<p style="text-align: justify;">ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। এদিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।</p> <p style="text-align: justify;">ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৩.৭৭ পয়েন্ট বেড়ে ৫০৮৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ৭.১৩ পয়েন্ট বেড়ে ১১০০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯.১২ পয়েন্ট বেড়ে ১৮১২ পয়েন্টে দাঁড়িয়েছে।</p> <p style="text-align: justify;">ডিএসইতে মোট ৩৯৫টি কম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৬১টি কম্পানির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত আছে ৬৬টির।</p> <p style="text-align: justify;">ডিএসইতে এদিন মোট ৩৫০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৩১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১০.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৭৫২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৬.৬৫ কমে ১৪৫৫৩ পয়েন্টে, শরিয়া সূচক ০.৬৭ পয়েন্ট কমে ৯৪৯ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৩০.৪১ পয়েন্ট বেড়ে ১১২৫৮ পয়েন্টে অবস্থান করছে।</p> <p style="text-align: justify;">এদিন সিএসইতে ২১৭টি কম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৫৩টি কম্পানির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত আছে ৪৪টির। দিনশেষে সিএসইতে ১১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।</p>