<p>আগের দিন পয়েন্টের হিসাবে বার্সাকে ছুঁয়ে ফেলেছিল রিয়াল মাদ্রিদ। তবে ২৪ ঘন্টার ব্যবধানে আবারও রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সেলোনা। দাপুটে ফুটবলে সেভিয়াকে উড়িয়ে দিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। </p> <p>নিজেদের মাঠ অলিম্পিক লুইস কোম্পানিসে সেভিয়াকে ৫–১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেন লেভানডভস্কি ও তোরে। বাকি গোলটি করেন পেদ্রি। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক হচ্ছে জাকের আলীর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/21/1729482040-013fbd9c092207ca1cfcfab92d815f71.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক হচ্ছে জাকের আলীর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/10/21/1437444" target="_blank"> </a></div> </div> <p>বার্সেলোনা প্রথম লিড নেয় ২৪ তম মিনিটে। রাফিনিয়াকে সেভিয়ার ফার্নান্দেস বক্সে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট-কিক থেকে গোল করেন লেভানডভস্কি। গোল পাওয়ার পর বিধ্বংসী হয়ে ওঠে বার্সেলোনা। ২৮তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে পেদ্রির দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। ৩৯ মিনিটে রাফিনিনিয়ার পাস থেকে ব্যবধান ৩-০ করেন লেভা। </p> <p>৮৩ মিনিটে লিগামেন্টের চোট সেরে ৩৪৮ দিন পর কাল যখন মাঠে ফেরেন গাভি। তাকে জায়গা দিতে উঠে যান যিনি, সেই পেদ্রি অধিনায়কের আর্মব্যান্ডও পরিয়ে দেন এই সতীর্থকে। এর আগের মিনিটে গোল করেন তোরে। শেষ ৩ মিনিটে হয়েছে আরও ২টি গোল। ৮৭ মিনিটে সেভিয়ার স্তানিস ইদুম্বোর সান্ত্বনাসূচক গোলের পরের মিনিটেই বার্সার পাবলো তোরের গোল। ৫-১ ব্যাবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। </p> <p><img alt="ফেইসবুক থেকে" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/10/21/my1198/TRU7T5.jpg" width="1000" /></p> <p>১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে বার্সা আছে শীর্ষে। সমান ম্যাচে ২৪ পয়েন্ট দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচের পর শনিবার লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা।<br />  </p>