মডেল প্রশ্ন
বহু নির্বাচনী প্রশ্ন
১। পৃথিবীর প্রধান ভূমিরূপগুলোকে কত ভাগে ভাগ করা হয়েছে?
ক. ৩ খ. ৪
গ. ৫ ঘ. ৬
২। পৃথিবীর কতভাগ এলাকা সমভূমির অন্তর্গত?
ক. ২৭ খ. ১৮
গ. ৪৭ ঘ. ৫৫
৩। প্লাইস্টোসিন যুগের সোপানগুলো—
i. লালমাই পাহাড় ii. মধুপুরের গড়
iii. বদ্বীপ সমভূমি
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪।
টারশিয়ারি যুগের পাহাড়গুলো কত ধরনের?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
৫। লালমাই পাহাড়ের আয়তন কত বর্গকিলোমিটার?
ক. ৪৬ খ. ৪১
গ. ৩৪ ঘ. ৪৩
উদ্দীপকের আলোকে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জামাল ও হাসান অফিসে কাজ করতে করতে লক্ষ করল কম্পিউটারের টেবিল ও বসার চেয়ার মৃদু কাঁপছে। তারা তাড়াতাড়ি সহকর্মীদের সতর্ক করে রাস্তায় গিয়ে দাঁড়ালেন।
৬।
জামাল ও হাসান যে বিষয়টি অনুভব করলেন তা কোন ধরনের পরিবর্তনের ফলে সৃষ্ট?
ক. আকস্মিক পরিবর্তন
খ. গিরিজনি আলোড়ন
গ. ধীর পরিবর্তন ঘ. মহীভাবক আলোড়ন
৭। উক্ত অবস্থার ফলে ভূত্বকে সৃষ্টি হতে পারে—
i. সমভূমি ii. চ্যুতি
iii. ফাটল
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮। নিচের কোনটি সর্পিলাকার নদী?
ক. যমুনা খ. গঙ্গা
গ. ব্রহ্মপুত্র ঘ. সুরমা
৯। নদীর মোহনায় পলি সঞ্চয়ের ফলে গড়ে ওঠে—
i. বদ্বীপ ii. উপত্যকা
iii. চর
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০।
কোন নদীর আকৃতি বিনুনি?
ক. সুরমা খ. যমুনা
গ. মেঘনা ঘ. পদ্মা
উদ্দীপকের আলোকে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জীবন ধারণের জন্য বায়ুমণ্ডলের কিছু গ্যাসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে এদের অতিরিক্ত মাত্রা জীবকূলের জন্য ক্ষতিকর।
১১। উদ্দীপকের কোন গ্যাসটি উদ্ভিদের খাদ্য তৈরির জন্য অত্যাবশ্যক?
ক. নাইট্রোজেন খ. কার্বন ডাই-অক্সাইউ
গ. আর্গন ঘ. অক্সিজেন
১২।অতিরিক্ত মাত্রার গ্যাসটি কিভাবে জীবকূলের ক্ষতি করে—
i. ওজোন স্তর ধ্বংস করে
ii. তাপমাত্রা বৃদ্ধি করে
iii. মানুষের খাদ্য তৈরির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩।
স্থির গ্যাস কোনটি?
ক. আর্গন খ. কার্বন ডাই-অক্সাইউ
গ. নাইট্রোজেন ঘ. অক্সিজেন
১৪। বায়ু যতই উষ্ণ হয় ততই কী ধারণ করে?
ক. গ্যাসীয় কণা খ. জৈবকণা
গ. জলীয়বাষ্প ঘ. ধূলিকণা
১৫। আয়োনোস্ফিয়ার শোষণ করে—
র. গামা রশ্মি রর. আলফা রশ্নি
ররর. এক্স-রে রশ্নি
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬। আপেক্ষিক আর্দ্রতা বেশি হয় কোন সময়ে?
ক. শীতকালে খ. গ্রীষ্মকালে
গ. বর্ষাকালে ঘ. শরৎকালে
১৭। মৌসুমি জলবায়ুর অপর নাম কী?
ক. মহাদেশীয় খ. মেরুদেশীয়
গ. ক্রান্তীয় মহাদেশীয়
ঘ. ক্রান্তীয় মৌসুমি
১৮। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায়?
ক. সিলেটে খ. খুলনার তেরখাদা
গ. রাজশাহী ঘ. চট্টগ্রাম
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশের শিক্ষার্থী প্রিয়া অ্যামাজান অববাহিকা (দক্ষিণ আমেরিকা), আফ্রিকার কঙ্গো অববাহিকা, এশিয়ার শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ ফিলিপাইন অঞ্চলে বেড়াতে গেল। সে ভিন্ন এক জলবায়ুর মুখোমুখি হলো।
১৯। প্রিয়ার বেড়াতে যাওয়া জলবায়ু অঞ্চলের নাম কী?
ক. ভূমধ্যসাগরীয় খ. নিরক্ষীয়
গ. তুন্দ্রা ঘ. মেরুদেশীয়
২০। উদ্দীপকের জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য—
i. সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়
ii. সারা বছর অধিক তাপ
iii. সারা বছর শীতকাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১। সমুদ্রপথে নাবিকরা কোন ধরনের মানচিত্র ব্যবহার করে?
ক. দেয়াল খ. স্থানীয় বৈচিত্র্যসূচক
গ. পৃথিবীর ঘ. নৌ সারণি
২২। শাসনকাজে কারা মানচিত্রের ব্যবহার শুরু করেছিল?
ক. চৈনিক খ. গ্রিক
গ. মিসরীয় ঘ. ডাচরা
২৩। ভূপৃষ্ঠের কোন বড় বা ছোট অংশকে উপস্থাপন করে কোনটি?
ক. নকশা খ. রেখাচিত্র
গ. ভূগোল ঘ. মানচিত্র
২৪। সাধারণত স্কেল কত প্রকার?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
২৫। তুলনামূলক মাপনী কত প্রকার?
ক. ৩ খ. ৪
গ. ৫ ঘ. ২
২৬। এক জোয়ার থেকে ভাটার পার্থক্য কত?
ক. ১২ ঘণ্টা খ. ১২ ঘণ্টা ১৩ মিনিট
গ. ৬ ঘণ্টা ১২ মিনিট
ঘ. ৬ ঘণ্টা ১৩ মিনিট
২৭। জোয়ার-ভাটার ফলে নদীর পানি কিরূপ থাকে?
ক. ঘোলা থাকে খ. নির্মল থাকে
গ. নোংরা থাকে ঘ. নিরাপদ থাকে
২৮। জোয়ার কত প্রকার?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
২৯। চন্দ্র ও সূর্যের জোয়ার উৎপন্ন করার ক্ষমতার অনুপাত কত?
ক. ১১ঃ৩ খ. ১১ঃ৪
গ. ১১ঃ৫ ঘ. ১১ঃ৭
৩০। কোনটির প্রভাবে প্রবল জোয়ার সৃষ্টি হয়?
ক. চন্দ্র খ. সূর্য
গ. চন্দ্র ও পৃথিবী ঘ. সূর্য ও পৃথিবী
উত্তর : ১. ক ২. ঘ ৩. খ ৪. ক ৫. গ ৬. ক ৭. গ ৮. ঘ ৯. ক ১০. ঘ ১১. খ ১২. খ ১৩. গ ১৪. গ ১৫. ক ১৬. খ ১৭. ঘ ১৮. ক ১৯. খ ২০. খ ২১. ঘ ২২. গ ২৩. ঘ ২৪. খ ২৫. খ ২৬. ঘ ২৭. খ ২৮. ক ২৯. গ ৩০. গ।