<p>ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইয়েমেনের ইরান সমর্থিত হুতি আন্দোলনের একজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। মধ্যপ্রাচ্যজুড়ে আরাগচির কূটনৈতিক সফরের অংশ হিসেবে ওমানের রাজধানী মাস্কাটে সোমবার এ বৈঠক হয়। তার দপ্তর এসব তথ্য জানিয়েছে।</p> <p>ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ছবিতে আরাগচিকে ইয়েমেনের হুতি সরকারের মুখপাত্র ও প্রধান আলোচক মোহাম্মদ আবদেলসালামের সঙ্গে আলোচনা করতে দেখা গেছে। আরাগচি বর্তমানে মিত্র দেশগুলোসহ ওই অঞ্চলের অন্য শক্তিগুলোর সঙ্গে আলোচনা করছেন। কারণ ইসরায়েল ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইয়েমেনের হুতি, গাজার হামাস ও হিজবুল্লাহ ইরানের ‘প্রতিরোধ অক্ষের’ অংশ, যারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে।</p> <p>হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টেলিভিশনও এই বৈঠকের খবর জানিয়েছে। তবে তারা আলোচনা সম্পর্কে কোনো বিশদ বিবরণ জানায়নি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফ্লাইটে পেজার-ওয়াকিটকি নিষিদ্ধ করল ইরান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/12/1728740636-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফ্লাইটে পেজার-ওয়াকিটকি নিষিদ্ধ করল ইরান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/12/1434437" target="_blank"> </a></div> </div> <p>আরাগচি একই দিনে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গে বৈঠক করেন, যেখানে লেবানন ও গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ইসরায়েল বর্তমানে সেখানে হিজবুল্লাহ ও হামাসের সঙ্গে লড়াই করছে।</p> <p>ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ী বলেছেন, ‘গাজা ও লেবাননে ইসরায়েলি শাসনের গণহত্যা ও আগ্রাসন অবিলম্বে বন্ধ করার’ আহ্বান জানিয়েছেন দুই পক্ষ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইরানের হামলার জবাব ‘প্রস্তুত করছে’ ইসরায়েল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/05/1728131317-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইরানের হামলার জবাব ‘প্রস্তুত করছে’ ইসরায়েল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/05/1432088" target="_blank"> </a></div> </div> <p>অন্যদিকে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, উভয় কর্মকর্তা আঞ্চলিক বিরোধ ও সংঘাত সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন।</p> <p>১ অক্টোবর ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরানের দাবি, তেহরান সমর্থিত নেতা এবং ইরানের রেভল্যুশনারি গার্ডের একজন জেনারেলের হত্যার প্রতিশোধ হিসেবে তারা এ হামলা চালিয়েছে। এর পরপরই ইসরায়েল পাল্টা প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইসরায়েলি হামলা হলে জবাব দিতে পরিকল্পনা প্রস্তুত ইরানের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/06/1728215098-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইসরায়েলি হামলা হলে জবাব দিতে পরিকল্পনা প্রস্তুত ইরানের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/06/1432408" target="_blank"> </a></div> </div> <p>এদিকে মাস্কাট সফরের আগে আরাগচি বাগদাদে যান। এর আগে গত সপ্তাহে তিনি কাতার ও সৌদি আরব সফর করেন, যেখানে মূল আলোচনার বিষয় ছিল লেবানন ও গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং সংঘাতকে আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে পড়া থেকে রোধ করার উপায় নিয়ে আলোচনা।</p> <p>আরাগচি রবিবার পুনর্ব্যক্ত করে বলেন, ‘ইরান পুরোপুরি যুদ্ধের জন্য প্রস্তুত, তবে আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই।’</p> <p>সূত্র : এএফপি</p>