<p>চোট কাটিয়ে বিপিএলে ফিরে দারুণ ছন্দে ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর শ্রীলঙ্কা সিরিজে জায়গা না পেলেও জাতীয় দলে ফেরেন সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে। বল হাতে ৪ ম্যাচে ৮ উইকেট নিলেও রান দেওয়ায় বেশ উদার ছিলেন সাইফউদ্দিন। এ জন্য ১৫ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা হয়নি তাঁর। তবে ভাবনায় ছিলেন বিশ্বকাপ দলের বিকল্প ক্রিকেটার হিসেবে।</p> <p>বিশ্বকাপের দলের কেউ চোটে পড়লে তাৎক্ষণিক কাউকে নিতে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ টাইগার্সের প্রগ্রামে আলাদা ছয়জন ক্রিকেটারকে রেখেছেন নির্বাচকরা। তার একজন ছিলেন সাইফউদ্দিন। তবে গতকাল এই অলরাউন্ডার বোর্ডকে জানিয়ে দিয়েছেন, আগামী ১০ জুনের আগে ক্যাম্প যোগ দিতে পারবেন না।</p> <p>এ নিয়ে আজ প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেন, ‘সাইফউদ্দিন টাইগার্স স্কোয়াডে ছিল। সেখানে একটা বিশেষ নির্দেশনা দেওয়া ছিল<span lang="DA" style="font-size:12.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">―</span></span>ছয়জন ক্রিকেটারকে সাদা বলের ট্রেনিংয়ে যেন রাখা হয়। গতকাল আমরা একটা ই-মেইল পেয়েছি, সাইফউদ্দিন ফোনও করেছিল। সে একটু পারিবারিক কারণে…। তার স্ত্রী অসুস্থ, সন্তানসম্ভবা। সে কারণে জুনের ১০ তারিখ পর্যন্ত ক্যাম্পেও থাকতে পারবে না, ছুটি চেয়েছে। আমরা এখন খালেদকে প্রস্তুত রাখার চেষ্টা করব।’</p> <p>অর্থাৎ সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে দুই সপ্তাহর বেশি সময় চেয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন উঠেছে, বিশ্বকাপ দল বা চলমান যুক্তরাষ্ট্র সফরে থাকলে এত বড় ছুটি কি নিতেন তিনি? অভিমান থেকেই কি তাহলে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে থাকতে চাচ্ছেন না এই অলরাউন্ডার?</p> <p>প্রধান নির্বাচকের ব্যাখ্যা, ‘এর আগে আমরা এ ব্যাপারে জানতাম না। ইনজুরি অবহিত করা হয় বা না থাকলে আগে থেকে জানানো হয়। যেহেতু সে যায়নি (বিশ্বকাপে), আমার বিশ্বাস, গেলে জাতীয় দলের হয়ে খেলত। এটা দ্বিতীয় কর্মসূচি, সে কারণেই আমার ধারণা সে (ছুটির) আবেদন করেছে।’</p>