<p>গুদাকেশ মোতির বলে এলবিডাব্লিউ হয়ে মাঠ ছাড়ার সময় জো রুটের শরীরী ভাষায় হতাশা ছিল। হতাশা থাকবেই না কেন, অ্যালিস্টার কুকের রেকর্ড স্পর্শ করার দুর্দান্ত সুযোগ পেয়েও যে তা হাতছাড়া হলো তার।</p> <p>তাই আউট হয়ে মাঠ ছাড়ার সময় ব্যাটকে কপাল বরাবর হেলমেটে ধরে মাথা নাড়াতে নাড়াতে ড্রেসিংরুমে ফিরছিলেন রুট। ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরির খুব কাছে এসেও ১৩ রানের আক্ষেপে পুড়তে হলো তাকে। এই সমীকরণটা মেলাতে পারলেই ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কুকের পাশে বসতে পারতেন তিনি। ৩৩ সেঞ্চুরি নিয়ে বর্তমানে ইংল্যান্ডের সর্বোচ্চ শতকের মালিক কুক। আজ সেঞ্চুরি পেলে টানা দ্বিতীয় দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি পেতেন রুট। ট্রেনব্রিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে  সর্বশেষ টেস্টে ৩২তম সেঞ্চুরি পেয়েছিলেন তিনি।</p> <p>সেঞ্চুরির অপেক্ষা বাড়লেও দুর্দান্ত এক মাইলফলক স্পর্শ করেছেন রুট। ইংল্যান্ডের দ্বিতীয় ব্যাটার হিসেবে ১২ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। এ তালিকাতেও তার ওপরে আছেন শুধু কুক। সব মিলিয়ে সপ্তম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন ৩৩ বছর বয়সী ব্যাটার। ৭ চারে ৮৭ রানের ইনিংস খেলার পথে ১২ হাজার ক্লাবে নাম তুলেছেন তিনি। বর্তমানে তার ১২০২৭ রান। আর কুকের রান ১২৪৭২।</p> <p>এজবাবস্টন টেস্টে রুটের মতো ফিফটি পেয়েছেন বেন স্টোকসও। রুটের ৮৭ ও স্টোকসের ৫৪ রানের সৌজন্য ইংল্যান্ডও তৃতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। ৫৪ রানেই ৫ উইকেট হারানো ইংল্যান্ড এখন প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস থেকে ৩০ রানে পিছিয়ে। ৫২ ওভার শেষে ইংল্যান্ডের রান ৭ উইকেটে ২৫২। ওয়েস্ট ইন্ডিজ ক্রেগ ব্রাথওয়েট ও জেসন হোল্ডারের ফিফটিতে ২৮২ রান করে।</p>