kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

‘বাইরে থেকে আর্য জাতি ভারতবর্ষে আসেনি’ হরপ্পা সভ্যতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

কালের কণ্ঠ অনলাইন   

৭ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:০৫ | পড়া যাবে ১ মিনিটে‘বাইরে থেকে আর্য জাতি ভারতবর্ষে আসেনি’ হরপ্পা সভ্যতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ফাইল ছবি

মধ্যপ্রাচ্য থেকে যে জনজাতি হরপ্পা সভ্যতার শেষ পর্যায়ে ভারতবর্ষে বসবাস শুরু করেছিল, তাঁদেরই আর্য বলে মনে করা হয়। তাঁদের মাধ্যমেই দক্ষিণ এশিয়ায় চাষবাসের প্রচলন হয়েছে। এমনটাই লিখা রয়েছে ইতিহাসের পাতায়। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় হরপ্পা সভ্যতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠেছে। শুক্রবার একদল গবেষক এ কথা জানিয়েছেন। 

ওই গবেষক দলটি জানিয়েছে, হরপ্পা সভ্যতার মানব কঙ্কালের ডিএনএ  পরীক্ষা করে জানা গেছে, বাইরে থেকে আর্য জাতি ভারতবর্ষে আসেনি বা আক্রমণ করেনি। এমনকি চাষবাসও মধ্যপ্রাচ্য থেকে আমদানি হয়নি। এই জীবিকা আগের থেকেই নির্বাহ করতে হরপ্পাবাসীরা।

জানা গেছে, ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত হরপ্পা সভ্যতা নিয়ে এই চাঞ্চল্যকর গবেষণাটি চালানো হয়েছে। গবেষণাপত্রের গবেষকরা হলেন-ডেকান কলেজের উপাচার্য ড বসন্ত আচার্য, লৌখনৌয়ের বীরবল সাহানি ইন্সটিটিউট অব পালেওসায়েন্সে-র গবেষক নীরাজ রাই, হার্ভাড মেডিক্যাল স্কুলের গবেষক ভিএম নরসিংহম, নাদিন রোল্যান্ড, ডেভিড রেক এবং হার্ভাড ও ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজির নিক পিটারসন।

সূত্র : জি-নিউজ 

মন্তব্যসাতদিনের সেরা