<p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাকিস্তানের জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন বলে মনে করেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, পাকিস্তান মারাত্মক সংকটের সম্মুখীন এবং দেশটির সংস্কার করতে অস্ত্রোপচার প্রয়োজন। </span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত শুক্রবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলার শুনানির মধ্যে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান এসব কথা বলেন। পাকিস্তানের আগের ঋণ শোধের জন্য আরো ধারকর্জ নির্ভরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ইমরান। সেই সঙ্গে তিনি পাকিস্তানিদের বিদেশে বিনিয়োগের প্রবণতারওসমালোচনা করেন। ইমরান পাকিস্তানের বিভিন্ন খাতে অতিরিক্ত করারোপ করার বিষয়টিও তুলে ধরেন। এ ধরনের পদক্ষেপ দেশে মানুষের বিনিয়োগের ইচ্ছার টুঁটি চেপে ধরবে বলে তিনি জানান। সূত্র : দ্য ডন </span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"> </p>