<p>ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের একটি রেস্তোরাঁয় শনিবার ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত এবং আটজন আহত হয়েছে। অঞ্চলটির রুশ সমর্থিত প্রশাসনের প্রধান টেলিগ্রামে এ তথ্য জানিয়েছেন বলে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।</p> <p>ডেনিস পুশিলিন বলেন, ‘দোনেৎস্কের কিরভ জেলার প্যারাডাইস রেস্তোরাঁয় সরাসরি হামলার ফলে তিনজন বেসামরিক লোক নিহত হয়েছেন—একজন নারী, যিনি রেস্তোরাঁয় কাজ করতেন এবং দুজন গ্রাহক। বর্তমানে আমরা আটজন আহতের কথা জানি।’</p> <p>তিনি জানান, আহতদের মধ্যে চারজন নারী ও চারজন পুরুষ। তাদের আঘাতগুলো সামান্য থেকে মাঝারি গুরুতর।</p> <p>পুশিলিন বলেছেন, মার্কিন এইচআইএমএআরএস নির্ভুল রকেট লঞ্চারগুলো দিয়ে দুটি হামলা হয়। যা রেস্তোরাঁয় আঘাত করে এবং কাছাকাছি একটি আংশিক নির্মিত ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়।</p> <p>প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিগুলোতে বিস্ফোরণের পর আংশিক ধ্বংস হওয়া ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। এ ছাড়া রুশ গণমাধ্যম রিয়া নভোস্তি একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে তদন্তকারী কমিটিকে ঘটনাস্থলে কাজ করতে এবং ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরীক্ষা করতে দেখা যায়।</p> <p>ভিডিওতে আরো দেখা যায়, রেস্তোরাঁর সম্মুখভাগটি আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। বিস্ফোরণের জেরে টেবিল ও চেয়ারগুলো চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং ভেতরের দেয়ালগুলোতে গর্ত তৈরি হয়েছে।</p>