kalerkantho

মঙ্গলবার । ১৯ শ্রাবণ ১৪২৮। ৩ আগস্ট ২০২১। ২৩ জিলহজ ১৪৪২

বাংলাদেশে আসছে চীনা টিকা, এখন বেইজিং বিমানবন্দরে

অনলাইন ডেস্ক   

১১ জুন, ২০২১ ১০:৪৫ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশে আসছে চীনা টিকা, এখন বেইজিং বিমানবন্দরে

চীনের উপহারের করোনাভাইরাসের টিকার আরো ছয় লাখ ডোজ বেইজিং এয়ারপোর্ট থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত চীনা উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

ফেসবুকে ওই স্ট্যাটাসে হুয়ালং ইয়ান আরো জানান, আগামী ১৩ জুন চীনা টিকার ছয় লাখ ডোজ বাংলাদেশে পৌঁছাবে।

আগামি রবিবার দ্বিতীয় দফা চীনা উপহারের টিকা বুঝে পাবে বাংলাদেশ। চীনের প্রথম দফা উপহারের মতো এটাও সিনোফার্মর ভ্যাকসিন। 

বাংলাদেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)  প্রথমে সিনোফার্ম-এর টিকা অনুমোদন দিয়েছিল। সম্প্রতি ডাব্লিউএইচও-এর পর বাংলাদেশও দ্বিতীয় চীনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়৷ 

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, সিনোফার্ম টিকা ক্রয়সংক্রান্ত চুক্তি চূড়ান্ত প্রায়। আর এক সপ্তাহের মধ্যেই সিনোফার্ম-এর তৈরি টিকা কেনার চুক্তির আলোচনা শুরু হবে।সাতদিনের সেরা