kalerkantho

ওয়াকার ইউনূস পাচ্ছেন ব্রাডম্যান হল অব ফেমের সম্মাননা

কালের কণ্ঠ অনলাইন   

২৬ আগস্ট, ২০১৯ ০৮:৪৭ | পড়া যাবে ১ মিনিটেওয়াকার ইউনূস পাচ্ছেন ব্রাডম্যান হল অব ফেমের সম্মাননা

ব্রাডম্যান হল অব ফেমের সম্মাননা পাচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনূস। ১৩ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ১৩তম বার্ষিক ব্রাডম্যান গালা ডিনারে তাঁকে এ সম্মান জানানো হবে।

এ বিষয়ে ব্রাডম্যান মিউজিয়াম ইন্টারন্যাশনাল ক্রিকেট হল অব ফেম থেকে জানানো হয়েছে, ‘পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার ওয়াকার ইউনূসকে এই বছর আমরা সম্মান জানাচ্ছি। অনুষ্ঠানে অনেক সাবেক ও বর্তমান টেস্ট ক্রিকেটার উপস্থিত থাকবেন।’ 

টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ৭৮৯টি উইকেট শিকার করেছেন পাকিস্তানের এই ক্রিকেট কিংবদন্তি । ১৯৯০ সালের দিকে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য তার ইয়র্কার দুঃস্বপ্ন হয়ে ওঠেছিল।   

মন্তব্যসাতদিনের সেরা