kalerkantho

সন্দেহজনক বোলিং অ্যাকশনে ধরা পড়লেন উইলিয়ামসন-ধনঞ্জয়া

কালের কণ্ঠ অনলাইন   

২০ আগস্ট, ২০১৯ ১৪:৩৮ | পড়া যাবে ১ মিনিটেসন্দেহজনক বোলিং অ্যাকশনে ধরা পড়লেন উইলিয়ামসন-ধনঞ্জয়া

ফের সন্দেহজনক বোলিং অ্যাকশনে ধরা পড়লেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ও লঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়া। গত বছরও বোলিং থেকে নিষিদ্ধ হন ধনঞ্জয়া। পরে বোলিং অ্যাকশন শুধরে মাঠে ফিরেন তিনি। অন্যদিকে ২০১৪ সালে সন্দেহজনক বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হন উইলিয়ামসন। এবারও ধরা পড়লেন তিনি।

জানা গেছে, ম্যাচ অফিশিয়াল রিপোর্টের ভিত্তিতে এ বিষয়টি দুই দলকে জানিয়ে দেওয়া হয়েছে। এ কারণে ১৪ দিনের মধ্যে উইলিয়ামসন ও ধনঞ্জয়াকে বোলিং পরীক্ষা দিতে হবে। পরীক্ষার ফল না আসা পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে তারা বোলিং করতে পারবেন।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টে মাত্র তিন ওভার বল করেছিলেন উইলিয়ামসন। আর তাতেই সন্দেহজনক বোলিং অ্যাকশনে ধরা পড়েন তিনি। একই অভিযোগ থেকে বাঁচতে পারেননি লঙ্কান ডানহাতি অফস্পিনার ধনঞ্জয়াও। দুই ইনিংসে ৬২ ওভার বোলিং করে ৬ উইকেট শিকার করে দলকে জয়ে সাহায্য করলেও তার বোলিং অ্যাকশন নিয়েও প্রশ্ন উঠেছে।

মন্তব্যসাতদিনের সেরা