<p style="text-align: justify;">বাংলা শিল্প-সাহিত্যে সংস্কৃতির এক বড় উদ্দীপনা শক্তি হল 'সাহিত্য আড্ডা'। সাহিত্যের আড্ডায় চিন্তার আদান-প্রদান ঘটে। পুরনোকে ফেলে নতুন চিন্তা প্রকাশের একটা ভিত্তিভূমি তৈরি করে। আজকাল সাহিত্যের আড্ডা প্রায় উঠে গেছে। নতুন প্রজন্মকে সাহিত্য সংস্কৃতির নতুন ধারায় ফিরিয়ে আনতে প্রতিনিয়ত সাহিত্য আড্ডার গুরুত্ব অতুলনীয়।</p> <p style="text-align: justify;">নতুন ধারায় সাহিত্য আড্ডাকে ফিরিয়ে আনতে বসুন্ধরা শুভসংঘ উদ্যোগী হয়ে উঠেছে। আজ রবিবার বিকাল ৪টায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলা একাডেমি প্রাঙ্গনে সাহিত্য আড্ডার আয়োজন করা হয়। বসুন্ধরা শুভসংঘের বিভিন্ন শাখা কমিটির সদস্যদের অংশগ্রহণে এ আড্ডা অনুষ্ঠিত হয়েছে।</p> <p style="text-align: justify;">সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘের পরিচালক ও কালের কণ্ঠের জ্যেষ্ঠ সহ সম্পাদক জাকারিয়া জামান, প্রচার-প্রকাশনা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহ মো. হাসিবুর রহমান হাসিব, সাহিত্য সম্পাদক আরবী আক্তার, কর্ম ও পরিকল্পনা সম্পাদক সামনান আলী, সহ সাংগঠনিক সম্পাদক আবু হুরাইরা আতিক, সহ দপ্তর সম্পাদক আমিনুর রহমানসহ বসুন্ধরা শুভসংঘের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা কলেজ শাখা, ইডেন মহিলা কলেজ শাখা, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স শাখা, মিরপুর থানা শাখা, কাফরুল থানা শাখা, ভাষানটেক থানা শাখা, পল্লবী থানা শাখা, রূপনগর থানা শাখা, উত্তরা থানা শাখা কমিটির প্রায় দেড় শতাধিক সদস্য।</p> <p style="text-align: justify;">বসুন্ধরা শুভসংঘ'র পরিচালক জাকারিয়া জামান বলেন, ‘পড়াশোনার পাশাপাশি লেখালেখি হচ্ছে অন্যতম একটি দক্ষতা। এটি আমাদের জীবনে বেশ গুরুত্ব বহন করে।’</p> <p style="text-align: justify;">অনুষ্ঠানের শেষে তিনি সাহিত্য আড্ডা আয়োজন প্রসঙ্গে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাহিত্যচর্চায় আগ্রহী করে তুলতে চেষ্টা করছি। সাহিত্যচর্চার জন্য আড্ডা দরকার। কালের কণ্ঠ'র প্রধান সম্পাদক ও বসুন্ধরা শুভসংঘের প্রতিষ্ঠাতা কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের দিকনির্দেশনায় আমরা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে সাহিত্য আড্ডার আয়োজন করে চলেছি।’</p>