ৩০,০০০ টাকা হলে প্রশাসনিক ব্যয় কত টাকা?
ক. ৪০,০০০ টাকা খ. ৫০,০০০ টাকা
গ. ৭০,০০০ টাকা ঘ. ১,২০,০০০ টাকা
১১। শেয়ার হতে আয়কে কী বলে?
ক. কমিশন খ. সুদ
গ. লভ্যাংশ ঘ. মুনাফা
১২।
শেয়ার ইস্যু করা যেতে পারে—
i. লিখিত মূল্য অপেক্ষা কম মূল্যে
ii. লিখিত মূল্য অপেক্ষা বেশি মূল্যে
iii. লিখিত মূল্যের সমান মূল্যে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৩। নিচের কোনটি কম্পানির মালিকানা স্বত্বের অংশ?
ক. আয়কর সঞ্চিতি খ. ত্রাণ তহবিল
গ. সাধারণ সঞ্চিত ঘ. ঋণপত্র
১৪। পরিচালন আয় অনুপাত =
ক. পরিচালন মুনাফা/বিনিয়োজিত মূলধন ১০০
খ. পরিচালন মুনাফা/নিট বিক্রয় ১০০
গ. বিনিয়োজিত মূলধন/পরিচালন মুনাফা ১০০
ঘ. পরিচালন মুনাফা/নিট ক্রয় ১০০
১৫। চুক্তির বর্তমানে অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের উপর সুদের হার কত?
ক. ৬% খ. ১০%
গ. ১২% ঘ. ১৫%
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
হিমেল কম্পানি লি. এর বিক্রয় ২,০০,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ পণ্য ৫০,০০০ টাকা, ক্রয় ১,২০,০০০ টাকা এবং সমাপনী মজুদ পণ্য ৪০,০০০ টাকা।
১৬।
কম্পানির মোট আয় কত টাকা?
ক. ২,০০,০০০ টাকা খ. ১,৫০,০০০ টাকা
গ. ৮০,০০০ টাকা ঘ. ৭০,০০০ টাকা
১৭। কোন ধরনের ব্যয় বৃদ্ধি পেলে নিট আয় হ্রাস পায়?
ক. পরিচালন ব্যয় খ. প্রত্যক্ষ ব্যয়
গ. মূলধন জাতীয় ব্যয়
ঘ. বিক্রীত পণ্যের ব্যয়
১৮। বিন কার্ডে অন্তর্ভুক্ত থাকে—
i. মালের ক্রয়
ii. মালের নির্গমন
iii. মালের মূল্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৯। অনুপার্জিত আয় কারবারের—
ক. আয় খ. ব্যয়
গ. সম্পদ ঘ. দায়
২০। অবহারে শেয়ার ইস্যুকরণের সর্বোচ্চ হার কত?
ক. ৫% খ. ১০%
গ. ১৫% ঘ. ২০%
২১। বিক্রয়ের ওপর লাভের হার ২০% হলে ক্রয়মূল্যের ওপর লাভের হার কত?
ক. ১৬% খ. ২০%
গ. ২৫% ঘ. ৩৩.৩৩%
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মানিক ও সুজন দুজন অংশীদারি কারবারের সমান অংশীদার। মানিক ও সুজন প্রতি মাসের প্রথম তারিখে যথাক্রমে নগদ ২,০০০ টাকা ও ১,৫০০ টাকা করে নগদ উত্তোলন করে। উত্তোলনের ওপর ১০% হারে সুদ ধার্য করতে হবে।
২২। মানিকের উত্তোলনের সুদ কত টাকা?
ক. ২,৬০০ টাকা খ. ২,৪০০ টাকা
গ. ২,৩০০ টাকা ঘ. ১,২০০ টাকা
২৩। নগদ উত্তোলনের ওপর সুদ অংশীদারি কারবারে কী প্রভাব ফেলবে?
ক. নিট মুনাফা বাড়বে
খ. বণ্টনযোগ্য মুনাফা বাড়বে
গ. উত্তোলনের পরিমাণ হ্রাস পাবে
ঘ. প্রারম্ভিক মূলধনের পরিমাণ হ্রাস পাবে
২৪। কার্যকরী মূলধনের সূত্র কোনটি?
ক. চলতি সম্পদ - দীর্ঘমেয়াদি দায়
খ. চলতি সম্পদ - মোট দায়
গ. চলতি সম্পদ - চলতি দায়
ঘ. মোট সম্পদ - চলতি দায়
২৫। কোনটি ত্বরিত সম্পদ নয়?
ক. সমাপনী মজুদ পণ্য
খ. নগদ তহবিল
গ. প্রাপ্য হিসাব ঘ. বিনিয়োগ
২৬। শারীরিক শ্রমের বিনিময়ে দেওয়া হয়—
ক. বোনাস খ. মহার্ঘ ভাতা
গ. বেতন ঘ. মজুরি
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
বিক্রয় ৮০,০০০ টাকা, কাঁচামাল ২০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ৮,০০০ টাকা, কারখানা উপরি ব্যয় ৫,০০০ টাকা, প্রশাসনিক উপরি ব্যয় ৭,০০০ টাকা এবং বিক্রয় খরচ বিক্রয়ের ১০%।
২৭। উৎপাদন ব্যয়ের পরিমাণ কত?
ক. ৮০,০০০ টাকা খ. ৪৮,০০০ টাকা
গ. ৪০,০০০ টাকা ঘ. ৩৩,০০০ টাকা
২৮। যদি বিক্রয় খরচ ২,০০০ টাকা বৃদ্ধি পায়—
ক. মুনাফা হ্রাস পাবে খ. মোট ব্যয় হ্রাস পাবে
গ. বিক্রয় বৃদ্ধি পাবে
ঘ. উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে
২৯। অনার্থিক সুবিধা হলো—
ক. বেতন খ. বোনাস
গ. প্রশিক্ষণ ঘ. মহার্ঘ ভাতা
৩০। প্রাপ্য হিসাব ৫০,০০০ টাকা এবং অনাদায়ী পাওনা ৪,০০০ টাকা। অনাদায়ী পাওনা অনুপাত কত?
ক ১০% খ ৮%
গ ৫% ঘ ৪%
উত্তর : ১. ক ২. খ ৩. ক ৪. গ ৫. খ ৬. ক
৭. গ ৮. ক ৯. খ ১০. ক ১১. গ ১২. ঘ ১৩. গ ১৪. খ ১৫. ক ১৬. ঘ ১৭. ক ১৮. ক ১৯. ঘ
২০. খ ২১. গ ২২. গ ২৩. খ ২৪. গ ২৫. ক ২৬. ঘ ২৭. ঘ ২৮. ক ২৯. গ ৩০. খ।