বহু নির্বাচনী প্রশ্ন
একাদশ অধ্যায়
জীবের প্রজনন
নিচের চিত্রের আলোকে ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাও :
১। ওপরের চিত্রের ‘ই’ অংশের নাম কী?
ক) উপবৃতি খ) বৃতি
গ) পুংকেশর ঘ) স্ত্রীকেশর
২। উক্ত চিত্রের ‘অ’-এর ক্ষেত্রে প্রযোজ্য হলো—
i. এটি একগুচ্ছ হলে মোনাডেলফাস
ii. পরাগধানী যুক্তধানী বা সিনজেনেসিয়াস
iii. এটি বিযুক্ত গর্ভপত্রী বা পলিকারপাস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩। বহুগুচ্ছ পুংস্তবক থাকে কোন উদ্ভিদে?
ক) জবা খ) মটর
গ) শিমুল ঘ) আম
৪। স্ব-পরাগায়ণ ঘটে কোন ফুলে?
ক) ধুতুরা খ) শিমুল গ) পেঁপে ঘ) কুমড়া
নিচের চিত্রটি লক্ষ করো এবং পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও :
৫। ওপরের চিত্রে কোন প্রক্রিয়াটি দেখানো হয়েছে?
ক) মেগাস্পোরোজেনেসিস খ) ইমবাইবিশন
গ) ব্যাপন ঘ) পরাগায়ণ
৬। পর-পরাগায়ণের ফলে—
i. নতুন চরিত্রের সৃষ্টি হয়
ii. নতুন বৈশিষ্ট্যের শুদ্ধতা বজায় থাকে
iii. নতুন প্রজাতির উদ্ভব হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
নিচের চিত্রটি লক্ষ করো এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :
৭। A চিহ্নিত অংশটির নাম কী?
ক) গর্ভাশয় খ) গর্ভদণ্ড
গ) গর্ভমুণ্ড ঘ) গর্ভপত্র
৮। B চিহ্নিত অংশটি—
i. গর্ভদণ্ড
ii. গর্ভমুণ্ড
iii. গর্ভপত্রের একটি অংশ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উদ্দীপকের আলোকে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :
৯। A চিহ্নিত অংশ হতে কোনটি সৃষ্টি হয়?
ক) নালি কোষ খ) পুংজনন কোষ
গ) পরাগনালি ঘ) পরাগ থলি
১০। চিহ্নিত অংশের ক্ষেত্রে কোন কথাটি প্রযোজ্য-
i. এ কোষের বিভাজন পরাগনালিতে হয়
ii. এ কোষ বিভাজিত হয়ে ৮টি কোষ সৃষ্টি হয়
iii. ভ্রূণথলিতে পরিণত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১১। পরাগরেণু অঙ্কুরিত হলে কী গঠিত হয়?
ক) নতুন গাছ খ) পুংস্তবক
গ) যোজনী ঘ) পোলেন টিউব
ওপরের উদ্দীপকের আলোকে ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও :
১২। M-এর ক্ষেত্রে প্রযোজ্য?
ক) সিনারজিড সৃষ্টি করে
খ) জেনারেটিভ কোষ উৎপান্ন করে
গ) শস্যকোষ সৃষ্টি করে
ঘ) প্রতিপাদ কোষ গঠন করে
১৩। N ও O উভয়ই—
i. জাইগোট গঠন করে
ii. স্পোরোফাইট সৃষ্টিতে ভূমিকা রাখে
iii. পোলেন টিউব গঠন করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উদ্দীপকের আলোকে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও :
১৪। গর্ভযন্ত্র বলা হয় কোনটিকে?
ক) N খ) N ও L
গ) M ও O ঘ) M ও L
১৫। কোনটির মিলনের ফলে জাইগোট গঠিত হয়?
ক) S ও N খ) P ও M
গ) L ও S ঘ) L ও P
১৬। চিত্র A এর ক্ষেত্রে প্রযোজ্য-
ক) এক প্রস্থ ক্রোমোজোম আছে
খ) প্রতিপাদ কোষ হতে সৃষ্টি
গ) একে টিউব সেল বলে
ঘ) ২টি কোষ মিলিত হয়ে যোজনী গঠন করে
১৭। চিত্রের ABC মিলিত কাজ—
i. শস্য কোষ সৃষ্টি
ii. ভ্রূণ গঠিত হয়
iii. সিনারজিড গঠিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর
১. খ ২. ক ৩. গ ৪. ক ৫. ঘ ৬. গ ৭. গ ৮. খ ৯. গ ১০. ক ১১. ঘ ১২. গ ১৩. ক ১৪. গ ১৫. খ ১৬. ক ১৭. ক।
মন্তব্য