<main> <section> <article> <article> <p style="text-align: justify;">বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সারা দেশে যেসব সামাজিক কাজ করে যাচ্ছেন, তা দেশের অন্য কোনো শিল্পপ্রতিষ্ঠানকে করতে দেখিনি। বিশেষ করে সমাজের দরিদ্র অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণ ও বিনা মূল্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম এতটাই প্রশংসনীয়, বলে শেষ করা যাবে না। জেলা ও উপজেলা পর্যায়ের প্রান্তিক অসচ্ছল নারীরা সেলাই প্রশিক্ষণ গ্রহণ করে নিজের পায়ে দাঁড়াতে পারছেন। বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে বসুন্ধরা গ্রুপের এমন কার্যক্রম অত্যন্ত মানবিকতার স্বাক্ষর রাখছে।</p> </article> <article> <p style="text-align: justify;">পত্রিকা ও টেলিভিশন সংবাদে দেখেছি, বসুন্ধরা শুভসংঘ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছে, যার মধ্যে করোনকালীন হাজার হাজার মানুষকে খাদ্য সহায়তা, মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভে দীর্ঘমেয়াদি আর্থিক সহযোগিতা, পরিবেশের ভারসাম্য রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ, শীত মৌসুমে দরিদ্র মানুষের মাঝের কম্বল বিতরণসহ অন্য যেসব কার্যক্রম পরিচালনা করছে, তা উপকারভোগীরা আজীবন মনে রাখবে। শুভসংঘের মাধ্যমে এই কাজগুলো করে জেলার অনেক সাধারণ মানুষের হৃদয়ে ভালোবাসার স্থান করে নিয়েছে বসুন্ধরা গ্রুপ, যা কখনোই মুছে যাওয়ার নয়। এ ছাড়া বসুন্ধরা শুভসংঘ স্কুলে প্রান্তিক পর্যায়ের সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়ার দায়িত্ব নেওয়া ও বিনা মূল্যে পোশাকসহ শিক্ষা উপকরণ প্রদান অত্যন্ত মহৎ কাজ। এর ফলে দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষা গ্রহণে আগ্রহ বাড়ছে।</p> </article> <article> <p style="text-align: justify;">এই শিশুরাই একদিন ভালো মানুষ হবে এবং দেশকে এগিয়ে নেবে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এভাবেই আজীবন মানুষকে সহযোগিতা করুন এবং আরো বেশি বেশি সামাজিক কাজ করে যান—এই প্রার্থনা করি। বসুন্ধরা শুভসংঘের জন্য অনেক শুভ কামনা।</p> <p> </p> </article> </article> </section> </main>