kalerkantho

সোমবার । ৩ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৭ মে ২০২১। ০৪ শাওয়াল ১৪৪

ব হু নি র্বা চ নী প্র শ্ন

নবম-দশম শ্রেণি : হিসাববিজ্ঞান

মো. আব্দুল হান্নান, সহকারী শিক্ষক, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা

১৯ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৫ মিনিটেনবম-দশম শ্রেণি : হিসাববিজ্ঞান

সপ্তম অধ্যায়

খতিয়ান

১।   কোনটির উপর ভিত্তি করে খতিয়ান প্রস্তুত করা হয়?

     ক) নগদান বই

     খ) কার্যপত্র

     গ) জাবেদা 

     ঘ) রেওয়ামিল  

২।   খতিয়ানের বৈশিষ্ট্য কয়টি?

     ক) পাঁচটি    খ) ছয়টি

     গ) সাতটি         ঘ) আটটি 

     নিচের  উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :

     জনাব উজ্জল একটি বিভাগীয় খুচরা বিপণির মালিক। বিপণির প্রতিটি বিভাগেই প্রচুর পণ্য ক্রয়-বিক্রয় হয়। তিনি ভাবছেন একজন দক্ষ হিসাবরক্ষকের মাধ্যমে হিসাবকার্য পরিচালনা করবেন।

৩।   জনাব উজ্জল প্রতিটি বিভাগের নামে একটি আলাদা শিরোনামযুক্ত বই সংরক্ষণ করতে চাইলে তাকে চালু করতে হবে কোনটি?

     ক) জাবেদা   খ) খতিয়ান

     গ) নগদান বই      ঘ) রেওয়ামিল 

৪। খতিয়ানের আধুনিক

     ছকটিতে—

     i. চারটি টাকার ঘর থাকে     

     ii. মোট সাতটি ঘর থাকে   

     iii. শ্রম ও সময় সাশ্রয় হয়

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii  খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii  

৫।   খতিয়ান লেনদেনের কী?

     ক) আধুনিক ভাণ্ডার  খ) স্থায়ী ভাণ্ডার 

     গ) পরিকল্পিত ভাণ্ডার       ঘ) সর্বশেষ ভাণ্ডার  

৬।   কোনটি হিসাবের পাকা বই?

     ক) খতিয়ান        খ) জাবেদা

     গ) নগদান বই     

     ঘ) নগদ প্রাপ্তি জাবেদা 

৭।   দেনাদার ও পাওনাদারের জন্য প্রস্তুতকৃত আলাদা খতিয়ানকে কী বলা হয়?

     ক) সাধারণ খতিয়ান   খ) সংযুক্ত খতিয়ান

     গ) সহকারী খতিয়ান   ঘ) মূল খতিয়ান

৮।   বিক্রয় খতিয়ানের উদ্বৃত্তকে কী বলে?

      ক) বিক্রয়    খ) পাওনাদার 

     গ) দেনাদার  ঘ) আয়

৯।   খতিয়ান প্রস্তুতের প্রথম ধাপ কোনটি?

     ক) রেকর্ডিং  

     খ) স্থানান্তরকরণ

     গ) ব্যালান্সিং  ঘ) পোস্টিং 

১০। খতিয়ান হিসাবের—

     i. প্রাথমিক বই   

     ii. পাকা বই  iii. স্থায়ী বই     

     নিচের কোনটি সঠিক?

      ক) i ও ii  খ) i ও iii   গ) ii ও iii  ঘ) i, ii ও iii  

১১। কোন ছকে হিসাবের জের জানার জন্য কোনো সময়ের প্রয়োজন হয় না?

     ক) সনাতন ছক     

     খ) T ছক

     গ) চলমান জের ছক        ঘ) বিবরণী ছক 

১২। কারবারের মূল খতিয়ানের বই কোনটি?

     ক) ব্যক্তিবাচক খতিয়ান      খ) দেনাদার খতিয়ান

     গ) পাওনাদার খতিয়ান      ঘ) সাধারণ খতিয়ান 

১৩। ক্রেডিট ব্যালান্স সাধারণত কী নির্দেশ করে?

     ক) সম্পদ ও খরচ   খ) আয় ও ব্যয়

     গ) সম্পদ ও দায়   

     ঘ) আয় ও দায়  

১৪। সহকারী খতিয়ান সম্পর্কিত হলো—

     i. পাওনাদার হিসাব 

     ii. দেনাদার হিসাব        iii. মূলধন হিসাব    

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii    খ) i ও iii   গ) ii ও iii      ঘ) i, ii ও iii  

১৫। কোন শব্দ সংক্ষেপ দুটি ভিন্ন অর্থবোধক?

     ক) বি/ডি এবং বি/এফ      খ) সি/ডি এবং সি/এফ

     গ) বি/ডি এবং সি/ডি       ঘ) বি/এফ এবং বি/ডি

১৬। লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল কোনটি?

     ক) নগদান বই  খ) খতিয়ান

     গ) জাবেদা       

     ঘ) আর্থিক বিবরণী 

১৭। খতিয়ানকে কী বলে অভিহিত করা হয়?

     ক) সাধারণ হিসাবের বই     খ) হিসাবের প্রধান বই

     গ) সকল বইয়ের রাজা      ঘ) প্রয়োজনীয় বই 

১৮। খতিয়ান হিসাবের দুই দিকের যোগফলের পার্থক্য নির্ণয় করাকে কী বলে?

      ক) যোগকরণ      

     খ) জের টানা বা ব্যালান্সিং

     গ) সমতাকরণ       ঘ) পার্থক্যকরণ 

১৯। খতিয়ান প্রস্তুত করা—

     i. ঐচ্ছিক    

     ii. বাধ্যতামূলক       

     iii. অধিক গুরুত্বপূর্ণ 

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii     খ) i ও iii   গ) ii ও iii  ঘ) i, ii ও iii  

২০।  যদি হিসাবের ক্রেডিট পার্শ্বের চেয়ে ডেবিট পার্শ্ব বড় হয় তাহলে তা—

     ক) ডেবিট উদ্বৃত্ত      খ) ক্রেডিট উদ্বৃত্ত 

     গ) সম্পদ    ঘ) ব্যয়  

  ২১। জনাব রামিমের পরিবহন খরচ সঠিকভাবে হিসাবভুক্তকরণে প্রভাবিত হবে— 

     i. স্থায়ী সম্পদ    

     ii. চলতি সম্পদ

     iii. স্বত্বাধিকার

     নিচের কোনটি সঠিক?

     ক) i ও ii    খ) i ও iii   গ) ii ও iii  ঘ) i, ii ও iii  

২২। খতিয়ানের চলমান জের ছকের ওপরের ডান দিকে কী লিখতে হয়?

     ক) হিসাবের কোড নং খ) ক্রেডিট

     গ) পৃষ্ঠা নম্বর   

     ঘ) হিসাবের নাম 

২৩। লেনদেনগুলো খতিয়ানে কেমনভাবে লেখা হয়?

     ক) সংক্ষিপ্তাকারে     খ) বিশেষভাবে ব্যাখ্যা করে 

     গ) আংশিক ব্যাখ্যা করে      ঘ) বর্ণনা করে 

২৪।  ‘লেজার’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

     ক) ইংরেজি   খ) ফরাসি

     গ) ইতালি   ঘ) স্প্যানিশ           

২৫। খতিয়ান তৈরির জন্য কয়টি ছক প্রচলিত আছে?

     ক) ৫টি      খ) ৪টি

     গ) ৩টি      ঘ) ২টি

২৬। নিচের কোন হিসাবগুলো ক্রেডিট ব্যালান্স নির্দেশ করে?

     ক) উপভাড়া ও প্রদেয় বিল    খ) ভূমি ও ভাড়া

     গ) প্রাপ্ত সুদ ও প্রদত্ত বাট্টা    ঘ) সুনাম ও পাওনাদার 

২৭। নিচের কোনটির নামে সহকারী খতিয়ান খোলা হয়?

     ক) ব্যাংক হিসাব     খ) আসবাবপত্র হিসাব

     গ) করিম হিসাব     ঘ) নগদান হিসাব  

 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. গ ২. খ ৩. খ ৪. ঘ ৫. খ ৬. ক ৭. গ ৮. গ ৯. ঘ ১০. গ ১১. গ ১২. ঘ ১৩. ঘ ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. গ ১৮. খ ১৯. গ ২০. ক ২১. খ ২২. ক ২৩. ক ২৪. খ ২৫. ঘ ২৬. ক ২৭. গ।