গদ্য
ছবির রং
হাশেম খান
জ্ঞানমূলক প্রশ্ন
১। শরৎকালের কোন দৃশ্যটা সবচেয়ে মোহনীয়?
উত্তর : শরৎকালে ভরা নদী এবং খালে সাদা, লাল, নীল ও হলুদ বিভিন্ন রঙের পালতোলা নৌকা চলাচলের দৃশ্য সবচেয়ে মোহনীয়।
২। হেমন্তের শেষ দিকে মাঠে কোন রঙের বাহার দেখা যায়?
উত্তর : হেমন্তের শেষ দিকে মাঠে হলুদ বা গেরুয়া রঙের বাহার দেখা যায়।
৩। গ্রীষ্ম ঋতুতে রং-বেরঙের কী কী ফল পাওয়া যায়?
উত্তর : গ্রীষ্ম ঋতুতে আম, জাম, কলা, লিচু, তরমুজ ইত্যাদি রংবেরঙের ফল পাওয়া যায়।
৪। বসন্তকালে গাছে গাছে কিসের প্রতিযোগিতা হয়?
উত্তর : বসন্তকালে গাছে গাছে কে কত সুন্দর ও সতেজ ফুল ফোটাতে পারে তারই যেন প্রতিযোগিতা হয়।
৫। এ পর্যন্ত হাশেম খানের কতটি বই প্রকাশিত হয়েছে?
উত্তর : এ পর্যন্ত হাশেম খানের ১৫টি বই প্রকাশিত হয়েছে।
৬। চাষিরা কোন মাসে দল বেঁধে ফসল কাটেন?
উত্তর : চাষিরা অগ্রহায়ণ মাসে দল বেঁধে ধান কাটেন।
৭। মৌলিক রং কয়টি ও কী কী?
উত্তর : মৌলিক রং তিনটি। হলুদ, নীল, লাল।
৮। হেমন্ত ঋতু কোন মাসে আসে?
উত্তর : হেমন্ত ঋতু কার্তিক ও অগ্রহায়ণ মাসে আসে।
৯। শীতকালে কী ধরনের ফুল ফোটে?
উত্তর : শীতকালে শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া ফুল ফোটে।
১০। শরৎকালে কোন ফুল ফোটে?
উত্তর : কাশফুল এবং শাপলাফুল ফোটে।
১১। ‘আভা’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘আভা’ শব্দের অর্থ হলো দীপ্তি বা উজ্জ্বলতা।
১২। রংধনুর কয়টি রং?
উত্তর : রংধনুর রং সাতটি।
১৩। মৌলিক রংগুলো মিশিয়ে কী কী রং পাওয়া যায়?
উত্তর : হলুদ ও নীল মেশালে সবুজ, নীল ও লাল মেশালে বেগুনি পাওয়া যায়।
১৪। বর্ষাকালে আকাশে কী ধরনের রং দেখা যায়?
উত্তর : বর্ষাকালে আকাশে কালো মেঘ এবং বিদ্যুৎ চমকানোর দৃশ্য দেখা যায়।
১৫। বর্ষাকালে কোন ফুল ফোটে?
উত্তর : কদম ফুল সাদা ও কমলা রঙে ফোটে।
১৬। শীতকালে মানুষ কী ধরনের কাপড় ব্যবহার করে?
উত্তর : শীতকালে মানুষ লাল, নীল, হলুদ, কালো বিচিত্র রঙের গরম কাপড় ও টুপি ব্যবহার করে।
১৭। বসন্তকালে প্রকৃতিতে কী ধরনের দৃশ্য দেখা যায়?
উত্তর : বসন্তকালে গাছে গাছে নানা রঙের ফুল ফোটে এবং পাখিরা গাছে গাছে নেচে বেড়ায়।
১৮। রঙের ঋতু বলা হয় কোন ঋতুকে?
উত্তর : রঙের ঋতু বলা হয় বসন্ত ঋতুকে।
১৯। শীতকালে প্রকৃতিতে কী ধরনের রং দেখা যায়?
উত্তর : শীতকালে কুয়াশার মায়াবী রং দেখা যায়।
২০। গ্রীষ্মকালীন ফলগুলো কী কী?
উত্তর : আম, জাম, কলা, লিচু, তরমুজ।
২১। বাংলার শিল্পীরা কিভাবে রং ব্যবহার করেন?
উত্তর : বাংলার শিল্পীরা রঙিন সুতার বুনট, নকশিকাঁথা, পুতুল, ছবি, হাঁড়ি-পাতিলে রং ব্যবহার করেন।
২২। শীতকালে সরষের ক্ষেতে কী অবস্থা হয়?
উত্তর : শীতকালে সরষের ক্ষেতে ফুলে ফুলে হলুদের বন্যা নামে।
২৩। ঢাকা নগর জাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতা কে?
উত্তর : ঢাকা নগর জাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতা হাশেম খান।
২৪। অতিথি পাখি কোথা থেকে আসে?
উত্তর : অতিথি পাখি শীতকালে বরফ পড়া দেশ থেকে আমাদের দেশে আসে।