<p>নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে একটি খনি সম্প্রদায়ের ওপর মোটরবাইকে চড়ে আসা বন্দুকধারীদের হামলায় প্রায় ৪০ জন নিহত হয়েছে। তারা বাসিন্দাদের ওপর গুলি চালায় এবং বাড়িঘরে আগুন দেয়। মালভূমি রাজ্যের ওয়াসে জেলায় স্থানীয় সময় সোমবার হামলাটি হয়। স্থানীয় সরকার মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।</p> <p>রাজ্যের তথ্য কমিশনার মুসা ইব্রাহিম আশোমস টেলিফোনে জানান, সশস্ত্র ব্যক্তিরা জুরাক সম্প্রদায়ের ওপর আক্রমণ চালিয়েছে। তারা বিক্ষিপ্তভাবে গুলি করেছে এবং বাড়িঘরে আগুন দিয়েছে। তিনি বলেন, ‘প্রায় ৪০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। জুরাক একটি জনপ্রিয় খনি সম্প্রদায়।’</p> <p>স্থানীয় যুবনেতা শাফি সাম্বোও বলেছেন, হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছে।</p> <p>ওয়াসে জেলায় জিংক ও সীসার মজুদ রয়েছে। পাশাপাশি টিন খনির শিল্পের জন্য মালভূমি রাজ্য পরিচিত। এ রাজ্যে প্রায়ই যাযাবর পশুপালক ও যাজক চাষিদের মধ্যে বিরোধের কারণে সহিংসতা দেখা দেয়। জানুয়ারিতে মালভূমির মাঙ্গু শহরে আন্তঃসাম্প্রদায়িক সংঘর্ষ শুরু হলে গির্জা ও মসজিদ পুড়ে যায়, ৫০ জনেরও বেশি মারা যায় এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়।</p> <p>সূত্র : এএফপি</p>