<p>স্ত্রী ও দুই সন্তানকে পরিত্যাগ করায় দায়ে ১২ মাসের কারাদণ্ডের শাস্তি পেয়েছেন প্যাট্রিস এভরা। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডারের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ায় এই শাস্তি দিয়েছেন নঁতেরের ফৌজারি আদালত।</p> <p>এভরার আইজীবীর বরাত দিয়ে তার শাস্তির সংবাদটি দিয়েছে ফ্রান্সের পত্রিকা লা পারিসিয়ান। এক বছরের সঙ্গে আরো দুই বছরের স্থগিত কারাদণ্ড দিয়েছেন আদালত। শুধু কারাদণ্ডই দেননি আদালত সঙ্গে জরিমানা করেছেন। তার স্ত্রীর নৈতিক ক্ষতির জন্য চার হাজার ইউরো এবং মামলা চালানো বাবদ দুই হাজার ইউরো দিতে আদেশ দিয়েছেন আদালত।</p> <p>২০২১ সালের ১ মে থেকে ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত স্ত্রী সান্দ্রা এভরা এবং তাদের দুই সন্তানকে পরিত্যাগ করেন এভরা। পরিবারকে পরিত্যাগ করার সেই শাস্তিই পেয়েছেন তিনি। তবে রায়ের বিরুদ্ধে ৪৩ বছর বয়সী ফ্রান্স ডিফেন্ডার আপিল করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী মে জেরম বুরসিকান।</p> <p>অন্যদিকে আদালতের সিদ্ধান্তে খুশি হওয়ার কথা জানিয়েছেন সান্দ্রার আইনজীবী নাথালিয়ে দুবোইস। তিনি বলেছেন, ‘এই সিদ্ধান্তের জন্য আদালতকে ধন্যবাদ। আশা করছি যে এর মাধ্যমে এভরা অবশেষে বুঝতে পারবেন আইনের ঊর্ধ্বে নন তিনি। সঙ্গে চাইলেই স্ত্রী আর সন্তানদের পরিত্যাগ করতে পারেন না।’</p> <p>২০০৭ সালে সান্দ্রা ও এভরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান রয়েছে। ২০২০ সালে তারা বিচ্ছেদের জন্য আবেদন করেন। যার সমাধান এখন পর্যন্ত হয়নি। কিন্তু তার আগেই স্ত্রী ও সন্তানদের পরিত্যাগ করেন এভরা। বর্তমানে ডেনিশ মডেল মার্গাক্স আলেক্সজান্দ্রার সঙ্গে সংসার করছেন এভরা। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৩৭৯ ম্যাচ খেলা এভরার এ সংসারেও দুই সন্তান রয়েছে।</p>