kalerkantho

শুক্রবার । ১৭ জানুয়ারি ২০২০। ৩ মাঘ ১৪২৬। ২০ জমাদিউল আউয়াল ১৪৪১     

ব়্যাম্পে হাঁটলেন হার্দিক পান্ডিয়া

কালের কণ্ঠ অনলাইন   

২৩ আগস্ট, ২০১৯ ১২:০৩ | পড়া যাবে ১ মিনিটেব়্যাম্পে হাঁটলেন হার্দিক পান্ডিয়া

ক্রিকেট থেকে বিশ্রাম নিয়ে ল্যাকমে ফ্যাশন উইকে ব়্যাম্পে হাঁটলেন টিম ইন্ডিয়ার অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া। শো স্টপার্সের গ্র্যান্ড শোয়ে অভিনেত্রী লিসা হেডন এবং ফ্যাশন ডিজাইনার অমিত আগরওয়ালের সঙ্গে ব়্যাম্প-ওয়াক করেন হার্দিক।

গতকাল বৃহস্পতিবার থেকে অ্যান্টিগোয়ায় প্রথমবারের মতো আইসিসির ‘ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ’ এর অংশ হিসেবে টেস্ট খেলতে নেমেছে ভারত। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে সদ্যসমাপ্ত বিশ্বকাপে শেষবার টিম ইন্ডিয়ার জার্সিতে খেলেছেন এই অল-রাউন্ডার। কিন্তু বিশ্বকাপেও আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি তিনি।

মন্তব্যসাতদিনের সেরা