<p>মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। সেনাবাহিনীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে আলজাজিরা। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট শোয়ে চিকিৎসাসংক্রান্ত ছুটি নেওয়ায় তাকে এই দায়িত্ব দেওয়া হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। </p> <p>দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভির এক ঘোষণায় বলা হয়, সোমবার (২২ জুলাই) ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের কার্যালয় থেকে নতুন দায়িত্বের ব্যাপারে একটি চিঠি পান মিন অং হ্লাইং।</p> <p>চিঠিতে বলা হয়, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট শোয়ে অসুস্থ। তার চিকিৎসা প্রয়োজন। এ জন্য তিনি ছুটিতে আছেন। তিনি সুস্থ হয়ে না ফেরা পর্যন্ত তার জায়গায় দায়িত্ব পালন করবেন মিন অং হ্লাইং। মিন অং হ্লাইং বর্তমানে ক্ষমতাসীন সামরিক কাউন্সিল ও সামরিক সরকারের চেয়ারম্যান। ক্ষমতা গ্রহণের ছয় মাস পর তিনি নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন।</p> <p>এদিকে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গত সপ্তাহে জানায়, ৭৩ বছর বয়সী মিন্ট সোয়ে সাইকোমোটর রোগ ও অপুষ্টিতে ভুগছেন। খাবার খাওয়াসহ স্বাভাবিক দৈনন্দিন কাজ-কর্ম করতে পারেন না তিনি। এ বছরের শুরু থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন। মিন্ট সোয়ে সু চির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অধীনে ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ক্ষমতা দখলের পর সামরিক সরকার তাদের শাসনের বৈধতা ও সরকারি আদেশ জারির জন্য তাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পদে নিযুক্ত করেন। </p> <p>২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী অং সান সু চির সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। ক্ষমতা দখলের পর থেকে প্রতি ছয় মাসে জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়ে চলেছে সামরিক বাহিনী। সামরিক বাহিনী সাংবিধানিক বহির্ভূত এই ক্ষমতার আইনত বৈধতার জন্য ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের মাধ্যমে সরকারি আদেশ জারি করে আসছে। সামরিক সরকার ২০২৫ সালে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে।</p> <p>সূত্র : আলজাজিরা<br />  </p>