ছবি : মীর ফরিদ
চলতি বিপিএলে এখনও জ্বলে উঠতে পারেননি ফাফ ডু'প্লেসিস। দুই ম্যাচে তার সংগ্রহ যথাক্রমে ২ এবং ৬। আজ কুমিল্লা ভিক্টোরিন্সের বিপক্ষে ৬ রান করতে তিনি ১১ বল খেলেছেন। তবে তার দল জয় পেয়েছে ৬৩ রানের বিশাল ব্যবধানে।
বিজ্ঞাপন
ফরচুন বরিশালের ইনিংসের তখন ১৬তম ওভার। তানভীর ইসলামের করা ওভারের পাঁচ নম্বর বলটি ছিল অফস্টাম্পের বাইরে। ব্যাটার জ্যাক লিনটট সপাটে ব্যাট চালালেন। বল লং অফ দিয়ে উড়ে যেতে লাগল সীমানার দিকে। বাকি দৃশ্যটা সবাই কল্পনা করে ফেলেছিল- দারুণ একটা ছক্কা হতে যাচ্ছে। যার দ্বারা বরিশালের পরাজয়ের ব্যবধান আরেকটু কমতে যাচ্ছে।
কিন্তু না, বাদ সাধলেন ডু'প্লেসিস। সীমানার কয়েক ইঞ্চি এপাশ থেকে তিনি লাফিয়ে বলটি লুফে নিলেন। কিন্তু ভারসাম্য রাখতে না পেরে তিনি নিজেই বলসহ সীমানার বাইরে চলে যাচ্ছিলেন। দড়ির ওপারে পা পড়ার আগেই উড়ন্ত অবস্থায় তিনি বলটি উপরে ছুড়ে দেন। এরপর আবারও দড়ির ভেতরে এসে বলটি লুফে নেন। লিনটট ফিরেন ৮ রানে। দুর্দান্ত ক্যাচটি নিয়ে বিপুল প্রশংসা আদায় করে নিয়েছেন ডু'প্লেসিস।