<p>মাঝ আকাশে বিমানের মাঝে নগ্ন হয়ে দৌড় ও ক্রুকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ট্রেলিয়ার পার্থ থেকে মেলবোর্ন শহরের উদ্দেশে ছেড়ে যাওয়া ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইনসের এক ফ্লাইটে সোমবার এ ঘটনা ঘটে।</p> <p>এদিন ফ্লাইটটির যাত্রীরা এক নগ্ন ব্যক্তিকে বিমানের করিডরে দৌড়াতে দেখে। এ সময় ব্যক্তিটি একজন ক্রুকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেন। শেষে ফ্লাইটটি গন্তব্যের দিকে না গিয়ে আবার পার্থে ফিরে যায়।</p> <p>এয়ারলাইনসের মুখপাত্র পরে এক বিবৃতিতে জানান, বিঘ্ন সৃষ্টিকারী এক যাত্রীর কারণে ভিএ৬৯৬ ফ্লাইটটি যাত্রা শেষ না করেই পার্থে ফিরে যায়। ওই যাত্রীকে অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।</p> <p>ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের মতে, ফ্লাইটটি সাড়ে তিন ঘণ্টার যাত্রা শুরুর পর প্রায় দেড় ঘণ্টার মধ্যে আবার পার্থে ফিরে যায়।</p> <p>ফেডারেল পুলিশ এক বিবৃতিতে বলেছে, চলন্ত বিমানে নগ্ন হয়ে দৌড়ানো এবং ক্রুকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় তারা এক ব্যক্তিকে প্রেপ্তার করেছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য অভিযুক্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।</p> <p>পুলিশ আরো জানিয়েছে, গ্রেপ্তারকৃত যাত্রীকে কখন বিচারের মুখোমুখি করা হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। তবে সম্ভবত আগামী মাসে তাকে আদালতে হাজির করা হবে।</p> <p>এয়ারলাইনসের মুখপাত্র এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন।</p> <p>সূত্র : এনবিসি নিউজ</p>