<p>যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৯ উইকেটের জয়ে সেমিফাইনালে ওঠার দৌড়ে টিকে রইল ওয়েস্ট ইন্ডিজ। সুপার এইটে টানা দুই হারে যুক্তরাষ্ট্রের বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেল।</p> <p>শনিবার (২২ জুন) বার্বাডোজে  কেনসিংটন ওভালে যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যুক্তরাষ্ট্রের দেয়া ১২৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১০ ওভার ৫ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা।</p> <p>টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি যুক্তরাষ্ট্রের। ইনিংসের দ্বিতীয় ওভারেই ২ রানে স্টিভেন টেইলরকে সাজঘরে ফেরান রাসেল। দ্বিতীয় উইকেটে আন্দ্রিস গাউস ও নিতিশ কুমারের আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ারপ্লের ৬ ওভারে আর কোনো উইকেট না হারিয়ে ৪৮ রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র। তবে নিতিশকে ফিরিয়ে এই জুটি ভাঙ্গেন মোটি। ফেরার আগে ১৯ বলে ২ চারের মারে ২০ রান করেন নিতিশ। এরপর ব্যাটিং বিপর্যয়ে পড়ে যুক্তরাষ্ট্র। ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক গাউসও ১৬ বলে ২৯ রানে আলজারি জোসেফের বলে ফেরেন। ৫ রানের মাথায় ফেরেন অধিনায়ক অ্যারন জোন্সও। মুলত মিডল-অর্ডার গুড়িয়ে দেন চেজ। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি যুক্তরাষ্ট্র। শেষ দিকে আলি খানের ক্যামিওর পরেও ১ বল বাকি থাকতেই ১২৮ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র।</p> <p><br /> পরে ওই রান তাড়া করতে নেমে স্রেফ ১০ ওভার ৫ বলই দরকার হয় ওয়েস্ট ইন্ডিজের। উদ্বোধনী জুটিতে ৬৭ রান করে ক্যারিবীয়রা।<br /> ১৪ বল খেলা ১৫ রান করা জনসন চার্লস হারম্রিত সিংয়ের বলে ক্যাচ তুলে দেন। তবে আরেকপ্রান্তে ঠিকই ঝড় তোলেন পাঁজরের চোটে  ছিটকে পড়া ব্র্যান্ডন কিংয়ের জায়গায় খেলতে নামা শাই হোপ। ৪ চার ও ৮ ছক্কায় ৩৯ বলে ৮২ রান করেন তিনি। তার সঙ্গী হয়ে তিনে আসা নিকোলাস পুরানও ১২ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৭ রান করেন। সহজ জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।<br />  </p>