সাপ তাড়ানোর জন্য ফেনল বা কার্বলিক এসিড ব্যবহার করা হয়। আর যে রাসায়নিক পদার্থটি দিয়ে হ্যান্ড স্যানিটাইজার বানানো হয় তা অ্যালকোহল। এসব রাসায়নিক যৌগে হাইড্রোক্সিল গ্রুপ উপস্থিত থেকে যৌগকে বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন করছে। আজ রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে অ্যালকোহল ও ফেনলের প্রস্তুত প্রণালী শেখাচ্ছেন মাহবুব আলম রিয়াজ
অ্যালকোহল কী?
অ্যালিফেটিক বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন অণুর এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু হাইড্রোক্সিল গ্রুপ (OH) দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ গঠন করে তা হলো অ্যালকোহল।
যেমন CH3~CH3 হলো ইথেন। এ যৌগের একটি হাইড্রোজেন পরমাণু হাইড্রোক্সিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে CH3~CH2~OH (ইথানল) পাওয়া যায়, যা একটি অ্যালকোহল।
যেভাবে অ্যালকোহল প্রস্তুত করা হয় :
১। অ্যালকাইল হ্যালাইডের (R-X, CH3-Cl ইত্যাদি) সঙ্গে লঘু জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH) যোগ করার ফলে অ্যালকোহল উত্পন্ন হয়।
CH3-Cl + NaOH > CH3-OH (মিথানল) + NaCl
২। কার্বনিল যৌগকে নিকেল বা প্লাটিনামের প্রভাবে ঐ২ বা খরঅষঐ৪ দ্বারা বিজারিত হয়ে অ্যালকোহল উত্পন্ন হয়।
CH3~CHO + H2 > CH3~CH3-OH
৩। এস্টারের অ্যাসিডিক হাইড্রোলাইসিসের ফলে অ্যালকোহল উত্পন্ন হয়।
CH3~CO2O2C2H5 + H2O ? C2H5OH (ইথানল) + CH3COOH (সাইট্রিক এসিড)
ফেনল কী?
অ্যারোমেটিক যৌগ বেনজিনের (C6H6) চক্রে কার্বনের সঙ্গে ুঙঐ গ্রুপ সরাসরি যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তা ফেনল (C6H5~OH), যা কার্বলিক এসিড হিসেবে পরিচিত।
যেভাবে ফেনল প্রস্তুত করা হয়
১। অ্যানিলিনকে নাইট্রাস এসিড ও হাইড্রোক্লোরিক এসিড দ্বারা বিক্রিয়ায় উত্পন্ন ডায়াজোনিয়াম লবণকে পানি দ্বারা ফুটালে ফেনল উত্পন্ন হয়।
C6H5~NH2 + HNO2+HCl > C6H5~N2Cl
C6H5~N2Cl + H2O >C
6H5~OH (ফেনল) +HCl+N2
২। ক্লোরোবেনজিনের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় উত্পন্ন হয় সোডিয়াম ফিনেট।
আর সোডিয়াম ফিনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক এসিডের বিক্রিয়ায় ফেনল পাওয়া যায়।
C6H5~Cl + 2NaOH >C6H5~ONa
C6H5~ONa + HCl >C6H5~OH (ফেনল)
গুরুত্বপূর্ণ তথ্য
অ্যালকোহল রাসায়নিকভাবে নিরপেক্ষ হলেও ফেনল অম্লীয়।
রেকটিফায়েড স্পিরিট হলো ৯৫.৬% ইথানল ও ৪.৪% পানির মিশ্রণ।
রেকটিফায়েড স্পিরিটের স্ফুটনাংক ৭৮.৩ ডিগ্রি সেলসিয়াস।
তরল O2-এর সঙ্গে রকেট জ্বালানি হিসেবে ইথানল ব্যবহার করা হয়।
মিথানল উড স্পিরিট নামেও পরিচিত।