ঢাকা, বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২, ১৪ মহররম ১৪৪৭

ঢাকা, বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২, ১৪ মহররম ১৪৪৭
মডেল টেস্ট

এইচএসসি প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

হাজেরা বেগম, প্রভাষক, আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী
হাজেরা বেগম, প্রভাষক, আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী
শেয়ার
এইচএসসি প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

 

আমার পথ

কাজী নজরুল ইসলাম

১।   কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে যোগদান করেন?

     ক. ১৯১৫ সালে

     খ. ১৯১৬ সালে

     গ. ১৯১৭ সালে

     ঘ. ১৯১৮ সালে

২।   কাজী নজরুল ইসলামকে পথ দেখাবে নিচের কোনটি?

     ক. সত্য

     খ. জ্ঞান

     গ. শিক্ষা

     ঘ. সচেতনতা

৩।   পরাবলম্বনকে প্রবন্ধকার কী বলে অভিহিত করেছেন?

     ক. মূর্খতা

     খ. দরিদ্রতা

     গ. দাসত্ব

     ঘ. নিষ্ক্রিয়তা

৪।

   সত্যের দম্ভ মানুষকে কী করে তোলে?

     ক. বিনয়ী

     খ. উঁচু

     গ. বলীয়ান

     ঘ. অহংকারী

৫।   জাহিদের মধ্যে প্রবল আত্মবিশ্বাস সে নিজেই নিজেকে পথ দেখাতে পারে। উদ্দীপকের জাহিদের আত্মবিশ্বাস ‘আমার পথ’ প্রবন্ধে কী অর্থে প্রয়োগ ঘটেছে?

     ক. সত্য     খ. মিথ্যা

     গ. ভয় ঘ. পদানত

৬।   নিজেকে জানো—উক্তিটি ‘আমার পথ’ প্রবন্ধের কোন দিকটিকে নির্দেশ করে?

     ক. আত্মনির্ভরতা

     খ. আত্মবিশ্বাস

     গ. পরাবলম্বন

     ঘ. স্বাবলম্বন

     নিচের উদ্দীপকটি পড়ো এবং ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     ভুল করে যে দুঃখ পায়, তার ভুল করা সার্থক।

আর ভুল করলেও যে নির্বিকার, আত্মবিচার যার নাই—তার কাছে সত্য-মিথ্যা, পাপ-পুণ্য অর্থশূন্য শব্দ ছাড়া আর কিছুই নয়।

৭।   উদ্দীপকের সঙ্গে তোমার পঠিত নিচের কোন রচনার সাদৃশ্য রয়েছে?

     ক. ভুলের মূল্য

     খ. চেতনার অ্যালবাম

     গ. বিড়াল

     ঘ. আমার পথ

৮।   উদ্দীপকে প্রাবন্ধিকের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে—

     i. ভুল স্বীকার করার মানসিকতা

     ii. সত্যের পক্ষাবলম্বন

     iii. ভুল স্বীকারে নির্বিকার

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii

     খ. i ও iii

     গ. ii ও iii

     ঘ. i, ii ও iii

৯।

   সত্য যে কঠিন/কঠিনেরে ভালোবাসিলাম/সে করে না কভু বঞ্চনা। উদ্দীপকের ভাবনার সাথে ‘আমার পথ’ প্রবন্ধের কোন ভাবনাটির সাথে সম্পর্কযুক্ত?

     ক. আত্মকে চেনা

     খ. সত্যকে নমস্কার

     গ. সহজ স্বীকারোক্তি

     ঘ. পদানত থাকা

১০।  ‘আমি আছি’ উক্তিটি কার ক্ষেত্রে প্রযুক্ত?

     ক. গান্ধীজি

     খ. বিপথগামী

     গ. কর্ণধার

     ঘ. পথপ্রদর্শক

১১।  পরাবলম্বনকে নজরুল কিসের সাথে তুলনা করেছেন?

     ক. পরনির্ভরশীলতা

     খ. দাসত্ব

     গ. নিষ্ক্রিয়তা

     ঘ. আত্মনির্ভরতা

১২।  ‘আমার পথ’ প্রবন্ধের মূল উপজীব্য কোনটি?

     ক. আত্মবিশ্বাস জাগ্রত করা

     খ. শোষণের বিরুদ্ধে প্রতিবাদ

     গ. সাম্যবাদ প্রতিষ্ঠা

     ঘ. সমাজতান্ত্রিক চেতনা

১৩।

  প্রাবন্ধিকের অন্তরে মিথ্যার ভয় না থাকার উদ্দেশ্য কী?

     ক. সত্যের পূজারি থাকতে পারা

     খ. বিপথের আশ্রয় পাওয়া

     গ. কুর্নিশ করার সুযোগ লাভ

     ঘ. আত্মকে চেনার স্বীকারোক্তি

১৪।  এটা দম্ভ নয়, অহংকার নয়। উক্তিটির অন্তর্নিহিত তাত্পর্য কী?

     ক. মিথ্যা বিনয়

     খ. গুরুকে কুর্নিশ না করা

     গ. সত্যের বিরোধিতা করা

     ঘ. নিজেকে নিজের কর্ণধার ভাবা

১৫।  একবার আপনারে চিনলে যায়/অচেনারে চেনা—উদ্দীপকের সাথে ‘আমার পথ’ প্রবন্ধের ভাবগত সাদৃশ্য রয়েছে—

     i. নিজেকে চেনা

     ii. নিজ সত্য উদ্ঘাটন

     iii. অপরকে জানার চেষ্টা

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii

     খ. i ও iii

     গ. ii ও iii

     ঘ. i, ii ও iii

১৬।  প্রবন্ধকার ভুলকে অবলীলায় স্বীকার করে নিতে প্রস্তুত কেন?

     ক. সত্যের আশায়

     খ. অর্থের আশায়

     গ. পুরস্কারের আশায়

     ঘ. শাস্তির ভয়ে

১৭।  প্রবন্ধকারের মতে, মানুষ ক্রমেই ছোট হয়ে যায় কেন?

     ক. মিথ্যার আশ্রয়ে

     খ. সত্যের বাড়াবাড়িতে

     গ. আত্মসত্যকে অস্বীকার করার ফলে

     ঘ. বিনয় প্রকাশে

১৮।  আত্মকে চেনা, নিজের সত্যকে বড় মনে করার দম্ভের মধ্যে প্রকাশ পায়—

     i. আত্ম অহংকার

     ii. আত্মনির্ভরতা

     iii. স্বাবলম্বন

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii

     খ. i ও iii

     গ. ii ও iii

     ঘ. i, ii ও iii

     নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     কেউ মালা, কেউ তসবি গলায়,

     তাইতে কী জাত ভিন্ন বলায়,

     যাওয়া কিংবা আসার বেলায়

     জেতের চিহ্ন রয় কার রে\

১৯।  উদ্দীপকের ভাববস্তুতে ‘আমার পথ’ প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে—

     i. হিন্দু-মুসলমান দ্বন্দ্ব

     ii. মানবধর্মে বিশ্বাস

     iii. অসাম্প্রদায়িক চেতনা

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii

     খ. i ও iii

     গ. ii ও iii

     ঘ. i, ii ও iii

২০।  বিষয়বস্তু বিবেচনায় উদ্দীপকের সাথে ‘আমার পথ’ প্রবন্ধের কোন চরণটি তুলনীয়?

     ক. মানবধর্মই সবচেয়ে বড় ধর্ম

     খ. আমি আমার কর্ণধার

     গ. সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না

     ঘ. আমার পথ দেখাবে আমার সত্য

২১।  যার মনে মিথ্যা আশ্রয় করে থাকে সে কাকে ভয় পায়?

     ক. সত্যকে

     খ. মিথ্যাকে

     গ. ভালোকে

     ঘ. মন্দকে

২২। কোনটিকে অহংকার বা স্পর্ধা বললে ভুল হবে?

     ক. বিনয় প্রকাশ

     খ. সম্মান প্রদর্শন

     গ. স্পষ্ট কথা

     ঘ. সদালাপ

     নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উত্পীড়িতের ক্রোন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না,

     অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীমরণ-ভূমে রণিবে না—

২৩।  উদ্দীপকে ‘আমার পথ’ প্রবন্ধের যে বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে—

     i. অন্যায়ের প্রতিবাদ

     ii. মঙ্গল সাধন

     iii. দাসত্বের অবসান

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii

     খ. i ও iii

     গ. ii ও iii

     ঘ. i, ii ও iii

২৪।  উদ্দীপকের অত্যাচারী ‘আমার পথ’ প্রবন্ধের কোন দিকটিকে নির্দেশ করে?

     ক. অভিশাপ-রথের সারথি

     খ. অহংকারে পৌরুষ

     গ. স্পষ্টভাষী

     ঘ. মিথ্যার জল

২৫।  ভুলের মাধ্যমে আমরা কী পেতে পারি?

     ক. সত্য     খ. মিথ্যা

     গ. ভয় ঘ. জ্ঞান

২৬।  কোন ব্যক্তি অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?

     ক. নিজ ধর্ম বিশ্বাসী

     খ. জ্ঞানী

     গ. সৎ

     ঘ. নাস্তিক

২৭।  নিজেকে চিনলে মানুষের মনে কী আসে?

     ক. সাহস    খ. জোর

     গ. বিশ্বাস    ঘ. দম্ভ

২৮।  মানুষের অমর্যাদা হয় কিসে?

     ক. মিথ্যা বিনয়ে

     খ. অহংকারে

     গ. বাইরের ভয়ে    

     ঘ. অন্তরের ভয়ে

২৯।  ‘সারথি’ শব্দের অর্থ কী?

     ক. ঘোড়া চালক

     খ. গাড়ি চালক

     গ. রথ চালক

     ঘ. উট চালক

৩০।  ‘আমার পথ’ প্রবন্ধটি কোন প্রবন্ধগ্রন্থ্থ থেকে সংকলন করা হয়েছে?

     ক. দুর্দিনের যাত্রী

     খ. রুদ্র-মঙ্গল

     গ. রাজবন্দির জবানবন্দি

     ঘ. যুগ-বাণী

     নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     মানুষ মাত্রই ভুল করে। জীবনের চলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে তাকে স্বীকার করে নেওয়ার মধ্যে কোনো লজ্জা নেই। ভুল থেকেই মানুষ সঠিক শিক্ষা পেতে পারে।

৩১।  উদ্দীপকটি কোন লেখকের লেখার সাথে সংগতিপূর্ণ?

     ক. আবদুল ওদুদ

     খ. মোতাহের হোসেন চৌধুরী

     গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

     ঘ. কাজী নজরুল ইসলাম

৩২।  উদ্দীপকের বক্তব্য অনুযায়ী লেখকের যে মতামত ব্যক্ত হয়েছে—

     i. মানুষ সব সময় নিখুঁত কাজ করতে পারে না।

     ii. ভুল থেকে শিক্ষা গ্রহণ করা উচিত

     iii. ভুলটাকে স্বীকারে আত্মশক্তি লোপ পায়

     নিচের কোনটি সঠিক?

     ক. ii

     খ. iii

     গ. i ও iii

     ঘ. ii ও iii

৩৩।  কাজী নজরুল ইসলাম আমৃত্য নির্বাক ছিলেন কেন?

     ক. মানসিক আঘাতে

     খ. ব্রিটিশ সরকারের অত্যাচারে

     গ. দুরারোগ্য ব্যাধিতে

     ঘ. বয়সের কারণে

৩৪।  কী কারণে সত্যের শিখা নিভে যেতে পারে?

     ক. অজ্ঞতার কারণে

     খ. অহংকারের কারণে

     গ. মিথ্যার কারণে

     ঘ. সচেতনতার কারণে

৩৫।  কিভাবে অসম্ভবকে সম্ভব করা যায়?

     ক. সত্য প্রকাশের মাধ্যমে

     খ. বাহুবল দ্বারা

     গ. মিথ্যার মাধ্যমে

     ঘ. ইচ্ছাশক্তি দ্বারা

৩৬।  প্রবন্ধকার সত্যকে কেন নমস্কার জানিয়েছেন?

     ক. সত্য পথপ্রদর্শক বলে

     খ. সত্য জীবন বলে

     গ. সত্য সম্মানীর বলে

     ঘ. সত্য অমোঘ বলে

৩৭।  যার মনে মিথ্যা বলতে কী বোঝানো হয়েছে?

     ক. অসত্যের প্রভাব

     খ. কপট মনোভাব

     গ. দাম্ভিকতায় পূর্ণ

     ঘ. দাসত্ব মনোভাব

৩৮। গোলামির ভাব বলতে কী বোঝানো হয়েছে?

     ক. অন্যের দাসত্ব করা

     খ. অনিয়ম মেনে নেওয়া

     গ. স্বাবলম্বন

     ঘ. পরাবলম্বন

৩৯।  ‘আমার পথ’ প্রবন্ধে কী ফুটে উঠেছে?

     ক. মানবসমাজকে ঐক্যবদ্ধ করার প্রয়াস

     খ. ধর্মীয় বিশ্বাস সৃষ্টি

     গ. ডোন্টকেয়ার ভাব

     ঘ. দাম্ভিক মনোভাব

৪০।  বাইরের ভয় নজরুলকে আক্রমণ না করতে পারার কারণ—

     i. নজরুল নিজের সত্যকে চেনেন

     ii. অন্তরে মিথ্যার ভয় না থাকা

     iii. অন্যের সত্যকে অনুধাবন

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii 

     খ. i ও iii

     গ. ii ও iii    

     ঘ. i, ii ও iii

উত্তরগুলো মিলিয়ে নাও

১. গ ২. ক ৩. গ ৪. খ ৫. ক ৬. ক

৭. ঘ ৮. ক ৯. খ ১০. ক ১১. খ ১২. ক

১৩. ক ১৪. ঘ ১৫. ক ১৬. ক ১৭. গ

১৮. খ ১৯. গ ২০. ক ২১. খ ২২. গ ২৩. ঘ ২৪. ঘ ২৫. ক ২৬. ক ২৭. খ ২৮. ক ২৯. গ ৩০. ঘ ৩১. ঘ ৩২. গ ৩৩. গ ৩৪. গ ৩৫. ক ৩৬. গ ৩৭. খ ৩৮. ঘ ৩৯. ক ৪০. ক

মন্তব্য

সম্পর্কিত খবর

নবম ও দশম শ্রেণি : গণিত

    ফারজানা ইয়াসমিন, প্রভাষক, ছাগলনাইয়া মহিলা কলেজ, ছাগলনাইয়া, ফেনী
শেয়ার
নবম ও দশম শ্রেণি : গণিত

পরিমিতি

বহু নির্বাচনী প্রশ্ন

১। একটি ঘনকের কতটি তল?

  ক. ৪টি   খ. ২টি

  গ. ৩টি   ঘ. ৬টি

২।        সমবৃত্তভূমিক বেলনের বৃত্তাকার অংশের মোট ক্ষেত্রফল কত?

  ক. πr2      খ. 2πr2   
গ. 2πrh          ঘ. 2πr (r+h)

      ৩। সমবৃত্তভূমিক বেলনের আয়তন কত?

  ক. 2πr   খ. πr2  
গ.
πr2h   ঘ. 2πr2h

  নিচের তথ্যের আলোকে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

  ABCD একটি বর্গক্ষেত্রের দুটি কর্ণ ACBD

কর্ণ দুটির ছেদবিন্দু ঙ। বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য 4 একক।

৪।        বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত?

  ক. 2√2  খ. 4

  গ. 2√4          ঘ. 4√2

৫।

ΔOAB এর ক্ষেত্রফল কত 

  ক. 4 একক  খ. 6 একক

  গ. 8 একক  ঘ. 2 একক

৬।        একটি সমবাহু ত্রিভুজের কোন ৩টির পরিমাপ
ক. 900, 450, 450       L. 900, 300, 400

  গ. 600, 600, 600       N. 700, 600, 500

৭।        একটি ঘনক আকৃতির পাথরের এক বাহুর দৈর্ঘ্য

৫ সেন্টিমিটার হলে এর সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে?

  ক. 100 বর্গ সেন্টিমিটার
খ.
150 বর্গ সেন্টিমিটার

  গ. 200 বর্গ সেন্টিমিটার

  ঘ. 250 বর্গ সেন্টিমিটার

 

    উত্তর : ১. ঘ ২. খ ৩. গ
৪. ঘ ৫. ক ৬. গ ৭. খ।

মন্তব্য

সপ্তম শ্রেণি : বাংলা প্রথম পত্র

    সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ
শেয়ার
সপ্তম শ্রেণি : বাংলা প্রথম পত্র

কবিতা

নতুন দেশ

রবীন্দ্রনাথ ঠাকুর

বহু নির্বাচনী প্রশ্ন

১।        নতুন দেশ কবিতার উদ্দেশ্য কী?

  ক. ইচ্ছা জাগ্রত করা
খ. পাঠে মনোযোগ বাড়ানো

  গ. শিশুদের মনোবল বাড়ানো        
ঘ. সৃজনশীলতা জাগ্রত করা

২।        রবীন্দ্রনাথের শিশুতোষ গ্রন্থ কোনটি?

  ক. খাপছাড়া খ. খেলনা

  গ. মানসী             ঘ. হ-য-ব-র-ল  

৩।        বাংলা সাহিত্যের কোন শাখা রবীন্দ্রনাথের হাতে প্রতিষ্ঠা লাভ করে?

  ক. কবিতা             খ. নাটক

  গ. ছোটগল্প           ঘ. উপন্যাস

৪।

       নাইতে যখন যাই, দেখি সে-এর পরের চরণ কী?

  ক. ডুবতে পারলে দেখি কে        
খ. থাকে কেমন বেশে

  গ. জলের ঢেউয়ে নাচে             
ঘ. দাঁড়িয়ে নদীর তীরে

৫।        নতুন দেশ কবিতায় যে বিষয়গুলো ফুটে উঠেছে

i. প্রকৃতির রহস্য উন্মোচনের আকাঙ্ক্ষা

  ii. শিশুর অভিমান

  iii. অপার বিস্ময়   

  নিচের কোনটি সঠিক?

  ক. iii    খ. iiii           

  গ. iiiii       ঘ. i, iiiii

৬।        রবীন্দ্রনাথ ঠাকুর কী অভিধায় অভিহিত?

  ক. পল্লীকবি   খ. বিশ্বকবি

  গ. জাতীয় কবি    ঘ. বিদ্রোহী কবি  

৭।        শিশুটি প্রথম দিন কোথায় নৌকা দেখেছিল?

  ক. মাঝ নদীতে    খ. ঘাটের কাছে

  গ. খালের পাশে   ঘ. সমুদ্রে

৮।

       জলের ধারে কী দাঁড়িয়ে আছে?

  ক. শহর         খ. পাহাড়

  গ. বাঘের ছানা         ঘ. নারিকেল বন

৯।        নৌকা চলে কিসের টানে?

  ক. দাঁড়ের বলে    খ. ভাটার টানে

  গ. মাঝির শক্তিতে       ঘ. পালের টানে

১০। ভাটার সাথে সম্পৃক্ততা রয়েছে

  i. সূর্য    ii. চন্দ্র

  iii. পৃথিবী

  নিচের কোনটি সঠিক?

  ক. iii        খ. iiii           

  গ. iiiii       ঘ. i, iiiii

  নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

  থাকব নাকো বদ্ধ ঘরে, দেখব এবার জগত্টাকে

১১।       উদ্দীপকের কবিতাংশের সাথে তোমার পঠিত কবিতা কোনটি?

  ক. সবার আমি ছাত্র  খ. কুলি-মজুর

  গ. নতুন দেশ      ঘ. আমার বাড়ি

১২।

       কবিতাংশে ফুটে উঠেছে

  i. শিশুসুলভ আচরণ

  ii. শিশুর মনের সাধ

  iii. নতুনকে জানার ইচ্ছা  

  নিচের কোনটি সঠিক?

  ক. iii    খ. iiii           

  গ. iiiii       ঘ. i, iiiii

১৩।       সোনার তরী’—কাব্যগ্রন্থের রচয়িতা কে?

  ক. কাজী নজরুল ইসলাম      
খ. রবীন্দ্রনাথ ঠাকুর

  গ. জসীমউদ্দীন     ঘ. মহাদেব সাহা

১৪।       রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?

  ক. ১৯১১             খ. ১৯১২

  গ. ১৯১৩        ঘ. ১৯১৪

১৫।       রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?

  ক. বনফুল        খ. গীতাঞ্জলি

  গ. নতুন দেশ          ঘ. খাপছাড়া

১৬।       রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন কত সালে?

  ক. ১৮৯৯        খ. ১৯২০ 

  গ. ১৯৪৩        ঘ. ১৯৪১

১৭।

       রবীন্দ্রনাথের কোন গ্রন্থ থেকে নতুন দেশ কবিতাটি নেওয়া হয়েছে?

  ক. বলাকা    খ. ক্ষণিকা

  গ. সহজ পাঠ      ঘ. তৃণাঙ্কুর

১৮।       ভাটা শব্দের অর্থ কী?

  ক. জলের আগমন  
খ. ভাটার গান

  গ. বর্ধিত জল কমে যাওয়া   
ঘ. জলের পতন

১৯।       নাইতে যখন যাই, দেখি সে/জলের টেউয়ে নাচে’—এখানে কোন দিকটি ফুটে উঠেছে?

  ক. চেতনা   খ. সৌন্দর্য চেতনা

  গ. দৃষ্টিভঙ্গি            ঘ. শিল্পবোধ

২০।       জলের ঢেউয়ে কী নাচে?

  ক. নৌকা    খ. মাঠ

  গ. শস্য          ঘ. মাছ

 

  উত্তর : ১. ঘ ২. ক ৩. গ ৪. গ ৫. খ
৬. খ ৭. খ ৮. ঘ ৯. খ ১০. ঘ ১১. গ
১২. গ ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. ঘ
১৭. গ ১৮. গ ১৯. খ  ২০. ক।

 

 

 

মন্তব্য

এইচএসসির প্রস্তুতি : পদার্থবিজ্ঞান প্রথম পত্র

    বিশ্বজিৎ দাস, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর
শেয়ার
এইচএসসির প্রস্তুতি : পদার্থবিজ্ঞান প্রথম পত্র

বিষয়ভিত্তিক পরামর্শ

  তোমাদের অনেকের কাছে পদার্থবিজ্ঞান অনেক কঠিন লাগে। ভয়ের কিছুই নেই। এ বিষয়ে রয়েছে দুটি অংশ। ২৫ নম্বরের এমসিকিউ এবং ৫০ নম্বরের সিকিউ।

এমসিকিউ ২৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। উত্তর দিতে হবে ২৫ মিনিটে। সময় নির্দিষ্ট, তাই অপেক্ষাকৃত সহজ প্রশ্নগুলোর উত্তর আগে দেওয়া ভালো।
অনেক সময় জটিল অঙ্কের এমসিকিউ দেওয়া থাকে। শর্টকাট পদ্ধতি জানা না থাকলে সেই সব অঙ্কের সমাধান দ্রুত বের করা কঠিন। তাই সহজ ও জানা উত্তরগুলো আগে দেওয়া জরুরি।
এমসিকিউ অংশে সাধারণত বিভিন্ন রাশির মান, একক ও মাত্রা সম্পর্কে প্রশ্ন থাকে।
গ্রাফ সম্পর্কিত একটি বা দুটি এমসিকিউ থাকে। জ্ঞানমূলক প্রশ্নের উত্তর হিসেবে সাধারণত সংজ্ঞা থেকে কুইজ টাইপ প্রশ্ন করা হয়। এসব তথ্য পদার্থবিজ্ঞানের মূল বইগুলোতেই পাবে। বিভিন্ন বোর্ডে আসা বিগত পাঁচ বছরের প্রশ্নগুলো সমাধান করলে এমসিকিউ অংশে ভালো করতে পারবে।

  পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভৌত জগত ও পরিমাপ, ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা, মহাকর্ষ, কাজ, শক্তি ও ক্ষমতা, পদার্থের গাঠনিক ধর্ম (আংশিক), পর্যায়বৃত্ত গতি এবং আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বএই আটটি অধ্যায় রয়েছে।

প্রথম পত্রের সিকিউ অংশে আটটি করে প্রশ্ন থাকবে। পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি সিকিউতে চারটি অংশ থাকবে। জ্ঞানমূলক-১, অনুধাবনমূলক-২, প্রয়োগমূলক-৩ এবং উচ্চতর দক্ষতামূলক-৪, মোট ১০ নম্বর। একই প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লেখা ভালো। 

  পদার্থবিজ্ঞানের একটা সুবিধা হলোপ্রতিটি অধ্যায় থেকে সাধারণত একটি করে সিকিউয়ের উত্তর দিতে হয়। যেহেতু তোমাকে আটটি মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে, সেহেতু তুমি অল্প কয়েকটি অধ্যায় ভালোমতো পড়লেই সিকিউয়ের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারবে। 

  স্পষ্টভাবে উত্তর লিখবে। কাটাকাটি এড়িয়ে চলবে। গাণিতিক সমস্যার ক্ষেত্রে সঠিকভাবে একক লিখবে। উচ্চতর দক্ষতাভিত্তিক সমাধানের ক্ষেত্রে সাধারণত তোমার কাছে একটি সিদ্ধান্ত চাওয়া হয়। সেটি লিখতে ভুলবে না। খাতা জমা দেওয়ার আগে অবশ্যই রিভিশন দেবে।

মন্তব্য

ভর্তির খোঁজখবর : ঢাকা বিশ্ববিদ্যালয়

শেয়ার
ভর্তির খোঁজখবর : ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ। ছবি : সংগৃহীত

এক্সিকিউটিভ মাস্টার্স অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (ইএমপিএ)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোক প্রশাসন বিভাগে সামার-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ রয়েছে। ভর্তি পরীক্ষায় শীর্ষস্থান অধিকারীদের জন্য শতকরা ২০ ভাগ বৃত্তি ও সেমিস্টারসেরাদের উপবৃত্তি দেওয়া হবে।

 

কোর্স

হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইনোভেশন অ্যান্ড চেঞ্জ ম্যানেজমেন্ট, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, পাবলিক পলিসি অ্যানালিসিস।

 

যোগ্যতা

আগ্রহী প্রার্থীকে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে।

ব্যাচেলর পরীক্ষায় সর্বনিম্ন সিজিপিএ ২.৫০ (৪.০০ এর মধ্যে) এবং এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.৫০ (৫.০০ এর মধ্যে) থাকতে হবে।

 

আবেদন

এরই মধ্যে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। সামাজিক বিজ্ঞান ভবনের ১১ তলার লোক প্রশাসন বিভাগের কার্যালয় থেকে আবেদন ফরম উত্তোলন করা যাবে। আবেদনের শেষ সময় ১৭ জুলাই।

ভর্তি পরীক্ষা ২৫ জুলাই।

 

যোগাযোগ

সামাজিক বিজ্ঞান ভবন (১১ তলা)

লোক প্রশাসন বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা

মোবাইল : ০১৭১১৯৮৫১৮৬, ০১৪০০৯৮৫১৮৬

 

ওয়েবসাইট
www.dupublicad.com

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ