<p>বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গতকাল কলকাতার ইডেন গার্ডেনসের গ্যালারিতে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে আটক হয়েছেন চার যুবক। কলকাতা পুলিশ ওই চার যুবককে আটক করেছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ।</p> <p>স্টেডিয়ামে ঢোকার গেটেই ফিলিস্তিনের পতাকা হাতে ওই চার যুবককে দেখা যায়। কিন্তু তখন বিষয়টি কেউ বুঝতে পারেনি বলে জানিয়েছে পুলিশ। পরে ওই চার যুবক ম্যাচ চলার সময় গ্যালারিতে সেই পতাকা উড়িয়েছেন। পুলিশ তাঁদের ফিলিস্তনের পক্ষে স্লোগান দেওয়ার অভিযোগে আটক করেছে। আটকের পর স্থানীয় পুলিশ জানিয়েছে, চারজনের মধ্যে দুইজনকে ছয় নম্বর গেটের কাছ থেকে ফিলিস্তিনের পতাকাসহ আটক করা হয়। বাকি দুইজনকে আটক করা হয় জি-১ ব্লক থেকে।</p> <p>প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশ জানিয়েছে, চারজনের বয়স ২০ বছরের আশপাশে। ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে হামাসকে সমর্থন করতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচকে বেছে নেন তাঁরা। আটক হওয়া যুবকদের দুইজনের বাড়ি ঝাড়খণ্ড। বাকিদের একজন কলকাতার একবালপুর ও আরেকজন হাওড়ার বাসিন্দা।</p> <p>স্থানীয় পুলিশের ডিসি প্রিয়ব্রত রায় ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে বলেছেন, 'তাদের উদ্দেশ্য কী ছিল, তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে ময়দান থানার পুলিশ।'</p>