<p>ইসরায়েলের জন্য নতুন করে অস্ত্র রপ্তানির অনুমোদন দেবে না জার্মানি। আইনি চ্যালেঞ্জের মুখে পড়ে এসংক্রান্ত অনুমোদন দেওয়া বন্ধ করেছে বার্লিন। সরকারি তথ্য বিশ্লেষণ ও জার্মান অর্থ মন্ত্রণালয়ের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে এর বিরোধিতা করেছে জার্মান সরকার।  </p> <p>জার্মানির অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, মানবিক আইন লঙ্ঘনের অভিযোগে আইনি ও রাজনৈতিক চাপের কারণে ইসরায়েলে অস্ত্র রপ্তানি লাইসেন্স অনুমোদনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এ নিয়ে জার্মান সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পায়নি। </p> <p>গত বছর জার্মানি ইসরায়েলে ৩২৬.৫ মিলিয়ন ইউরো মূল্যের অস্ত্র রপ্তানির অনুমোদন দিয়েছিল। যার মধ্যে সামরিক সরঞ্জাম এবং যুদ্ধের অস্ত্র রয়েছে।</p> <p>রপ্তানি লাইসেন্স অনুমোদনকারী অর্থনীতি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে এটি ২০২২ সালের তুলনায় ১০ গুণ বেশি। অন্যান্য বছরের তুলনায় এই বছর অনুমোদন কমে গেছে। জানুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত মাত্র ১৪.৫ মিলিয়ন ইউরো মূল্যের অস্ত্র রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। তবে রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর জার্মান সরকারের মুখপাত্র স্টেফেন হেবেস্ট্রেট বলেছেন, ইসরায়েলে অস্ত্র রপ্তানি বয়কট করা হয়নি।</p> <p>ইসরায়েলে অস্ত্র বিক্রির অভিযোগে জার্মানির বিরুদ্ধে এর আগে একাধিক মামলা হয়েছে। একটি হয়েছে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) এবং আরেকটি জার্মানির আদালতেই। </p> <p>সূত্র : রয়টার্স</p>