<p style="text-align: justify;">বাংলাদেশে আশ্রিত ২৮৮ জন বিজিপি ও সেনা সদস্য মিয়ানমারের উদ্দেশ্যে কক্সবাজার ছেড়েছেন।  তারা আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে কর্ণফুলী জাহাজে করে রওনা দেন। এ জাহাজ থেকে তাদের সাগরে অপেক্ষামান মিয়ানমারের চিন ডুইন নামক জাহাজে হস্তান্তর করা হবে। </p> <p style="text-align: justify;">মিয়ানমারের ২৮৮ জন বিজিপি ও সেনা সদস্য যারা গত ১১ মার্চের পর থেকে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তাদের ভোর  পাঁচটার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে বাস যোগে বাঁকখালী নদীর মোহনায় বিআইডব্লিউটিএ ঘাটে আনা হয়। সেখান থেকে তাদের জাহাজে উঠানো হয়। এর আগে তাদের নিতে মিয়ানমারের নয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসেন।</p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষে প্রথম দফায় মিয়ানমার বাহিনীর ৩৩০ জন সদস্য বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেন। তাদের গত ১৫ ফেব্রুয়ারি দেশে ফেরত পাঠানো হয়। পরে গত ১১ মার্চ থেকে আসা ২৮৮ জন বিজিপি ও সেনা সদস্যকে দ্বিতীয় দফায় আজ ফেরত পাঠানো হলো।  </p> <p style="text-align: justify;">এর আগে ১৭৩ জন বাংলাদেশি নাগরিক যারা বিভিন্ন সময়ে সে দেশের কারাগারে ছিলেন তাদের ফেরত আনা হয়। </p>