kalerkantho

মঙ্গলবার । ১১ কার্তিক ১৪২৭। ২৭ অক্টোবর ২০২০। ৯ রবিউল আউয়াল ১৪৪২

একাদশ-দ্বাদশ শ্রেণি ► জীববিজ্ঞান প্রথম পত্র

সুনির্মল চন্দ্র বসু সহকারী অধ্যাপক সরকারি মুজিব কলেজ সখীপুর, টাঙ্গাইল

২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৪ মিনিটেএকাদশ-দ্বাদশ শ্রেণি ► জীববিজ্ঞান প্রথম পত্র

অ্যামাইটোসিস কোষ বিভাজন

ব হু  নি র্বা চ নী  প্র শ্ন

দ্বিতীয় অধ্যায়

কোষ বিভাজন

 

১।        অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে—

            i. ব্যাকটেরিয়ায়

            ii. ইস্টে

            iii. আদিকোষী জীবে

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                       খ) i ও iii

            গ) ii ও iii         ঘ) i, ii ও iii

২।        কোনটিকে নিউক্লিয়াসের বিভাজন বলা হয়?

            ক) মেটাকাইনেসিস      খ) ইন্টারকাইনেসিস

            গ) ক্যারিওকাইনেসিস   ঘ) সাইটোকাইনেসিস

৩।        সাইটোপ্লাজমের বিভাজনকে কী বলা হয়?

            ক) কোষচক্র   

            খ) ক্যারিওকাইনেসিস

            গ) সাইটোকাইনেসিস   ঘ) ইন্টারকাইনেসিস

৪।        কোষ প্রস্তুতির DNA অনুলিপন উপপর্যায়ে—

            i. DNA-এর অনুলিপন হয়

            ii. ৩০-৫০% সময় ব্যয় হয়

            iii. বিভিন্ন প্রোটিন ও RNA সংশ্লেষিত হয়

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                                         খ) i ও iii

            গ) ii ও iii         ঘ) i, ii ও iii

৫।        DNA ও প্রোটিন উৎপাদনের জন্য প্রয়োজনীয় এনজাইম উৎপাদন শুরু হয় কোন পর্যায়ে?

            ক) G1 দশা খ) G2 দশা  গ) S দশা          ঘ) M ফেজ

৬।       কোন ধাপে অ্যাস্টার রশ্মির সৃষ্টি হয়?

            ক) প্রোফেজ    

            খ) প্রো-মেটাফেজ

            গ) অ্যানাফেজ ঘ) টেলোফেজ

৭।        মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রমোজমের দ্বিত্বন হয়?

            ক) প্রোফেজ     খ) মেটাফেজ

            গ) অ্যানাফেজ ঘ) টেলোফেজ

৮।        মাইটোসিসের কোন পর্যায়ে ক্রমোজমগুলো কোষের বিষুবীয় তলে অবস্থান করে?

            ক) প্রোফেজ     খ) মেটাফেজ

            গ) অ্যানাফেজ ঘ) টেলোফেজ

৯।        মাইটোসিসের মেটাফেজ দশায় ক্রমোজমগুলো—

            i. খাটো ও মোটা হয়

            ii. বিষুবীয় প্লেটে থাকে

            iii. মেটাকাইনেসিস ঘটে          

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                       খ) i ও iii

            গ) ii ও iii         ঘ) i, ii ও iii

            নিচের চিত্রটি লক্ষ করো এবং ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও :        

   

১০।      চিত্রের X অংশটির নাম কী?

            ক) স্পিন্ডল ফাইবার     খ) ট্র্যাকশন ফাইবার

            গ) স্পিন্ডল যন্ত্র        ঘ) ক্রোমাটিড

১১।      মেটাফেজ পর্যায়ের এ অংশে—

            i. সমস্ত ক্রমোজম অবস্থান করে

            ii. ক্রমোজম বিষুবীয় অঞ্চলে থাকে

            iii. তন্তুবিহীন প্রোটিনযুক্ত মেরু থাকে

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                       খ) i ও iii

            গ) ii ও iii         ঘ) i, ii ও iii

            চিত্রের আলোকে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১২।      X-এর পূর্ববর্তী ধাপকে কী বলে?

            ক) আদ্য পর্যায়            খ) মেটাফেজ-১

            গ) অ্যানাফেজ-১          ঘ) গতি পর্যায়

১৩। চিত্রে Y ধাপের বৈশিষ্ট্য হচ্ছে—

            i. নিউক্লিয়াসের পানিযোজন

            ii. স্পিন্ডল যন্ত্রের বিলুপ্ত হওয়া

            iii. নিউক্লিওলাসের আবির্ভাব

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                      খ) i ও iii

            গ) ii ও iii                     ঘ) i, ii ও iii

            উদ্দীপক চিত্রের আলোকে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১৪।      উদ্দীপক চিত্রের ক্রমোজমটি কোন ধরনের?

            ক) মেটাসেন্ট্রিক           খ) সাব-মেটাসেন্ট্রিক

            গ) অ্যাক্রোসেন্ট্রিক       ঘ) টেলোসেন্ট্রিক

১৫।      মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে চিত্র ‘ক’-এর মতো দেখা যায়?

            ক) প্রো-মেটাফেজ        খ) মেটাফেজ

            গ) অ্যানাফেজ ঘ) টেলোফেজ

১৬।     কোনটিতে মিয়োসিস ঘটে?

            ক) জননকোষে            খ) দেহকোষে

            গ) পরাগরেণুতে           ঘ) জনন মাতৃকোষে

১৭।      মিয়োসিস কোষ বিভাজন প্রথম কে প্রত্যক্ষ করেন?

            ক) ওয়াল্টার ফ্লেমিং      খ) ট্রাসবার্জার

            গ) বোভেরি       ঘ) শ্লাইখার

১৮।      পোলারাইজয়েড বিন্যাস দেখা যায় মিয়োসিসের কোন উপপর্যায়ে?

            ক) লেপ্টোটিন খ) জাইগোটিন

            গ) ডিপ্লোটিন    ঘ) প্যাকাইটিন

১৯।      কোন উপপর্যায়ে হোমোলোগাস ক্রমোজম জোড় বাঁধে?

            ক) লেপ্টোটিন

            খ) জাইগোটিন

            গ) প্যাকাইটিন  ঘ) ডিপ্লোটিন

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর. . . . . . . . . ১০. ১১. ১২. ১৩. ১৪. ১৫. ১৬. ১৭. ১৮. ১৯. খ।

মন্তব্যসাতদিনের সেরা