<p>গতবারের মতো এবার আর আবাহনী-মোহামেডান দ্বৈরথ হচ্ছে না ফেডারেশন কাপ ফাইনালে। এবারের ফাইনাল হতে যাচ্ছে বসুন্ধরা কিংসের ট্রেবল জয়ের উপলক্ষ্য। গতকাল গোপালগঞ্জে আবাহনীকে ৩-০ গোলে সহজেই হারিয়ে মৌসুমের তৃতীয় শিরোপার লড়াইয়ে নামছে তারা মোহামেডানের বিপক্ষে। স্বাধীনতা কাপের পর মোহামেডানেরও যা টানা দ্বিতীয় ফাইনাল কিংসের বিপক্ষে।</p> <p>লিগেও রানার্স আপ হওয়ার পথে তারা। কিংস আসার পর এত দিন দুই নম্বর এই জায়গাটা ছিল আবাহনীরই। এখন কেন পারছে না তারই দৃশ্যায়ন হয়েছে যেন গোপালগঞ্জে। পুরো ম্যাচে গোলের তেমন সুযোগই তৈরি করতে পারেনি তারা।</p> <p>শেখ মোরসালিনকে ওপরে রেখে নিচে খেলা মিগেল ফিগেইরাই নষ্ট করেছেন তাদের বেশির ভাগ আক্রমণ। ২১ মিনিটে কিংসের প্রথম গোলটি প্রতিআক্রমণ থেকে। মিগেলের বাড়ানো বল ধরে বক্সের ভেতর রোবিনহোকে দিয়েছেন রাকিব হোসেন। ঘিরে থাকা আবাহনী ডিফেন্ডারের মধ্যে থেকে বুদ্ধিদীপ্ত শটে গোল কিংস অধিনায়কের।</p> <p>আবাহনীকে এরপর সমতায় ফেরার সুযোগ না দিয়ে দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে নেন দরিয়েলতন গোমেজ। রাকিবেরই ক্রসে অসাধারণ হেডে বল জালে জড়িয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। শেষ মুহূর্তে বদলি নামা মোহাম্মদ ইব্রাহিম পেয়েছেন তৃতীয় গোলটি। রোবিনহোর শট আবাহনী গোলরক্ষক শহীদুল ক্লিয়ার করতে না পারলে তাঁর সামনে থেকে সেই বল জড়ান ইব্রাহিম।</p> <p>ময়মনসিংহে আগামী ২২ মে কিংস-মোহামেডান ফাইনাল।</p>