<p>পৃথিবীর নতুন চাঁদ আবিষ্কার হয়েছে। চাঁদটি খুব ছোট এবং ক্ষণস্থায়ী। তবে এটা মহাকাশবিজ্ঞানীদের জন্য একটি রোমাঞ্চকর আবিষ্কার। এই মিনি-মুন আসলে একটি ক্ষুদ্র আকারের গ্রহাণু বা অ্যাস্টেরয়েড। এটা পৃথিবীর মহাকর্ষীয় ক্ষণস্থায়ীভাবে বাঁধা পড়েছে। এটি মাত্র ৩৩ ফুট (প্রায় ১০ মিটার) চওড়া। </p> <p>বিজ্ঞানীরা এই মিনি-মুনের নাম দিয়েছেন  2024 PT5। এটি প্রায় দুই মাস পৃথিবীকে কেন্দ্র করে ঘুরবে। </p> <p>মাঝে মাঝে পৃথিবীর কাছাকাছি ঘুরে বেড়ানো ছোট আকারের গ্রহাণু বা মহাজাগতিক বস্তুগুলো পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়ে। তখন পৃথবীর মহাকর্ষীয় বলের প্রভাবে তারা অস্থায়ীভাবে পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে। </p> <p>সাধারণত এ ধরনের মিনি-মুন কয়েক মাস বা সপ্তাহের জন্য পৃথিবীর চারপাশে ঘোরে। পরে মহাকর্ষের টান কমে গেলে আবার মহাশূন্যে ফিরে যায়। 2024 PT5 মিনি-মুনও তেমনই একটি ক্ষণস্থায়ী উপগ্রহ।</p> <p>এ ধরনের মিনি-মুন মহাকাশ পর্যবেক্ষণের জন্য গুরুত্বপূর্ণ আবিষ্কার। এগুলো থেকে গবেষণার জন্য মূল্যবান খনিজ পদার্থ সংগ্রহ করা যেতে পারে। এই খনিজ পদার্থগুলো ভবিষ্যতে মহাকাশ অভিযানের জন্য রকেট জ্বালানি হিসেবে ব্যবহার করা হতে পারে। তাই মিনি-মুনগুলোকে স্টেপিং স্টোন হিসেবেও ভাবা হচ্ছে। বিজ্ঞানীরা আশা করছেন, এ ধরনের মিনি-মুন গবেষণা থেকে ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।</p> <p>নতুন এই মিনি-মুনটি প্রায় ৫৭ দিনের জন্য পৃথিবীর চারপাশে ঘুরবে। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত এটি পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করবে এবং তারপর পৃথিবীর মহাকর্ষ থেকে মুক্ত হয়ে আবার মহাশূন্যে ফিরে যাবে। গবেষকরা অনুমান করছেন, ২০২৫ এবং ২০৫৫ সালে এটি আবারও পৃথিবীর কাছাকাছি আসতে পারে।</p> <p>সূত্র : লাইভ সায়েন্স</p>