মামার কেমন কন্যা পছন্দ নয়?
ক) নিম্নবিত্তের খ) ধনীর
গ) মধ্যবিত্তের
ঘ) গরিবের
১৮। মামার টাকার প্রতি আসক্তিকে অনুপম কার সঙ্গে তুলনা করেছেন?
ক) অস্থিমজ্জা
খ) হাড়-হাড্ডি
গ) চোখ-কান
ঘ) গলা-নাক
১৯। অনুপমের বন্ধুর নাম কী?
ক) নরেশ খ) হরিশ
গ) হরেন ঘ) পরেশ
২০। ‘মন উতলা কার’ বলতে অনুপম কী বুঝিয়েছেন?
ক) তোলপাড় খ) উদ্বিগ্ন
গ) দুশ্চিন্তাগ্রস্ত
ঘ) ভাবাবেগে আকুল
২১। ‘ওহে মেয়ে, যদি বল একটি খাসা মেয়ে আছে।’—এ চিত্রকল্পে কী ফুটে উঠেছে?
ক) একটি মেয়ের শারীরিক সৌন্দর্য
খ) একটি চমৎকার পাত্রীর বর্ণনা
গ) খাস বাসাবাড়িতে বসবাসকারী একটি মেয়ে
ঘ) পাত্রী হিসেবে একটি মেয়ের বিশেষ যোগ্যতা
২২। ‘খাসা’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
ক) আরবি খ) ফার্সি
গ) উর্দু ঘ) হিন্দি
২৩। ‘অপরিচিতা’ গল্পে অনুপম ‘উমেদারি’ বলতে কী বুঝিয়েছেন?
ক) মোসাহেবি খ) চাকরির আশায় ঘোরাঘুরি
গ) প্রত্যাশী ঘ) পাণিপ্রার্থী
২৪। ‘অপরিচিতা’ গল্পে অনুপম ‘এই অবকাশ’ বলতে কোন অবস্থাকে বুঝিয়েছেন?
ক) এমএ পাসের পরের অবস্থা
খ) বিয়ে করার পূর্বের অবস্থা
গ) মা-মামার তত্ত্বাবধানের অবস্থা
ঘ) কল্যাণীর তত্ত্বাবধানের অবস্থা
২৫। ‘তলায় সামান্য কিছু বাকি আছে।’ এ বাক্যে কোন বিষয়টি ফুটে উঠেছে?
ক) বৈষয়িক সম্পত্তি যৎসামান্য এখনো আছে
খ) মঙ্গলঘটের তলায় দু-চারটে মোহর এখনো আছে
গ) বংশমর্যাদা এখনো একেবারে শেষ হয়নি
ঘ) মেয়ের বংশে এখনো কিছু সন্দুরী কন্যা রয়েছে
২৬। ‘অপরিচিতা’ গল্পে উল্লেখকৃত মেয়ের বাবার সন্তানসংখ্যা কত?
ক) এক খ) দুই
গ) তিন ঘ) চার
২৭। অনুপমের মন ভার হলো কেন?
ক) মেয়ের বংশ-গৌরব শুনে
খ) মেয়ের পিতার দৈন্যে
গ) মেয়ের পরিবার পশ্চিমে বাস করে বলে
ঘ) মেয়ের বয়স পনেরো শুনে
২৮। বরের হাট মহার্ঘ কেন?
ক) যোগ্য বরের অভাবে
খ) যৌতুকের কারণে
গ) স্থান-কাল পাত্রের বাছবিচারে
ঘ) মেয়ের বয়সের কারণে
২৯। ‘অপরিচিতা’ গল্পে ‘বিবাহের ভূমিকা অংশটা’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) ছেলের খোঁজখবর
খ) মেয়ের খোঁজখবর
গ) ছেলে-মেয়ের কৌলিন্য যাচাই
ঘ) বিয়ের বরযাত্রী সমাদর ও আর্থিক লেনদেন
৩০। ‘অপরিচিতা’ গল্পের কথকের মনের মধ্যে কী ইচ্ছা ছিল?
ক) কানপুরে যাওয়ার খ) কোন্নগর ঘুরে আসার
গ) নিজের চোখে মেয়ে দেখার
ঘ) পাত্রী সম্পর্কে মতামত জানাবার
৩১। অনুপমের নিজের চোখে মেয়ে দেখা হলো না কেন?
ক) এটি বড়ই আপত্তির কাজ
খ) কুলীন বংশে এটি চলে না
গ) মামার এতে ঘোরতর আপত্তি ছিল
ঘ) সাহস করে প্রস্তাব করতে না পারায়
৩২। ‘অপরিচিতা’ গল্পের কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠান হলো?
ক) পাত্রকে খ) হরিশকে
গ) বিনুদাদাকে ঘ) মামাকে
৩৩। ‘অপরিচিতা’ গল্পের কন্যার পিতার নাম কী?
ক) বিশ্বনাথ বাবু খ) শম্ভুনাথ বাবু
গ) আদ্যিনাথ বাবু ঘ) বিশ্বম্ভর বাবু
৩৪। ‘অপরিচিতা’ গল্পে বিয়ের কত দিন পূর্বে কন্যার পিতা পাত্রকে দেখেন?
ক) একদিন খ) দুই দিন
গ) তিন দিন ঘ) চার দিন
৩৫। ‘অপরিচিতা’ গল্পে অসম্ভব রকম ধুম করে কী হয়েছিল?
ক) পাত্র দেখা
খ) পাত্রী দেখা
গ) গায়েহলুদ ঘ) বিয়ে
৩৬। মামা বিবাহ সম্পর্কের কথা তুলতে পারেন না কেন?
ক) অনুপমের অনিচ্ছায় খ) যোগ্য পাত্রীর অভাবে
গ) রাগে ঘ) লজ্জায়
৩৭। ‘প্রদোষ’ শব্দটির অর্থ কী?
ক) প্রকৃষ্ট দোষ খ) উত্তম দোষ
গ) রাত্রি ঘ) রাত্রিকাল
৩৮। অনুপম রেলস্টেশনে কী ফেলে গিয়েছিল?
ক) ট্রাংক খ) কেতলি
গ) ক্যামেরা ঘ) ফটোগ্রাফ
৩৯। রেলভ্রমণকালে দেখা মেয়েটির সুধাকণ্ঠকে অনুপম কিসের সঙ্গে তুলনা করেছে?
ক) জিয়ন কাঠি খ) সোনার কাঠি
গ) রুপার কাঠি ঘ) হীরার কাঠি
৪০। ‘অপরিচিতা’ গল্পের নায়িকার নাম কী?
ক) মৃন্ময়ী খ) নারানী
গ) কল্যাণী ঘ) শেফালি
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪১ থেকে ৪৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ইতোমধ্যে একটা সুবিধা হইল। বর সহসা তাহার পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল। সে বাপকে বলিয়া বসিল, ‘কেনাবেচা-দরদামের কথা আমি বুঝি না; বিবাহ করিতে আসিয়াছি, বিবাহ করিয়া যাইব।’
৪১। উদ্দীপকের বরের সঙ্গে ‘অপরিচিতা’ গল্পের বৈসাদৃশ্যপূর্ণ চরিত্র কোনটি?
ক) অনুপম খ) কল্যাণী
গ) শম্ভুনাথ ঘ) হরিশ
৪২। উদ্দীপকের পিতৃদেব ‘অপরিচিতা’ গল্পের কাকে স্মরণ করিয়ে দেয়?
ক) পিতা খ) মাতা
গ) মামা
ঘ) শম্ভুনাথ বাবু
৪৩। উদ্দীপকে ‘অপরিচিতা’ গল্পের যে বিষয়টি ফুটে উঠেছে—বিয়ের আসরে সৃষ্ট জটিলতা,
i. বিয়ের আসরে সৃষ্ট জটিলতা
ii. পণ বা যৌতুকপ্রথা
iii. বরপক্ষের স্বেচ্ছাচারিতা
নিচের কোনটি ঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪৪। কল্যাণী কিসের ব্রত গ্রহণ করেছে?
ক) দেশমাতৃকার সেবার খ) দেশমাতাকে উদ্ধারের
গ) সংস্কারের
ঘ) মেয়েশিক্ষার
৪৫। রবীন্দ্রনাথ ঠাকুর কত তারিখে মৃত্যুবরণ করেন?
ক) ১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ
খ) ১৩৪৮ বঙ্গাব্দের ২৩ শ্রাবণ
গ) ১৩৪৮ বঙ্গাব্দের ২৪ শ্রাবণ
ঘ) ১৩৪৮ বঙ্গাব্দের ২৫ শ্রাবণ
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. ঘ ২. গ ৩. গ ৪. ক ৫. ঘ ৬. ঘ ৭. ক ৮. ঘ ৯. খ ১০. খ ১১. ঘ ১২. ক ১৩. গ ১৪. ক ১৫. খ ১৬. গ ১৭. খ ১৮. ক ১৯. খ ২০. ঘ ২১. খ ২২. ক ২৩. খ ২৪. ক ২৫. ক ২৬. ক ২৭. ঘ ২৮. খ ২৯. খ ৩০. গ ৩১. ঘ ৩২. গ ৩৩. খ ৩৪. গ ৩৫. গ ৩৬. ঘ ৩৭. গ ৩৮. গ ৩৯. খ ৪০. গ ৪১. ক ৪২. গ ৪৩. ঘ ৪৪. গ ৪৫. ক।