বহু নির্বাচনী প্রশ্ন
সপ্তম অধ্যায়
মানব শারীরতত্ত্ব : চলন ও অঙ্গচালনা
১। মানবদেহে অক্ষীয় কঙ্কালে অস্থির সংখ্যা কতটি?
ক) ৫০ খ) ৬০ গ) ৭০ ঘ) ৮০
২। থোরাসিক কশেরুকার সংখ্যা কয়টি?
ক) ৪টি খ) ৫টি
গ) ৭টি ঘ) ১২টি
৩। মানুষের মুখমণ্ডলীয় অস্থির সংখ্যা কয়টি?
ক) ৮ খ) ১২
গ) ১৪ ঘ) ৩৩
৪।
মানুষের করোটির অস্থির সংখ্যা কতটি?
ক) ২৯ খ) ৩০
গ) ৩১ ঘ) ৩৩
৫। মানুষের গ্রীবাদেশীয় কশেরুকা কয়টি?
ক) ৪টি খ) ৫টি
গ) ৭টি ঘ) ১২টি
৬। মানুষের উপাঙ্গীয় কঙ্কালে অস্থির সংখ্যা কতটি?
ক) ১২৪ খ) ১২৫
গ) ১২৬ ঘ) ১২৭
৭। এক্সিস কোন অঞ্চলের কশেরুকা?
ক) উদরদেশীয় খ) গ্রীবাদেশীয়
গ) বক্ষদেশীয় ঘ) শ্রোণিদেশীয়
৮।
মানবদেহে গ্লেনয়েড গহ্বর কোথায় থাকে?
ক) অগ্রপদে খ) পশ্চাৎপদে
গ) বক্ষাস্থি চক্রে ঘ) শ্রোণিচক্রে
৯। কোনটি করোটিকার জোড় অস্থি?
ক) স্ফেনয়েড খ) অক্সিপিটাল
গ) ফ্রন্টাল ঘ) প্যারাইটাল
১০। থোরাসিক কশেরুকার বৈশিষ্ট্য হলো—
i. সেন্ট্রাম মাঝারি ও হৃৎপিণ্ড আকৃতির
ii. ভার্টিব্রাল ফোরামেন বড় ও ত্রিকোনা
iii. স্পাইনাস প্রসেস লম্বা ও সরু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১১। উদ্দীপকটি কোন ধরনের কশেরুকা?
ক) সারভাইকাল খ) থোরাসিক
গ) লাম্বার ঘ) স্যাক্রাল
১২।
উদ্দীপকের ‘A’ চিহ্নিত অংশের নাম কী?
ক) অবটুরেটর ফোরামেন
খ) ভার্টিব্রাল ফোরামেন
গ) ট্রান্সভার্স ফোরামেন ঘ) কোস্টাল ফ্যাসেট

নিচের চিত্রটি দেখো এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
১৩। উদ্দীপকের ‘অ’ চিহ্নিত অংশটি হলো—
ক) স্পাইনাস প্রসেস
খ) ট্রান্সভার্স প্রসেস
গ) ক্যাপিচুলার প্রসেস
ঘ) আর্টিকুলার প্রসেস
১৪। উদ্দীপকের ক্ষেত্রে প্রযোজ্য—
i. পাঁজরের ক্যাপিচুলামের সঙ্গে যুক্ত
ii. মেরুদণ্ড গঠন করে
iii. ভার্টিব্রাল ফোরামেন বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৫। শ্রোণিচক্রের অংশ—
i. Ileum ii. Pubis
iii. Ischium
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৬। মানবদেহের সবচেয়ে বড় অস্থি কোনটি?
ক) হিউমেরাস খ) ফিমার
গ) স্টার্নাম ঘ) টিবিয়া
১৭।
চুনময় তরুণাস্থি পাওয়া যায় কোথায়?
ক) পিনা খ) শ্বাসনালি
গ) হিউমেরাস ও ফিমারের মস্তক
ঘ) ইউস্টেশিয়ান নালি
১৮। হায়ালিন তরুণান্থি কোনটি?
ক) কর্ণছত্র খ) আলজিহ্বা
গ) শ্বাসনালি ঘ) ফিমারের মস্তক
১৯। কোনটি হৃৎপিণ্ডের অংশ?
ক) ক্যানালিকুলি
খ) ইন্টারক্যালেটেড ডিস্ক
গ) পেশিসূত্র ঘ) কন্ড্রোসাইট
২০। মায়োফাইব্রিল কোন প্রোটিন দ্বারা তৈরি?
ক) অ্যাকটিন ও জিলেটিন
খ) মায়োসিন ও ইলাস্টিন
গ) কোলাজেন ও মায়োসিন

ঘ) মায়োসিন ও অ্যাকটিন
চিত্রটি লক্ষ করো এবং পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও :
২১। প্রথম শ্রেণির লিভার কোনটি?
ক) A খ) B
গ) C ঘ) A ও B
২২। কোনটি তৃতীয় শ্রেণির লিভার?
ক) A খ) B

গ) C ঘ) A ও B
উদ্দীপকের আলোকে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
২৩। উদ্দীপকের চিত্রটিতে y কী নির্দেশ করে?
ক) লিভার বাহু খ) পিভট
গ) প্রচেষ্টা ঘ) ভার
২৪। উদ্দীপকের x-এর ভূমিকা হলো—
i. হাঁটু সন্ধিতে ভাঁজ সৃষ্টি করা
ii. পায়ের গোড়ালি ওপরে ওঠানো
iii. দেহের ভারসাম্য রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৫। জটিল অস্থিভঙ্গের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়—
i. ত্বক
ii. শিরা
iii. ধমনি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর ১. ঘ ২. ঘ ৩. গ ৪. ক ৫. গ ৬. গ ৭. খ ৮. গ ৯. ঘ ১০. খ ১১. ক ১২. গ ১৩. খ ১৪. গ ১৫. ঘ ১৬. খ ১৭. গ ১৮. গ ১৯. খ ২০. ঘ ২১. ক ২২. গ ২৩. খ ২৪. গ ২৫. গ।