kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১         

এইচএসসি প্রস্তুতি

অর্থনীতি প্রথম পত্র

মোহাম্মদ ফখরুল আলম, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেঅর্থনীতি প্রথম পত্র

ইসলামী অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো জাকাত

গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন

প্রথম অধ্যায়

১। কোন অর্থনীতিবিদ অর্থনীতিকে ‘কল্যাণের বিজ্ঞান’ বলে অভিহিত করেছেন?

    ক) ক্যানন                 খ) এল রবিন্স

    গ) অ্যাডামস্মিথ              ঘ) র‌্যাগন

২।  জাকাতের পরিমাণ সম্পদের কত শতাংশ?

    ক) ১.৫%                 খ) ২.৫%

    গ) ৫%                   ঘ) ১০%

৩।  সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়—

    i. বেকার সমস্যা

    ii. খাজনা

    iii. মুদ্রাস্ফীতি

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii               খ) i ও iii

    গ) ii ও iii             ঘ) i, ii ও iii

৪। 

    ওপরোক্ত চিত্রের মাধ্যমে যা ব্যাখ্যা করা যায়—

    i. সুযোগ ব্যয়

    ii. দ্রব্য থেকে প্রাপ্ত ভোক্তার উপযোগ

    iii. দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii               খ) i ও iii

    গ) ii ও iii             ঘ) i, ii ও iii

৫।  ধনতান্ত্রিক অর্থনীতিতে ফার্মের মূল অর্থনৈতিক লক্ষ্য কোনটি?

    ক) মাত্রাগত ব্যয় সুবিধা অর্জন        খ) ভোক্তার সন্তুষ্টি সর্বাধিকরণ

    গ) সম্পদ বণ্টনে দক্ষতা অর্জন    ঘ) মুনাফা সর্বোচ্চকরণ

৬।  ইসলামী অর্থনীতির উৎস কয়টি?

    ক) ২টি                   খ) ৩টি

    গ) ৪টি                   ঘ) ৫টি

 

৭। 

    প্রদত্ত চিত্র অনুযায়ী মূলধন নিবিড় উৎপাদন কৌশল কোনটি?

    ক) OK1/OL1               খ) OK1/OK2

    গ) OK2/OL2               ঘ) OK1/OL2

৮।  প্রতিযোগিতামূলক বাজার ও স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কোন অর্থনীতির বৈশিষ্ট্য?

    ক) ইসলামী                খ) ধনতান্ত্রিক

    গ) মিশ্র                   ঘ) সমাজতান্ত্রিক

৯।  ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় নয়—

    ক) নিয়োগ                 খ) দ্রব্যের দাম

    গ) ব্যক্তির আয়              ঘ) ফার্মের আয়

১০। জাকাত কোন অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য?

    ক) পুঁজিবাদী                খ) নির্দেশমূলক

    গ) মিশ্র                   ঘ) ইসলামী

১১। ‘মানুষ বাছাই করতে বাধ্য হয় বলে অর্থনৈতিক সমস্যা দেখা দেয়।’ উক্তিটি কার?

    ক) বেনহাম                খ) মার্শাল

    গ) কেইন্স                 ঘ) রিকার্ডো

১২। অধ্যাপক পি এ স্যামুয়েলসনের মতে, প্রত্যেক অর্থনৈতিক সমাজের মৌলিক সমস্যা কয়টি?

    ক) ২                        খ) ৩

    গ) ৪                        ঘ) ৫

১৩। নির্দেশমূলক অর্থনীতিতে—

    i. শ্রেণি শোষণ অনুপস্থিত

    ii. উপকরণের ব্যক্তিমালিকানা নেই

    iii. কেন্দ্রীয় পরিকল্পনা অনুসরণ

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii               খ) i ও iii

    গ) ii ও iii             ঘ) i, ii ও iii

১৪। কোন অর্থনীতিবিদ সর্বপ্রথম ব্যষ্টিক ও সামষ্টিক শব্দ দুটি ব্যবহার করেন?

    ক) অ্যাডাম স্মিথ             খ) র‌্যাগনার ফ্রিশ

    গ) এল রবিন্স               ঘ) মার্শাল

১৫। ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগ কোন অর্থব্যবস্থার বৈশিষ্ট্য?

    ক) ধনতান্ত্রিক               খ) মিশ্র

    গ) নির্দেশমূলক              ঘ) ইসলামী

 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর

১. ক ২. খ ৩. গ ৪. গ ৫. ঘ ৬. গ ৭. ক ৮. খ ৯. ক ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. ঘ ১৪. খ ১৫. খ।

মন্তব্যসাতদিনের সেরা