বহু নির্বাচনী প্রশ্ন
চতুর্থ অধ্যায়
সাধারণ রেওয়ামিল
(প্রথম ভাগ)
[পূর্ব প্রকাশের পর]
২০। ‘বকেয়া আয়’ কারবারের জন্য
ক) আয় খ) ব্যয় গ) সম্পত্তি ঘ) দায়
২১। হিসাবকাল অতিক্রান্ত হওয়ার পূর্ব পর্যন্ত অগ্রিম প্রদত্ত খরচ কী হিসেবে লিপিবদ্ধ করা হয়?
ক) আয় খ) ব্যয় গ) সম্পত্তি ঘ) দায়
২২। নিচের কোনটি বকেয়া আয়ের অন্তর্ভুক্ত?
ক) বকেয়া শিক্ষানবিশ সেলামি
খ) বকেয়া ঋণের সুদ
গ) বকেয়া মূলধনের সুদ ঘ) বকেয়া শিক্ষানবিশ ভাতা
২৩।
পাওনাদারের পরিমাণ ৪০,০০০ টাকা এবং ২% হারে বাট্টা সঞ্চিতি রাখতে বলা হয়। এক্ষেত্রে পাওনাদারের বাট্টা সঞ্চিতি কত টাকা রেওয়ামিলে বসবে?
ক) ৮০০ টাকা ডেবিট খ) ৮০০ টাকা ক্রেডিট
গ) ৮,০০০ টাকা ডেবিট ঘ) ১২,০০০ টাকা ক্রেডিট
২৪। সমাপনী মজুদের মূল্য ১,৩০,০০০ টাকা কিন্তু বাজার মূল্য ১,২০,০০০ টাকা। সমাপনী মজুদের মধ্যে ১০,০০০ টাকার আগুনে বিনিষ্ট পণ্য আছে এবং ৫,০০০ টাকার অব্যবহৃত মনিহারি আছে।
রেওয়ামিলে কত টাকা যাবে?
ক) টাকা থাকবে না খ) ১,০৫,০০০ টাকা
গ) ১,২০,০০০ টাকা ঘ) ১,১৫,০০০ টাকা
২৫। বিক্রয় হিসাবের জের ২,৭০,০০০ টাকা। এ ছাড়া বলা হয়েছে এ বছর বিবিধ প্রাপ্য হিসাবের ওপর ১০,০০০ টাকা অনাদায়ী পাওনা ও ৫% সঞ্চিতি রাখতে হবে। রেওয়ামিলে বিক্রয় হিসাবে কত টাকা যাবে?
ক) ২,৭০,০০০ টাকা ডেবিট খ) ২,০৪,০০০ টাকা ডেবিট
গ) ২,৭০,০০০ টাকা ক্রেডিট ঘ) ২,০৪,০০০ টাকা ক্রেডিট
২৬।
বিক্রীত পণ্যের ব্যয় ২,১৮,০০০ টাকা, সমাপনী মজুদ ২৭,০০০ টাকা এবং প্রারম্ভিক মজুদ ১৫,০০০ টাকা হলে এ বছরের ক্রয়ের পরিমাণ কত?
ক) ২,৮৫,০০০ টাকা খ) ২,৬০,০০০ টাকা
গ) ২,৩০,০০০ টাকা ঘ) ২,২০,০০০ টাকা
২৭। ব্যাংক জমা ২০,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ৩৬,০০০ টাকা, ক্রয় ১,৩৬,০০০ টাকা, বিক্রয় ২,৮৮,০০০ টাকা মজুরি ও বেতন ২৭,৫০০ টাকা, আসবাবপত্র ৮৬,০০০ টাকা, মূলধন ১,৯০,০০০ টাকা হলে রেওয়ামিলের ডেবিট দিকে মোট কত টাকা বসবে?
ক) ৪,৭৮,০০০ টাকা খ) ২,৬৯,৫০০ টাকা
গ) ২,৬৯,৮০০ টাকা ঘ) ২,৬৯,০০০ টাকা
২৮। বিনিয়োগের সুদ প্রাপ্তি ৬,০০০ টাকা, ঋণের সুদ বকেয়া ৩,২০০ টাকা, অগ্রিম প্রাপ্ত কমিশন ২,৩০০ টাকা, মূলধন ১,২০,০০০ টাকা, মেশিন ও যন্ত্রপাতি ৭১,৫০০ টাকা, ক্রয় ২৭,৪০০ টাকা। পাওনাদারের বাট্টা সঞ্চিতি ৭০০ টাকা হলে অনিশ্চিত হিসাবে কত টাকা বসবে?
ক) ৩৩,৩০০ টাকা খ) ৩১,৯০০ টাকা
গ) ৩০,২০০ টাকা ঘ) ৩০,০০০ টাকা
২৯। উপভাড়াটিয়ার নিকট প্রাপ্য ৬,০০০ টাকা যার মধ্যে ৪,০০০ টাকা পাওয়া গেছে এবং ২,০০০ টাকা বকেয়া আছে।
এ ক্ষেত্রে ২,০০০ টাকা রেওয়ামিলের কোথায় বসবে?
ক) ডেবিট খ) ক্রেডিট
গ) ডেবিট-ক্রেডিট উভয় দিকে ঘ) কখনো ডেবিট কখনো ক্রেডিট
৩০। প্রাপ্য হিসাব ৯২,০০০ টাকা, অনাদায়ী পাওনা ১২,০০০ টাকা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি ৪,৫০০ টাকা খতিয়ান জের থেকে পাওয়া গেল। রেওয়ামিলে দেনাদার কত টাকা ডেবিট হবে?
ক) ৭০,০০০ টাকা খ) ৮০, ০০০ টাকা
গ) ৯২,০০০ টাকা ঘ) ১,০০,০০০ টাকা
৩১। করিম অ্যান্ড সন্সের প্রারম্ভিক হাতে নগদ ছিল ২,০০০ টাকা। বছর শেষে রেওয়ামিল তৈরি করার সময় উক্ত টাকা কোথায় বসবে?
ক) ডেবিট পার্শ্বে
খ) ক্রেডিট পার্শ্বে
গ) ডেবিট-ক্রেডিট উভয় পাশে
ঘ) কোথাও বসবে না
৩২। বছর শেষে কামাল অ্যান্ড কোং—এর সমাপনী হাতে নগদ ২৫,০০০ টাকা ছিল। উক্ত টাকা রেওয়ামিলের কোন পাশে বসবে?
ক) ডেবিট খ) ক্রেডিট
গ) ডেবিট-ক্রেডিট উভয় পাশে
ঘ) একবার ডেবিট আরেকবার ক্রেডিট
৩৩। সমাপনী মজুদ ৫,০০০ টাকা, সমন্বিত ক্রয় ১০,০০০ টাকা, ক্রয় ১০,০০০ টাকা হলে প্রারম্ভিক মজুদ কত?
ক) ১০,০০০ টাকা খ) ৫,০০০ টাকা
গ) ৬,৫০০ টাকা
ঘ) ৭০০০ টাকা
৩৪। আমরা জানি, রেওয়ামিল তৈরি করা বাধ্যতামূলক নয়। কিন্তু তারপরও রেওয়ামিল তৈরি করা হয়
ক) ব্যবসায়ের মূলধন বৃদ্ধির জন্য
খ) হিসাবের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য
গ) খতিয়ান তৈরির কাজ সহজ করার জন্য
ঘ) চূড়ান্ত হিসাবের উদ্বৃত্ত মিলানোর জন্য
৩৫। রেওয়ামিল প্রস্তুতের উদ্দেশ্য হলো
i. ভুলত্রুটি উদঘাটন করা
ii. ফলাফল নির্ণয়ে সাহায্য করা
iii. দু’তরফা দাখিলা পদ্ধতি প্রয়োগ নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
৩৬। সমন্বিত ক্রয় = ?
i. বিক্রয় সমাপনী মজুদপণ্য
ii. বিক্রয়যোগ পণ্য সমাপনী মজুদপণ্য
iii. প্রারম্ভিক মজুদপণ্য + ক্রয় সমাপনী মজুদপণ্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
৩৭। কারবারি প্রতিষ্ঠানে রেওয়ামিল প্রস্তুত করার উদ্দেশ্য হিসেবে ধরা হয়
i. ব্যবসায়ের লাভ-লোকসান নিরূপণ
ii. লেনদেনের ভুলত্রুটি উদঘাটন
iii. হিসাবের শুদ্ধতা যাচাই
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩৮। রেওয়ামিল প্রস্তুতের সময় ডেবিট দিকে অন্তর্ভুক্ত করতে হয়
i. ক্রয় ফেরত
ii. বিনিয়োগের প্রাপ্য সুদ
iii. অগ্রিম প্রদত্ত বেতন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩৯। মূলত রেওয়ামিলের ডেবিট দিকে বসে
i. ব্যয়সমূহ
ii. অগ্রিম খরচসমূহ
iii. মালিকানাস্বত্ব সংক্রান্ত দফা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i ও ii
৪০। রেওয়ামিলের ক্রেডিট দিকের অন্তর্ভুক্ত দফা হচ্ছে
i. স্থায়ী সম্পত্তি
ii. অনুপার্জিত আয়
iii. অনাদায়ী পাওনা সঞ্চিতি
নিচের কোনটি সঠিক?
ক) iii খ) i ও ii
গ) i ও iii ঘ) ii ও iii
৪১। রেওয়ামিল তৈরি করার জন্য প্রয়োজন—
i. খতিয়ান উদ্বৃত্ত
ii. নগদান উদ্বৃত্ত
iii. জাবেদার উদ্বৃত্ত
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) i ও iii ঘ) i, ii ও iii
৪২। প্রকৃতপক্ষে রেওয়ামিল হলো—
i. একটি হিসাব খাত
ii. একটি পরিপূর্ণ হিসাব
iii. খতিয়ান উদ্বৃত্তের তালিকা
নিচের কোনটি সঠিক?
ক) iii খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৪৩। রেওয়ামিলে হিসাবভুক্ত হবে না—
i. প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত
ii. প্রারম্ভিক হাতে নগদ
iii. সমাপনী মজুদ পণ্য
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর
২০. গ ২১. গ ২২. ক ২৩. ক ২৪. ক ২৫. গ ২৬. গ ২৭. খ ২৮. খ ২৯. ক ৩০. গ ৩১. ঘ ৩২. ক ৩৩. খ ৩৪. খ ৩৫. খ ৩৬. খ ৩৭. গ ৩৮. গ ৩৯. ঘ ৪০. ঘ ৪১. ক ৪২. ক ৪৩. ঘ