<p>ইসরায়েলের একটি অন্যতম প্রধান নগরী তেল আবিবে গুলি ও ছুরি হামলায় সাতজন নিহত হয়েছে। জাফা এলাকায় একজন বন্দুকধারী জনসাধারণের ওপর গুলি চালালে আরো কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুত্বর। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে এ হামলার ঘটনা ঘটে।</p> <p>স্থানীয় পুলিশ এক বিবৃতিতে বলেছে, মারাত্মক হামলাটি একটি রেলস্টেশনের শুরু হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ফুটেজে রাস্তায় বিক্ষিপ্তভাবে মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা বন্দুক এবং ছুরি দুটি দিয়েই হামলা চালায়। একজন হামলাকারীকে সাধারণ মানুষেরা ধরে ফেলে। এ হামলাকে ‘সন্ত্রাস’ হিসেবে বর্ণনা করেছে পুলিশ।</p> <p>অপরাধীদের পরিচয় প্রকাশ করা হয়নি। কিছু ইসরায়েলি মিডিয়ায় এর আগে মৃতের সংখ্যা আটজন বলে জানিয়েছিল। তবে সেখানে কোন হামলাকারী অন্তর্ভুক্ত ছিল কিনা তা স্পষ্ট নয়। ঘটনা এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।  তারা দুই হামলাকারীকে আটক করেছে।</p> <p>প্রত্যক্ষদর্শীরা গুলি চালানোর বর্ণনা দিয়েছেন। সেখানে র্যাটজন নামে একজন বলেছেন, ‘মানুষ মাটিতে শুয়ে পড়ে। সন্ত্রাসীদের সামনে থেকে দেখেছি। তারা আরো কিছু করত কিন্তু নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায় এবং সন্ত্রসীদের দিকে ছুটে যায়।’</p> <p>সূত্র : বিবিসি<br />  </p>