<p>মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় আসর হবে মালয়েশিয়ায়। ২০২৫ সালের টুর্নামেন্টকে সামনে রেখে আজ সূচি প্রকাশ করেছে আইসিসি। ১৬ দলের এই টুর্নামেন্টের খেলা শুরু হবে ১৮ জানুয়ারি।</p> <p>টুর্নামেন্ট শেষ হবে ২ ফেব্রুয়ারি। ১৬ দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ৪১টি। বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে। গ্রুপে বাংলাদেশের সঙ্গী শক্তিশালী অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। বাকি দলটি এশিয়া অঞ্চলের কোয়ালিফাই থেকে আসবে।</p> <p>বাংলাদেশের প্রথম ম্যাচ খেলবে এশিয়া অঞ্চল থেকে সুযোগ পাওয়া দলেরে বিপক্ষে, ১৮ জানুয়ারি। ২০ জানুয়ারি বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আর বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে, ২২ জানুয়ারি।</p> <p>গত বছর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো যুব নারী বিশ্বকাপ হয়। উদ্বোধনী আসরে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতের মেয়েরা। চ্যাম্পিয়ন ভারত এবার পড়েছে ‘এ’ গ্রুপে। তাদের সঙ্গী ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও স্বাগতিক মালয়েশিয়া। অন্যদিকে গত আসরের রানার্সআপ ইংল্যান্ডের ‘বি’ গ্রুপে সঙ্গী পাকিস্তান, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।</p> <p><strong>কোন গ্রুপে কোন দল</strong></p> <p><strong>গ্রুপ ‘এ’</strong> - ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া<br /> <strong>গ্রুপ ‘বি’</strong> - ইংল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র<br /> <strong>গ্রুপ ‘সি’</strong> - নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সামোয়া, আফ্রিকা বাছাই<br /> <strong>গ্রুপ ‘ডি’</strong> - বাংলাদেশ, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, এশিয়া বাছাই</p>