১। ‘সংখ্যা প্রতীক’ দিয়ে গণিতের সব সংখ্যাই প্রকাশ করা হয়।
ক. সংখ্যা প্রতীকগুলো লেখো?
খ. সার্থক অঙ্ক কোনগুলো? সার্থক অঙ্ক দ্বারা গঠিত ৯ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো।
গ. গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাকে দেশীয় সংখ্যা পঠনরীতি ও আন্তর্জাতিক পদ্ধতিতে লেখো?
সমাধান :
ক. সংখ্যা প্রতীকগুলো হলো—
১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০।
খ. সার্থক অঙ্কগুলো হলো—১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯।
অঙ্কপাতনে যেকোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে।
অর্থাৎ ৯>৮>৭>৬>৫>৪>৩>২>১
বৃহত্তম সংখ্যাটি ৯৮৭৬৫৪৩২১
আবার, ১<২<৩<৪<৫<৬<৭<৮<৯
সংখ্যাটি ছোট-বড় ক্রমে অঙ্কপাতন করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে।
ক্ষুদ্রতম সংখ্যাটি ১২৩৪৫৬৭৮৯।
উত্তর : ৯৮৭৬৫৪৩২১, ১২৩৪৫৬৭৮৯।
গ. দেশীয় পদ্ধতিতে সংখ্যা পঠনরীতি :
খ-থেকে প্রাপ্ত বৃহত্তম সংখ্যা = ৯৮৭৬৫৪৩২১
সংখ্যাটির ডানদিক থেকে তিন ঘর পরে কমা (,); এরপর ২ ঘর পর পর কমা (,) বসালে পাই ৯৮,৭৬,৫৪,৩২১
কথায়—
আটানব্বই কোটি ছিয়াত্তর লাখ চুয়ান্ন হাজার তিন শত একুশ।
আবার,
খ-ক্ষুদ্রতম সংখ্যা = ১২৩৪৫৬৭৮৯, ২ ঘর পর পর কমা (,) বসিয়ে পাই ১২,৩৪,৫৬,৭৮৯
কথায়—বারো কোটি চৌত্রিশ লাখ ছাপ্পান্ন হাজার সাত শত ঊননব্বই।
আন্তর্জাতিক পদ্ধতিতে সংখ্যা পঠনরীতি :
খ-প্রাপ্ত বৃহত্তম সংখ্যা = ৯৮৭৬৫৪৩২১
সংখ্যাটির ডান দিক থেকে তিন অঙ্ক পর পর কমা (,) বসিয়ে পাই ৯৮৭,৬৫৪,৩২১
কথায় প্রকাশ—নয় শত সাতাশি মিলিয়ন ছয় শত চুয়ান্ন হাজার তিন শত একুশ
আবার, খ-থেকে প্রাপ্ত ক্ষুদ্রতম সংখ্যা = ১২৩৪৫৬৭৮৯
সংখ্যাটির ডান দিক থেকে তিন অঙ্ক পর পর কমা (,) বসিয়ে পাই ১২৩,৪৫৬,৭৮৯।
কথায় প্রকাশ করলে হয়—
একশ তেইশ মিলিয়ন চার শত ছাপ্পান্ন হাজার সাত শত ঊননব্বই।
২। ০, ৮, ৭, ৯, ৫, ৪, ৩ কয়েকটি সংখ্যা প্রতীক।
ক. অঙ্কপাতন কাকে বলে?
খ. উপরোক্ত সংখ্যা প্রতীক দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো (শর্ত : অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করবে) যার প্রথমে ৩ ও শেষে ০ আছে।
গ. উপরোক্ত সংখ্যা প্রতীক থেকে সার্থক প্রতীক ব্যবহার করে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো এবং তাদের স্থানীয় মান নির্ণয় করো?
সমাধান : নিজে চেষ্টা করো।