<p style="text-align:justify">বৈষম্যবিরোধী আন্দোলনকে সমর্থন করে অনেক ক্রিকেটার কথা বললেও মুখ বন্ধ ছিল সাকিব আল হাসানের। এ জন্য তাকে ব্যাপক সমালোচনার তীরে বিদ্ধ হতে হয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর সাবেক সংসদ সদস্যকে জাতীয় দলে আর দেখা যাবে কি না, তা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছিল।</p> <p style="text-align:justify">তবে সব শঙ্কা উড়িয়ে সাকিবকে মেধার ভিত্তিতে পাকিস্তান সিরিজে দলে রাখার কথা জানায় বিসিবি। দুই টেস্ট সিরিজের প্রথমটি আগামীকাল শুরু হবে রাওয়ালপিন্ডিতে। টেস্ট শুরুর আগে তাই স্বাভাবিকভাবেই তাকে নিয়ে প্রশ্ন উঠেছে সংবাদ সম্মেলনে। গত কয়েক সপ্তাহের উদ্ভূত পরিস্থিতি সাকিবের ওপর প্রভাব ফেলবে কি না, তা জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে। </p> <p style="text-align:justify">সঙ্গে সাকিবের রাজনৈতিক ক্যারিয়ার সম্পর্কেও জানতে চাওয়া হয়েছিল সংবাদ সম্মেলনে। সাকিবের বিষয়ে শান্ত বলেছেন, ‘না, আমার তেমন মনে হয় না। কারণ সে পেশাদার ক্রিকেটার এবং আমরা সবাই তাকে ক্রিকেটার হিসেবে ট্রিট করি সত্যি বলতে। দীর্ঘদিন ধরে সে এই খেলাটি খেলে। তাই সে নিজের দায়িত্ব জানে এবং কিভাবে নিজেকে প্রস্তুত করতে হয়। তো আমি তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে চিন্তা করছি না। আশা করি, এই সিরিজে সে বিশেষ কিছু করবে।’</p> <p style="text-align:justify">দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে শান্ত বলেছেন, ‘গত বেশ কয়েক দিন আমাদের খুবই কঠিন সময় গিয়েছে। খুবই দুঃখজনক। সবাই খুবই স্ট্রাগল করেছে। যেটা আমরা কেউই আশা করি না। যেটা হয়ে গেছে, ওটা নিয়ে এখন আর পড়ে থাকার কোনো অবস্থান নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবে সার্বিকভাবে যেই পরিস্থিতি ছিল। প্রতিটা পরিবারের জন্য, প্রতিটা মানুষের জন্য অনেক কঠিন ছিল। আশা করছি, সামনে যে দিনগুলো আসবে ভালোভাবে আমরা কাটাতে পারব। ক্রিকেটার হিসেবে আমরা চাই যে আমাদের খেলাগুলো ঠিকভাবে হোক। আমরা যেন সুস্থভাবে খেলাগুলো খেলতে পারি। এটাই আশা করছি।’</p>