প্রাবন্ধিকের অন্তরে মিথ্যার ভয় না থাকার উদ্দেশ্য কী?
ক. সত্যের পূজারি থাকতে পারা
খ. বিপথের আশ্রয় পাওয়া
গ. কুর্নিশ করার সুযোগ লাভ
ঘ. আত্মকে চেনার স্বীকারোক্তি
১৪। এটা দম্ভ নয়, অহংকার নয়। উক্তিটির অন্তর্নিহিত তাত্পর্য কী?
ক. মিথ্যা বিনয়
খ. গুরুকে কুর্নিশ না করা
গ. সত্যের বিরোধিতা করা
ঘ. নিজেকে নিজের কর্ণধার ভাবা
১৫। একবার আপনারে চিনলে যায়/অচেনারে চেনা—উদ্দীপকের সাথে ‘আমার পথ’ প্রবন্ধের ভাবগত সাদৃশ্য রয়েছে—
i. নিজেকে চেনা
ii. নিজ সত্য উদ্ঘাটন
iii. অপরকে জানার চেষ্টা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৬। প্রবন্ধকার ভুলকে অবলীলায় স্বীকার করে নিতে প্রস্তুত কেন?
ক. সত্যের আশায়
খ. অর্থের আশায়
গ. পুরস্কারের আশায়
ঘ. শাস্তির ভয়ে
১৭। প্রবন্ধকারের মতে, মানুষ ক্রমেই ছোট হয়ে যায় কেন?
ক. মিথ্যার আশ্রয়ে
খ. সত্যের বাড়াবাড়িতে
গ. আত্মসত্যকে অস্বীকার করার ফলে
ঘ. বিনয় প্রকাশে
১৮। আত্মকে চেনা, নিজের সত্যকে বড় মনে করার দম্ভের মধ্যে প্রকাশ পায়—
i. আত্ম অহংকার
ii. আত্মনির্ভরতা
iii. স্বাবলম্বন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
কেউ মালা, কেউ তসবি গলায়,
তাইতে কী জাত ভিন্ন বলায়,
যাওয়া কিংবা আসার বেলায়
জেতের চিহ্ন রয় কার রে\
১৯। উদ্দীপকের ভাববস্তুতে ‘আমার পথ’ প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে—
i. হিন্দু-মুসলমান দ্বন্দ্ব
ii. মানবধর্মে বিশ্বাস
iii. অসাম্প্রদায়িক চেতনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২০। বিষয়বস্তু বিবেচনায় উদ্দীপকের সাথে ‘আমার পথ’ প্রবন্ধের কোন চরণটি তুলনীয়?
ক. মানবধর্মই সবচেয়ে বড় ধর্ম
খ. আমি আমার কর্ণধার
গ. সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না
ঘ. আমার পথ দেখাবে আমার সত্য
২১। যার মনে মিথ্যা আশ্রয় করে থাকে সে কাকে ভয় পায়?
ক. সত্যকে
খ. মিথ্যাকে
গ. ভালোকে
ঘ. মন্দকে
২২। কোনটিকে অহংকার বা স্পর্ধা বললে ভুল হবে?
ক. বিনয় প্রকাশ
খ. সম্মান প্রদর্শন
গ. স্পষ্ট কথা
ঘ. সদালাপ
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উত্পীড়িতের ক্রোন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না,
অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীমরণ-ভূমে রণিবে না—
২৩। উদ্দীপকে ‘আমার পথ’ প্রবন্ধের যে বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে—
i. অন্যায়ের প্রতিবাদ
ii. মঙ্গল সাধন
iii. দাসত্বের অবসান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৪। উদ্দীপকের অত্যাচারী ‘আমার পথ’ প্রবন্ধের কোন দিকটিকে নির্দেশ করে?
ক. অভিশাপ-রথের সারথি
খ. অহংকারে পৌরুষ
গ. স্পষ্টভাষী
ঘ. মিথ্যার জল
২৫। ভুলের মাধ্যমে আমরা কী পেতে পারি?
ক. সত্য খ. মিথ্যা
গ. ভয় ঘ. জ্ঞান
২৬। কোন ব্যক্তি অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?
ক. নিজ ধর্ম বিশ্বাসী
খ. জ্ঞানী
গ. সৎ
ঘ. নাস্তিক
২৭। নিজেকে চিনলে মানুষের মনে কী আসে?
ক. সাহস খ. জোর
গ. বিশ্বাস ঘ. দম্ভ
২৮। মানুষের অমর্যাদা হয় কিসে?
ক. মিথ্যা বিনয়ে
খ. অহংকারে
গ. বাইরের ভয়ে
ঘ. অন্তরের ভয়ে
২৯। ‘সারথি’ শব্দের অর্থ কী?
ক. ঘোড়া চালক
খ. গাড়ি চালক
গ. রথ চালক
ঘ. উট চালক
৩০। ‘আমার পথ’ প্রবন্ধটি কোন প্রবন্ধগ্রন্থ্থ থেকে সংকলন করা হয়েছে?
ক. দুর্দিনের যাত্রী
খ. রুদ্র-মঙ্গল
গ. রাজবন্দির জবানবন্দি
ঘ. যুগ-বাণী
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মানুষ মাত্রই ভুল করে। জীবনের চলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে তাকে স্বীকার করে নেওয়ার মধ্যে কোনো লজ্জা নেই। ভুল থেকেই মানুষ সঠিক শিক্ষা পেতে পারে।
৩১। উদ্দীপকটি কোন লেখকের লেখার সাথে সংগতিপূর্ণ?
ক. আবদুল ওদুদ
খ. মোতাহের হোসেন চৌধুরী
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. কাজী নজরুল ইসলাম
৩২। উদ্দীপকের বক্তব্য অনুযায়ী লেখকের যে মতামত ব্যক্ত হয়েছে—
i. মানুষ সব সময় নিখুঁত কাজ করতে পারে না।
ii. ভুল থেকে শিক্ষা গ্রহণ করা উচিত
iii. ভুলটাকে স্বীকারে আত্মশক্তি লোপ পায়
নিচের কোনটি সঠিক?
ক. ii
খ. iii
গ. i ও iii
ঘ. ii ও iii
৩৩। কাজী নজরুল ইসলাম আমৃত্য নির্বাক ছিলেন কেন?
ক. মানসিক আঘাতে
খ. ব্রিটিশ সরকারের অত্যাচারে
গ. দুরারোগ্য ব্যাধিতে
ঘ. বয়সের কারণে
৩৪। কী কারণে সত্যের শিখা নিভে যেতে পারে?
ক. অজ্ঞতার কারণে
খ. অহংকারের কারণে
গ. মিথ্যার কারণে
ঘ. সচেতনতার কারণে
৩৫। কিভাবে অসম্ভবকে সম্ভব করা যায়?
ক. সত্য প্রকাশের মাধ্যমে
খ. বাহুবল দ্বারা
গ. মিথ্যার মাধ্যমে
ঘ. ইচ্ছাশক্তি দ্বারা
৩৬। প্রবন্ধকার সত্যকে কেন নমস্কার জানিয়েছেন?
ক. সত্য পথপ্রদর্শক বলে
খ. সত্য জীবন বলে
গ. সত্য সম্মানীর বলে
ঘ. সত্য অমোঘ বলে
৩৭। যার মনে মিথ্যা বলতে কী বোঝানো হয়েছে?
ক. অসত্যের প্রভাব
খ. কপট মনোভাব
গ. দাম্ভিকতায় পূর্ণ
ঘ. দাসত্ব মনোভাব
৩৮। গোলামির ভাব বলতে কী বোঝানো হয়েছে?
ক. অন্যের দাসত্ব করা
খ. অনিয়ম মেনে নেওয়া
গ. স্বাবলম্বন
ঘ. পরাবলম্বন
৩৯। ‘আমার পথ’ প্রবন্ধে কী ফুটে উঠেছে?
ক. মানবসমাজকে ঐক্যবদ্ধ করার প্রয়াস
খ. ধর্মীয় বিশ্বাস সৃষ্টি
গ. ডোন্টকেয়ার ভাব
ঘ. দাম্ভিক মনোভাব
৪০। বাইরের ভয় নজরুলকে আক্রমণ না করতে পারার কারণ—
i. নজরুল নিজের সত্যকে চেনেন
ii. অন্তরে মিথ্যার ভয় না থাকা
iii. অন্যের সত্যকে অনুধাবন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরগুলো মিলিয়ে নাও
১. গ ২. ক ৩. গ ৪. খ ৫. ক ৬. ক
৭. ঘ ৮. ক ৯. খ ১০. ক ১১. খ ১২. ক
১৩. ক ১৪. ঘ ১৫. ক ১৬. ক ১৭. গ
১৮. খ ১৯. গ ২০. ক ২১. খ ২২. গ ২৩. ঘ ২৪. ঘ ২৫. ক ২৬. ক ২৭. খ ২৮. ক ২৯. গ ৩০. ঘ ৩১. ঘ ৩২. গ ৩৩. গ ৩৪. গ ৩৫. ক ৩৬. গ ৩৭. খ ৩৮. ঘ ৩৯. ক ৪০. ক