<p>বিব্রতকর রেকর্ড গড়া ভারতকে ম্যাচে ফিরতে হলে দারুণ কিছু করতে হতো তাদের বোলাদের। তবে সেটা পারেননি জাসপ্রিত বুমরাহ-রবিচন্দ্রন অশ্বিনরা। ব্যাটাদের মতোই তারাও ব্যর্থ হয়েছেন।</p> <p>সেই সুযোগটাই কাজে লাগিয়ে দুর্দান্ত ছন্দে থাকা নিউজিল্যান্ড ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে হাতে। বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে ১১ জন মিলে যা করেছে ভারত, তা উদ্বোধনী জুটিতেই পেরিয়ে গেছে নিউজিল্যান্ড। ভারতের ৪৬ রানের বিপরীতে ওপেনিংয়ে ৬৭ যোগ করেন টম লাথাম এবং ডেভন কনওয়ে। ১৫ রান করা লাথামকে আউট করে ভারতকে প্রথম উইকেট এনে দেন কুলদীপ যাদব। তবে কিউই অধিনায়ক আউট হলেও রানের চাকা ঠিকই সচল রাখেন আরেক ওপেনার কনওয়ে।</p> <p>ওয়ানডে স্টাইলে ব্যাটিং করা কনওয়ে দ্বিতীয় উইকেটে ৭৫ রানের জুটি গড়েন উইল ইয়ংয়ের সঙ্গে। তবে দুজনই শেষ বিকেলে ১২ রানের ব্যবধানে আউট হন। দিনের শেষ ব্যাটার হিসেবে কনওয়ে আউট হন আক্ষেপকে সঙ্গী করে। অশ্বিনের বলে বোল্ড হওয়ার আগে যে ৯১ রানে আউট হয়েছেন তিনি। এতে করে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পাওয়া হয়নি বাঁহাতি ব্যাটারের। ১০৫ বলের ইনিংসটি সাজিয়েছেন ১১ চার ও ৩ ছক্কায়।</p> <p>অন্যদিকে ইয়ংকে ৩৩ রানে ফিরিয়েছেন রবিন্দ্র জাদেজা। অর্থাৎ, তিন ব্যাটারকেই আউট করেছেন স্পিনার, কিউইদের ঠিক বিপরীত। ভারতকে তাদের মাঠে সর্বনিম্ন ৪৬ রানের বিব্রতকর রেকর্ড গড়তে বাধ্য করার সময় ১০ উইকেটই নিয়েছে পেসাররা। টেস্টে ১০০ সেঞ্চুরির মাইলফক স্পর্শ করা হেনরি নিয়েছেন ক্যারিয়ারে পঞ্চমবারের মতো নিয়েছেন ৫ উইকেট। বাকি ৫ উইকেটের ৪টি উইলিয়াম ও’রুকির। আর বাকিটি টিম সাউদির।</p> <p>বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিন ৩ উইকেটে ১৮০ রান নিয়ে শেষ করেছে নিউজিল্যান্ড। ভারতের চেয়ে ১৩৪ রানে এগিয়ে থাকা কিউইদের আগামীকাল আরও বড় সংগ্রহের স্বপ্ন দেখাবেন দুই অপরাজিত ব্যাটার রাচিন রবীন্দ্র ও ড্যারেল মিচেল। রাচিনের ২২ রানের বিপরীতে মিচেল ক্রিজে আছেন ১৪ রানে।</p>