<p>যুক্তরাষ্ট্রের উপকূলে রাশিয়া ও চীনের চারটি রুশ বোমারু বিমানকে ধাওয়া দিয়ে আলাস্কার আন্তর্জাতিক আকাশপথ থেকে সরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার সামরিক বাহিনী। যৌথ টহলের অংশ হিসেবে চারটি যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলে পাঠায় মস্কো ও বেইজিং। গত বুধবার বিমানগুলোর গতিপথ রুখে দেয় যুক্তরাষ্ট্র ও কানাডার সামরিক বাহিনী।</p> <p>বার্ষিক সামরিক কর্মকাণ্ডের অংশ হিসেবে বুধবার (২৪ জুলাই) প্রশান্ত মহাসাগরের উত্তরাঞ্চলে যৌথ সামরিক মহড়া চালায় চীন ও রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার নিশ্চিত করেছে, রাশিয়া ও চীনের সামরিক কয়েকটি বিমান প্রশান্ত মহাসাগরের উত্তরাঞ্চলে পাঁচ ঘণ্টা ধরে যৌথ টহল পরিচালনা করেছে। তবে এরইমধ্যে কয়েকটি যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের আকাশসীমায় প্রবেশ করে বলে দাবি উত্তর আমেরিকান আকাশ প্রতিরক্ষা-বিষয়ক সংস্থা নোরাডের।</p> <p>রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, স্নায়ুযুদ্ধের সময়ের পারমাণবিক অস্ত্রবাহী ‘টুপোলেভ টিইউ-৯৫’ শ্রেণির দুটি রুশ যুদ্ধবিমান এবং চীনের এইচ-৬ শ্রেণির দুটি যুদ্ধবিমান যৌথ টহলে অংশ নেয়। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন।</p> <p>উত্তর প্রশান্ত মহাসাগরে রাশিয়া ও চীনের যুদ্ধবিমানের এমন যৌথ টহলের ঘটনা এটিই প্রথম। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তবে রাশিয়া ও চীনের এই যৌথ টহলকে ‘আকস্মিক’ ঘটনা হিসেবে দেখছেন না যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তিনি ধারণা করছেন বেশ সময় নিয়ে এই অভিযানে নেমেছিল তারা।</p> <p>এদিকে চীনের দাবি তৃতীয় পক্ষকে জড়ানো বা ক্ষতি করার কোনো ইচ্ছা তাদের নেই। চলমান আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই বলে জানায় বেইজিং। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, বার্ষিক সামরিক চুক্তির পরিকল্পনা অনুযায়ী, বেরিং সাগরের ওপরে যৌথ কৌশলগত টহল পরিচালনা করেছে।</p> <p>উত্তর আমেরিকার মহাকাশ প্রতিরক্ষা কমান্ড ‘নোরাড’ উল্লেখ করেছে যে, সামরিক বিমানগুলো যুক্তরাষ্ট্র বা কানাডার সার্বভৌম আকাশসীমায় প্রবেশ করেনি। এদের ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়নি। দ্বিজাতিক কমান্ড এক বিবৃতিতে বলেছে, নোরাড উত্তর আমেরিকার কাছাকাছি অঞ্চলে প্রতিদ্বন্দ্বীদের কার্যক্রম পর্যবেক্ষণে রাখবে।</p> <p>কোনো বিমান বা উড়োজাহাজকে আটকে দেওয়া হলো একটি সামরিক পরিভাষা। ইলেকট্রনিক বা চাক্ষুষ কোনো উপায়ে বিদেশি কোনো বিমানের সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়।</p> <p>সূত্র : আলজাজিরা</p>